ETV Bharat / bharat

মঙ্গলে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন কেজরিওয়াল, সকালে বিধায়ক দলের বৈঠক - Kejriwal will resign CM post

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 16, 2024, 9:59 PM IST

Kejriwal will resign from CM post: মঙ্গলবার সন্ধ্যায় উপরাজ্যপাল ভিকে সাক্সেনার সঙ্গে দেখা করবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এর আগে সোমবার মুখ্যমন্ত্রীর বাসভবনে আম আদমি পার্টির রাজনৈতিক বিষয়ক কমিটির বৈঠক হয়। এতে নতুন মুখ্যমন্ত্রীর নাম নিয়ে আলোচনা হয় বলে খবর।

Kejriwal will resign from CM post
ইস্তফা দেবেন কেজরিওয়াল (ইটিভি ভারত)

নয়াদিল্লি, 16 সেপ্টেম্বর: কেজরিওয়ালের পর কে হবেন দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী ? আম আদমি পার্টির (এএপি) মধ্যে শুরু হয়েছে তা নিয়েই বিস্তর আলোচনা। প্রায় এক ঘণ্টা ধরে মুখ্যমন্ত্রীর বাসভবনে সোমবার আপ-র রাজনৈতিক বিষয়ক কমিটির বৈঠক হয়। যাতে অংশ নিয়েছিলেন আপ-এর শীর্ষ নেতারা। সঞ্জয় সিং জম্মু এবং সন্দীপ পাঠক হরিয়ানায় থাকায় এই বৈঠকে তাকতে পারেননি ৷ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জামিনে মুক্তি পাওয়ার পর এই প্রথম দলীয় বৈঠক হল। আর এই বৈঠকে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে খবর।

এদিন বৈঠকের পরে, মন্ত্রী সৌরভ ভরদ্বাজ জানান, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী সম্পর্কে সমস্ত নেতা এবং মন্ত্রীদের সঙ্গে আলোচনা করেছেন। তাদের কাছ থেকে মতামতও নেওয়া হয়েছে ৷ আগামিকাল মঙ্গলবার বিধায়ক দলের বৈঠক হবে। সেখানে বিধায়কদের সঙ্গেও আলাদা করে আলোচনা করবেন কেজরিওয়াল।

দল জানিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে 11টায় আপ বিধায়কদের একটি বৈঠক হবে। এতে নতুন মুখ্যমন্ত্রীর নাম নিয়ে আলোচনা হবে। এর পরে, সিএম অরবিন্দ কেজরিওয়াল বিকেল সাড়ে চারটে উপ রাজ্যপালের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দিতে পারেন ৷ একই সঙ্গে, মুখ্য়মন্ত্রী হিসাবে বিধানসভায় দলের নতুন নেতার নাম প্রস্তাব করতে পারেন। রবিবার কেজরিওয়াল বলেছিলেন, তিনি মুখ্যমন্ত্রী এবং মণীশ সিসোদিয়া তখনই উপমুখ্যমন্ত্রী হবেন যখন লোকেরা বলবে যে আমরা দু'জনেই সৎ।

কেজরিওয়ালের পদত্যাগের পর দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে জল্পনা চলছে তীব্র। এতে মন্ত্রী অতীশি, গোপাল রাই, সৌরভ ভরদ্বাজ, কৈলাশ গেহলট, দিল্লি বিধানসভার ডেপুটি স্পিকার রাখি বিড়লা, কিছু সংরক্ষিত শ্রেণীর বিধায়ক এবং আপ সুপ্রিমোর স্ত্রী সুনিতা কেজরিওয়ালের নাম এই পদের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনা করা হচ্ছে বলে খবর।

দিল্লিতে আবগারি কেলেঙ্কারিতে জামিনে তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার দু'দিন পর রবিবার, অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছিলেন, তিনি দু'দিন পরে পদত্যাগ করবেন ৷ দিল্লিতে আগাম নির্বাচনের দাবিও জানাবেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, যতক্ষণ না জনগণ তাঁকে 'সততার শংসাপত্র' না দেবে ততক্ষণ মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন না।

নয়াদিল্লি, 16 সেপ্টেম্বর: কেজরিওয়ালের পর কে হবেন দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী ? আম আদমি পার্টির (এএপি) মধ্যে শুরু হয়েছে তা নিয়েই বিস্তর আলোচনা। প্রায় এক ঘণ্টা ধরে মুখ্যমন্ত্রীর বাসভবনে সোমবার আপ-র রাজনৈতিক বিষয়ক কমিটির বৈঠক হয়। যাতে অংশ নিয়েছিলেন আপ-এর শীর্ষ নেতারা। সঞ্জয় সিং জম্মু এবং সন্দীপ পাঠক হরিয়ানায় থাকায় এই বৈঠকে তাকতে পারেননি ৷ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জামিনে মুক্তি পাওয়ার পর এই প্রথম দলীয় বৈঠক হল। আর এই বৈঠকে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে খবর।

এদিন বৈঠকের পরে, মন্ত্রী সৌরভ ভরদ্বাজ জানান, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী সম্পর্কে সমস্ত নেতা এবং মন্ত্রীদের সঙ্গে আলোচনা করেছেন। তাদের কাছ থেকে মতামতও নেওয়া হয়েছে ৷ আগামিকাল মঙ্গলবার বিধায়ক দলের বৈঠক হবে। সেখানে বিধায়কদের সঙ্গেও আলাদা করে আলোচনা করবেন কেজরিওয়াল।

দল জানিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে 11টায় আপ বিধায়কদের একটি বৈঠক হবে। এতে নতুন মুখ্যমন্ত্রীর নাম নিয়ে আলোচনা হবে। এর পরে, সিএম অরবিন্দ কেজরিওয়াল বিকেল সাড়ে চারটে উপ রাজ্যপালের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দিতে পারেন ৷ একই সঙ্গে, মুখ্য়মন্ত্রী হিসাবে বিধানসভায় দলের নতুন নেতার নাম প্রস্তাব করতে পারেন। রবিবার কেজরিওয়াল বলেছিলেন, তিনি মুখ্যমন্ত্রী এবং মণীশ সিসোদিয়া তখনই উপমুখ্যমন্ত্রী হবেন যখন লোকেরা বলবে যে আমরা দু'জনেই সৎ।

কেজরিওয়ালের পদত্যাগের পর দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে জল্পনা চলছে তীব্র। এতে মন্ত্রী অতীশি, গোপাল রাই, সৌরভ ভরদ্বাজ, কৈলাশ গেহলট, দিল্লি বিধানসভার ডেপুটি স্পিকার রাখি বিড়লা, কিছু সংরক্ষিত শ্রেণীর বিধায়ক এবং আপ সুপ্রিমোর স্ত্রী সুনিতা কেজরিওয়ালের নাম এই পদের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনা করা হচ্ছে বলে খবর।

দিল্লিতে আবগারি কেলেঙ্কারিতে জামিনে তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার দু'দিন পর রবিবার, অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছিলেন, তিনি দু'দিন পরে পদত্যাগ করবেন ৷ দিল্লিতে আগাম নির্বাচনের দাবিও জানাবেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, যতক্ষণ না জনগণ তাঁকে 'সততার শংসাপত্র' না দেবে ততক্ষণ মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন না।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.