হায়দরাবাদ: 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে । তার আগে চলছে ভালোবাসা উদযাপন ৷ 7 ফেব্রুয়ারি থেকে শুরু ভ্যালেন্টাইনস সপ্তাহ । একে অপরকে গোলাপ দিয়ে শুরু হয় ভালোবাসার প্রেম উৎযাপন ৷ 7 ফেব্রুয়ারি গোলাপ দিবস, 8 ফেব্রুয়ারি প্রোপোজ ডে, 9 ফেব্রুয়ারি চকলেট ডে, যা ভ্যালেন্টাইনস সপ্তাহের তৃতীয় দিন । এই দিনে সকলেই একে অপরকে চকলেট উপহার দিয়ে থাকেন । যা সম্পর্ককে নিয়ে আসে মিষ্টি-মধুর টান (Happy Chocolate Day) ৷
চকলেট ডে-তে চকলেট দেওয়া হল একটি মিষ্টি এবং ভালোবাসায় ভরা উপহার, যা এই রোমান্টিক সপ্তাহকে আরও সুন্দর করে তোলে ।
জেনে নিন, ভ্যালেন্টাইনস সপ্তাহে চকলেট দিবসের গুরুত্ব (Significance of Chocolate Day in Valentine's Week):
- চকলেট দিবস প্রেম এবং মাধুর্যের প্রতীক ৷ চকলেট সম্পর্কে মাধুর্য আনে ৷ যা দু'জনের মধ্যে প্রেম এবং স্নেহ আরও বাড়িয়ে দেয় । কথিত আছে যে একে অপরের সঙ্গে মিষ্টি ভাগ করে নিলে সম্পর্ক আরও মজবুত হয় ।
- চকলেট খেলে সুখ বৃদ্ধি পায় । উভয়ের মধ্যে টান বাড়ে । মানসিক শান্তি বাড়ায় ৷
- প্রিয় মানুষেরা একে অপরের সঙ্গে নিজেদের অনুভূতি ভাগ করে নেয় ।
- বিশেষজ্ঞদের মতে চকলেট মানবদেহকে সুস্থ রাখতে সাহায্য করে । যেমন- হার্টকে ভালো রাখতে সাহায্য করে ।
কীভাবে চকলেট দিবস পালন করবেন (How to Celebrate Chocolate Day):
- প্রিয়জনকে নিজের হাতে তৈরি করে চকলেট দিতে পারেন ।
- রোমান্টিক ডিনারে গিয়ে চকলেটের সঙ্গে নিজেদের সুন্দর সময় কাটাতে পারেন ।
- প্রিয়জনের সঙ্গে চকলেট বেকিং সেশনের আয়োজন করতে পারেন ।
- একটি আরামদায়ক চকলেট স্পা হোস্ট করতে পারেন যেখানে দু'জনে একটি চকলেট ফেস মাস্ক উপভোগ করতে পারবেন ।
আরও পড়ুন: