ETV Bharat / bharat

এনডিএ সরকারের তৃতীয় মেয়াদে কার দায়িত্বে কোন মন্ত্রক ? দেখুন এক নজরে - Third Modi Government - THIRD MODI GOVERNMENT

Complete list of Ministers: তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি ৷ তাঁর সঙ্গে শপথ নিয়েছেন 71 জন মন্ত্রী ৷ এবার প্রকাশিত হল এনডিএ সরকারের তৃতীয় মেয়াদে কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্পূর্ণ তালিকা ৷

Complete list of Ministers
কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্পূর্ণ তালিকা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 11, 2024, 10:31 AM IST

Updated : Jun 11, 2024, 3:34 PM IST

নয়াদিল্লি, 11 জুন: তৃতীয়বার দিল্লির মসনদ দখলে সফল হয়েছেন নরেন্দ্র দামোদরদাস মোদি ৷ রবিবার রাষ্ট্রপতি ভবনের প্রাঙ্গনে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি ৷ তাঁর সঙ্গে শপথগ্রহণ নেন কেন্দ্রের নয়া এনডিএ সরকারের 71 জন মন্ত্রীও ৷ সেই থেকে শুরু হয় জল্পনা ৷ কাকে কোন মন্ত্রীত্ব দেবেন মোদি? নিজের কাছেই বা কোন কোন মন্ত্রকের দায়িত্ব রাখবেন তিনি ? দেশের রাজনৈতিক মহলে ঘুরতে থাকে সেই প্রশ্ন ৷ অবশেষে মিলল সেই প্রশ্নেরই উত্তর ৷

সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হয়েছে । সেই তালিকা অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকারের তৃতীয় মেয়াদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হলেন অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি ৷ অর্থাৎ, প্রধান মন্ত্রকগুলিকে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী ৷ সেইসঙ্গে নিজের দায়িত্বে রেখেছেন, কর্মী, জনঅভিযোগ এবং পেনশন মন্ত্রক ৷ পাশাপাশি, পারমাণবিক শক্তি এবং মহাকাশ বিভাগ রেখেছেন নিজের দায়িত্বে ৷ শপথগ্রহণ অনুষ্ঠানের একদিন পরে মন্ত্রিসভার প্রথম বৈঠক করেন মোদি ৷ তারপর প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে তালিকা প্রকাশের নির্দেশ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷

কাকে, কোন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হল? দেখুন একনজরে...

  • রাজনাথ সিং: প্রতিরক্ষা মন্ত্রক
  • অমিত শাহ: স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রক
  • নীতিন জয়রাম গড়করি: সড়ক ও পরিবহণ মন্ত্রক
  • জগৎপ্রকাশ নাড্ডা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং জৈবসার ও রাসায়নিক মন্ত্রক
  • শিবরাজ সিং চৌহান: কৃষি ও কৃষি কল্যাণ এবং গ্রামোন্নয়ন মন্ত্রক
  • নির্মলা সীতারমন: অর্থ এবং কর্পোরেট বিষয়ক মন্ত্রক
  • এস জয়শঙ্কর: বিদেশ মন্ত্রক
  • মনোহরলাল খট্টর: বিদ্যুৎ এবং নগরোন্নয়ন মন্ত্রক
  • এইচ ডি কুমারস্বামী: ভারী শিল্প এবং ইস্পাত মন্ত্রক
  • পীযূষ গোয়েল: বাণিজ্য ও শিল্প মন্ত্রক
  • ধর্মেন্দ্র প্রধান: শিক্ষামন্ত্রক
  • জিতন রাম মাঝি: ক্ষুদ্র, কুটির এবং মাঝারি শিল্প মন্ত্রক
  • রাজীবরঞ্জন সিং ওরফে লালন সিং: পঞ্চায়েতি রাজ, মৎস্য, পশুপালন এবং ডেয়ারি মন্ত্রক
  • সর্বানন্দ সোনোয়াল: বন্দর, জাহাজ এবং জলপথ মন্ত্রক
  • ডঃ বীরেন্দ্র কুমার: সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন মন্ত্রক
  • কিঞ্জারাপু রামমোহন নাইডু: অসামরিক বিমান মন্ত্রক
  • প্রল্হাদ জোশী: ক্রেতা সুরক্ষা, খাদ্য, জনবন্টন ও পুনর্ব্যবহারযোগ্য শক্তি মন্ত্রক
  • জুয়েল ওরাঁও: আদিবাসী বিষয়ক মন্ত্রক
  • গিরিরাজ সিং: বস্ত্র মন্ত্রক
  • অশ্বিনী বৈষ্ণব: রেল, তথ্য ও সম্প্রচার এবং তথ্যপ্রযুক্তি ও বৈদ্যুতিন মন্ত্রক
  • জ্যোতিরাদিত্য সিন্ধিয়া: যোগাযোগ এবং উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্রক
  • ভূপেন্দ্র যাদব: পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রক
  • গজেন্দ্র সিং শেখাওয়াত: সংস্কৃতি এবং পর্যটক মন্ত্রক
  • অন্নপূর্ণা দেবী: মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রক
  • কিরেণ রিজিজু: সংসদ বিষয়ক এবং সংখ্যালঘু মন্ত্রক
  • হরদীপ সিং পুরী: পেট্রোলিয়ম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক
  • ড: মনসুখ মাণ্ডব্য: শ্রম ও কর্মসংস্থান এবং ক্রীড়া মন্ত্রক
  • জি কিশান রেড্ডি: কয়লা ও খনি মন্ত্রক
  • চিরাগ পাসওয়ান: খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রক
  • সিআর পাটিল: জলশক্তি মন্ত্রক

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত):-

  • রাও ইন্দ্রজিৎ সিং: পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত); পরিকল্পনা মন্ত্রকের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত); এবং সংস্কৃতি মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • ড: জিতেন্দ্র সিং: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত); ভূ-বিজ্ঞান মন্ত্রকের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত); প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী; কর্মী, জনঅভিযোগ ও পেনশন মন্ত্রকের প্রতিমন্ত্রী; পরমাণু শক্তি বিভাগের প্রতিমন্ত্রী; এবং মহাকাশ বিভাগের প্রতিমন্ত্রী
  • অর্জুন রাম মেঘওয়াল: আইন ও বিচার মন্ত্রকের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত); এবং সংসদ বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • যাদব প্রতাপরাও গণপতরাও: আয়ুষ মন্ত্রকের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত); এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • জয়ন্ত চৌধুরী: দক্ষতা উন্নয়ন ও নয়া উদ্যোগ মন্ত্রকের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত); এবং শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী:-

  • জিতিন প্রসাদ: বাণিজ্য ও শিল্প এবং বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • শ্রীপদ নায়েক: বিদ্যুৎ এবং নতুন ও পুনর্ব্যবহারযোগ্য শক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • পঙ্কজ চৌধুরী: অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী
  • কৃষাণ পাল: সমবায় মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • রামদাস আঠওয়ালে: সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • রামনাথ ঠাকুর: কৃষি ও কৃষি উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • নিত্যানন্দ রাই: স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • অনুপ্রিয়া প্যাটেল: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং জৈবসার ও রাসায়নিক মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • ভি সোমানা: রেল ও জলশক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • ড: চন্দ্রশেখর পেম্মাসনি: গ্রামোন্নয়ন এবং যোগাযোগ মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • এসপি সিং বাঘেল: পঞ্চায়েতি রাজ, মৎস্য, পশুপালন এবং ডেয়ারি মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • সোভা করন্দলাজে: ক্ষুদ্র, কুটির, মাঝারি এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • কীর্তিবর্ধন সিং: বিদেশ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • বিএল বর্মা: ক্রেতা সুরক্ষা, খাদ্য ও জনবন্টন এবং সামাজিক কল্যাণ ও স্বশক্তিকরণ মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • শান্তনু ঠাকুর: বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • সুরেশ গোপী: পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং পর্যটক মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • ড: এল মুরুগান: তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • অজয় তামতা: সড়ক ও পরিবহন মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • বান্দী সঞ্জয় কুমার: স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • কমলেশ পাসওয়ান: গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • ভাগীরথ চৌধুরী: কৃষি ও কৃষি কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • সতিশচন্দ্র দুবে: কয়লা ও খনি মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • সঞ্জয় শেঠ: প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • রবনীত সিং: রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • দুর্গাদাস উইকে: আদিবাসী মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • রক্ষা নিখিন খডসে: যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • সুকান্ত মজুমদার: শিক্ষা এবং উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • সাবিত্রী ঠাকুর: মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • তোখান সাহু: গৃহ ও নগরোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • রাজভূষণ চৌধুরী: জলশক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • ভূপতিরাজু শ্রীনিবাস বর্মা: ভারী শিল্প ও ইস্পাত মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • হর্ষ মালহোত্রা: সড়ক ও পরিবহন এবং কর্পোরেট মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • নিমুবেন জয়ন্তীভাই বামভনীয়া: ক্রেতা সুরক্ষা, খাদ্য ও জনবন্টন মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • মুরলিধর মোহোল: সমবায় এবং বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • জর্জ কুরিয়ান: সংখ্যালঘু বিষয়ক এবং মৎস্য, পশুপালন ও ডেয়ারি মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • পবীত্র মার্গেরিটা: বিদেশ এবং বস্ত্র মন্ত্রকের প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, 11 জুন: তৃতীয়বার দিল্লির মসনদ দখলে সফল হয়েছেন নরেন্দ্র দামোদরদাস মোদি ৷ রবিবার রাষ্ট্রপতি ভবনের প্রাঙ্গনে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি ৷ তাঁর সঙ্গে শপথগ্রহণ নেন কেন্দ্রের নয়া এনডিএ সরকারের 71 জন মন্ত্রীও ৷ সেই থেকে শুরু হয় জল্পনা ৷ কাকে কোন মন্ত্রীত্ব দেবেন মোদি? নিজের কাছেই বা কোন কোন মন্ত্রকের দায়িত্ব রাখবেন তিনি ? দেশের রাজনৈতিক মহলে ঘুরতে থাকে সেই প্রশ্ন ৷ অবশেষে মিলল সেই প্রশ্নেরই উত্তর ৷

সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হয়েছে । সেই তালিকা অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকারের তৃতীয় মেয়াদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হলেন অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি ৷ অর্থাৎ, প্রধান মন্ত্রকগুলিকে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী ৷ সেইসঙ্গে নিজের দায়িত্বে রেখেছেন, কর্মী, জনঅভিযোগ এবং পেনশন মন্ত্রক ৷ পাশাপাশি, পারমাণবিক শক্তি এবং মহাকাশ বিভাগ রেখেছেন নিজের দায়িত্বে ৷ শপথগ্রহণ অনুষ্ঠানের একদিন পরে মন্ত্রিসভার প্রথম বৈঠক করেন মোদি ৷ তারপর প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে তালিকা প্রকাশের নির্দেশ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷

কাকে, কোন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হল? দেখুন একনজরে...

  • রাজনাথ সিং: প্রতিরক্ষা মন্ত্রক
  • অমিত শাহ: স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রক
  • নীতিন জয়রাম গড়করি: সড়ক ও পরিবহণ মন্ত্রক
  • জগৎপ্রকাশ নাড্ডা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং জৈবসার ও রাসায়নিক মন্ত্রক
  • শিবরাজ সিং চৌহান: কৃষি ও কৃষি কল্যাণ এবং গ্রামোন্নয়ন মন্ত্রক
  • নির্মলা সীতারমন: অর্থ এবং কর্পোরেট বিষয়ক মন্ত্রক
  • এস জয়শঙ্কর: বিদেশ মন্ত্রক
  • মনোহরলাল খট্টর: বিদ্যুৎ এবং নগরোন্নয়ন মন্ত্রক
  • এইচ ডি কুমারস্বামী: ভারী শিল্প এবং ইস্পাত মন্ত্রক
  • পীযূষ গোয়েল: বাণিজ্য ও শিল্প মন্ত্রক
  • ধর্মেন্দ্র প্রধান: শিক্ষামন্ত্রক
  • জিতন রাম মাঝি: ক্ষুদ্র, কুটির এবং মাঝারি শিল্প মন্ত্রক
  • রাজীবরঞ্জন সিং ওরফে লালন সিং: পঞ্চায়েতি রাজ, মৎস্য, পশুপালন এবং ডেয়ারি মন্ত্রক
  • সর্বানন্দ সোনোয়াল: বন্দর, জাহাজ এবং জলপথ মন্ত্রক
  • ডঃ বীরেন্দ্র কুমার: সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন মন্ত্রক
  • কিঞ্জারাপু রামমোহন নাইডু: অসামরিক বিমান মন্ত্রক
  • প্রল্হাদ জোশী: ক্রেতা সুরক্ষা, খাদ্য, জনবন্টন ও পুনর্ব্যবহারযোগ্য শক্তি মন্ত্রক
  • জুয়েল ওরাঁও: আদিবাসী বিষয়ক মন্ত্রক
  • গিরিরাজ সিং: বস্ত্র মন্ত্রক
  • অশ্বিনী বৈষ্ণব: রেল, তথ্য ও সম্প্রচার এবং তথ্যপ্রযুক্তি ও বৈদ্যুতিন মন্ত্রক
  • জ্যোতিরাদিত্য সিন্ধিয়া: যোগাযোগ এবং উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্রক
  • ভূপেন্দ্র যাদব: পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রক
  • গজেন্দ্র সিং শেখাওয়াত: সংস্কৃতি এবং পর্যটক মন্ত্রক
  • অন্নপূর্ণা দেবী: মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রক
  • কিরেণ রিজিজু: সংসদ বিষয়ক এবং সংখ্যালঘু মন্ত্রক
  • হরদীপ সিং পুরী: পেট্রোলিয়ম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক
  • ড: মনসুখ মাণ্ডব্য: শ্রম ও কর্মসংস্থান এবং ক্রীড়া মন্ত্রক
  • জি কিশান রেড্ডি: কয়লা ও খনি মন্ত্রক
  • চিরাগ পাসওয়ান: খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রক
  • সিআর পাটিল: জলশক্তি মন্ত্রক

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত):-

  • রাও ইন্দ্রজিৎ সিং: পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত); পরিকল্পনা মন্ত্রকের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত); এবং সংস্কৃতি মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • ড: জিতেন্দ্র সিং: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত); ভূ-বিজ্ঞান মন্ত্রকের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত); প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী; কর্মী, জনঅভিযোগ ও পেনশন মন্ত্রকের প্রতিমন্ত্রী; পরমাণু শক্তি বিভাগের প্রতিমন্ত্রী; এবং মহাকাশ বিভাগের প্রতিমন্ত্রী
  • অর্জুন রাম মেঘওয়াল: আইন ও বিচার মন্ত্রকের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত); এবং সংসদ বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • যাদব প্রতাপরাও গণপতরাও: আয়ুষ মন্ত্রকের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত); এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • জয়ন্ত চৌধুরী: দক্ষতা উন্নয়ন ও নয়া উদ্যোগ মন্ত্রকের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত); এবং শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী:-

  • জিতিন প্রসাদ: বাণিজ্য ও শিল্প এবং বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • শ্রীপদ নায়েক: বিদ্যুৎ এবং নতুন ও পুনর্ব্যবহারযোগ্য শক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • পঙ্কজ চৌধুরী: অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী
  • কৃষাণ পাল: সমবায় মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • রামদাস আঠওয়ালে: সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • রামনাথ ঠাকুর: কৃষি ও কৃষি উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • নিত্যানন্দ রাই: স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • অনুপ্রিয়া প্যাটেল: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং জৈবসার ও রাসায়নিক মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • ভি সোমানা: রেল ও জলশক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • ড: চন্দ্রশেখর পেম্মাসনি: গ্রামোন্নয়ন এবং যোগাযোগ মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • এসপি সিং বাঘেল: পঞ্চায়েতি রাজ, মৎস্য, পশুপালন এবং ডেয়ারি মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • সোভা করন্দলাজে: ক্ষুদ্র, কুটির, মাঝারি এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • কীর্তিবর্ধন সিং: বিদেশ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • বিএল বর্মা: ক্রেতা সুরক্ষা, খাদ্য ও জনবন্টন এবং সামাজিক কল্যাণ ও স্বশক্তিকরণ মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • শান্তনু ঠাকুর: বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • সুরেশ গোপী: পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং পর্যটক মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • ড: এল মুরুগান: তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • অজয় তামতা: সড়ক ও পরিবহন মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • বান্দী সঞ্জয় কুমার: স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • কমলেশ পাসওয়ান: গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • ভাগীরথ চৌধুরী: কৃষি ও কৃষি কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • সতিশচন্দ্র দুবে: কয়লা ও খনি মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • সঞ্জয় শেঠ: প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • রবনীত সিং: রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • দুর্গাদাস উইকে: আদিবাসী মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • রক্ষা নিখিন খডসে: যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • সুকান্ত মজুমদার: শিক্ষা এবং উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • সাবিত্রী ঠাকুর: মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • তোখান সাহু: গৃহ ও নগরোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • রাজভূষণ চৌধুরী: জলশক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • ভূপতিরাজু শ্রীনিবাস বর্মা: ভারী শিল্প ও ইস্পাত মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • হর্ষ মালহোত্রা: সড়ক ও পরিবহন এবং কর্পোরেট মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • নিমুবেন জয়ন্তীভাই বামভনীয়া: ক্রেতা সুরক্ষা, খাদ্য ও জনবন্টন মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • মুরলিধর মোহোল: সমবায় এবং বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • জর্জ কুরিয়ান: সংখ্যালঘু বিষয়ক এবং মৎস্য, পশুপালন ও ডেয়ারি মন্ত্রকের প্রতিমন্ত্রী
  • পবীত্র মার্গেরিটা: বিদেশ এবং বস্ত্র মন্ত্রকের প্রতিমন্ত্রী
Last Updated : Jun 11, 2024, 3:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.