নয়াদিল্লি, 17 মার্চ: লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে ৷ শনিবার 7 দফা ভোটের সূচি প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন ৷ প্রার্থীরা ভোট প্রচারে ময়দানে নেমে পড়েছেন ৷ বাম থেকে গেরুয়া ধাপে ধাপে প্রার্থীর নাম ঘোষণা করছে ৷ আপনিও ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ৷ তবে প্রার্থীকে ভোট দিতে যাওয়ার আগে জানতে চান না তিনি কোনও অপরাধের সঙ্গে জড়িত কি না ? এবার আপনার এই প্রশ্নের উত্তর দেবে নির্বাচন কমিশন ৷
কীভাবে জানবেন প্রার্থীর তথ্য ?
জতীয় নির্বাচন কমিশন নতুন একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালুর কথা ঘোষণা করেছে ৷ এই অ্যাপটির নাম 'আপনার প্রার্থীকে জানুন' অর্থাৎ নো ইওর ক্যান্ডিডেট (কেওয়াইসি) ৷ দেশের 543টি লোকসভা কেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দলের যে যে প্রার্থী ভোটে দাঁড়াচ্ছেন তাঁদের সম্পর্কিত সব তথ্য মিলবে এই অ্যাপে ৷ যেমন- নির্বাচনী প্রার্থীদের সম্পত্তি, আয় এবং তিনি পূর্বে কোনও অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত কি না ৷
মূখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছেন, "ভোটের পর্যবেক্ষণকারী সংস্থা নো ইওর ক্যান্ডিডেট (কেওয়াইসি) নামে একটি নতুন মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে ৷ এই অ্যাপের মাধ্যমে ভোটাররা জানতে পারবেন তাদের নির্বাচনী এলাকার প্রার্থীরা আগে কেনও অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত কিনা ।"
কেওয়াইসি অ্যাপের ব্যবহার
অ্যাপ্লিকেশনটি অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ফোনে ডাউনলোড করা যাবে ৷ এর জন্য কিউআর কোড স্ক্যান করতে হবে ৷ নির্বাচন কমিশন অ্যাপটি ডাউনলোড করার জন্য কিউআর কোড তার ওয়েবসাইটে পোস্ট করেছে । এমনটাই মূখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন ।
কেওয়াইসি অ্যাপের আরও বিশদ তথ্য শেয়ার করে রাজীব কুমার বলেন, "প্রার্থীদের সমস্ত প্রাসঙ্গিক তথ্য এই অ্যাপে উপলব্ধ থাকবে ৷ যদি কোনও প্রার্থী অপরাধমূল কাজের সঙ্গে আগে জড়িত থাকে তবে তাঁকে কেন প্রার্থী করা হয়েছে তার জবাবদিহি করবে নির্দিষ্ট দলগুলি ৷ পাশাপাশি অতীতে অপরাধের সঙ্গে জড়িত প্রার্থীদেরও পাবলিক ডোমেনে সমস্ত তথ্য আনতে হবে । অপরাধের রেকর্ড রয়েছে এমন প্রার্থীদের তিনবার টেলিভিশন ও সংবাদপত্রে এই তথ্য প্রকাশ করতে হবে ৷"
মূখ্য নির্বাচন কমিশনার জানান, যে দলগুলো আপরাধের সঙ্গে জড়িত এই ধরনের প্রার্থীদের টিকিট দিয়েছে তাদের ব্যাখ্যা করতে হবে কেন তারা অন্য, আরও যোগ্য, দাবিদারদের চেয়ে ওই ব্যক্তিকে প্রার্থী হিসাবে বেছে নিল । তাদের স্পষ্টভাবে ওই প্রার্থীকে নির্বাচনে লড়াইয়ে নামানোর কারণ উল্লেখ করতে হবে ৷
সাত দফা ভোট
নির্বাচন কমিশন শনিবার 18তম লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে ৷ এবারের ভোট সাতটি ধাপে অনুষ্ঠিত হবে ৷ প্রথম দফার ভোট হবে 19 এপ্রিল । দ্বিতীয় দফার ভোট 26 এপ্রিল । তৃতীয় দফার ভোট 7 মে । চতুর্থ দফার ভোট 13 মে । পঞ্চম দফার ভোট 20 মে । ষষ্ঠ দফার ভোট 25 মে । সপ্তম ও শেষ দফার ভোট 1 জুন । ভোট গণনা হবে 4 জুন ।
পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, অরুণাচল এবং সিকিম-এই চারটি রাজ্যের বিধানসভা নির্বাচন একসঙ্গে অনুষ্ঠিত হবে । অরুণাচল প্রদেশ এবং সিকিমে নির্বাচন হবে 19 এপ্রিল । অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচন হবে 13 মে । ওড়িশায় বিধানসভা নির্বাচন হবে চার দফায় । 13, 20, 25 মে এবং জুন মাসের 1 তারিখ হবে ভোট গ্রহণ । একইসঙ্গে পশ্চিমবঙ্গের বরানগর ও ভগবানগোলা-সহ বিভিন্ন রাজ্যের 26টি বিধানসভা আসনে উপনির্বাচন হবে । সমস্ত ভোটগণনাই হবে 4 জুন ।
আরও পড়ুন: