ETV Bharat / bharat

'কূটনীতির পথে ফিরুক ইরান-ইজরায়েল', মধ্যপ্রাচ্যের সংঘর্ষে উদ্বিগ্ন ভারত - Iran Israel Conflict

Iran-Israel Conflict: রবিবার ভোরে ইজরায়েলের উপর হামলা চালিয়েছে ইরান ৷ এই ঘটনায় দুশ্চিন্তায় রয়েছে ভারত ৷ শুক্রবারই পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে ব্রিটেনের বিদেশ সচিব ডেভিড ক্যামেরুনের সঙ্গে আলোচনা করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷

ETV  Bharat
ইরান ইজরায়েল সংঘর্ষে উদ্বিগ্ন ভারত
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 14, 2024, 12:40 PM IST

Updated : Apr 14, 2024, 1:15 PM IST

নয়াদিল্লি, 14 এপ্রিল: অশান্ত মধ্যপ্রাচ্য ৷ স্থানীয় সময় রবিবার ভোরে ইজরায়েলকে নিশানা করে কয়েকশো ড্রোন, ক্ষেপণাস্ত্র চালিয়েছে ইরান ৷ ইজরায়েল অবশ্য বেশ কিছু ক্ষেপণাস্ত্রকে রুখতে পেরেছে বলেই দাবি করেছে ৷ যদিও ঠিক কোথায় ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে, তা স্পষ্ট নয় ৷ তবে এই হামলার দায় স্বীকার করে নিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড বাহিনী ৷ আশঙ্কা করা হচ্ছে, এভাবে ইজরায়েল-গাজার যুদ্ধে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলিও জড়িয়ে পড়তে পারে ৷ এই উত্তপ্ত পরিস্থিতিতেই পশ্চিম এশিয়ার অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করল ভারত ৷

রবিবার সকালে একটি বিবৃতি জারি করে বিদেশমন্ত্রক জানায়, "ইজরায়েল এবং ইরানের মধ্যে এই সংঘর্ষের ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন ৷ এর ফলে এলাকার শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে ৷ ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হয়েছে ৷ আমার এখনই এই সংঘর্ষ থামানোর পক্ষে আহ্বান জানাচ্ছি ৷ হিংসা থেকে পিছু হঠা এবং কূটনীতির পথে ফেরার আর্জি জানাচ্ছি ৷ পরিস্থিতির দিকে আমরা নজর রাখছি ৷ ওই অঞ্চলে আমাদের দূতাবাস ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রাখছে ৷ এলাকায় নিরাপত্তা ও স্থিতাবস্থা বজায় রাখাটা খুবই গুরুত্বপূর্ণ ৷"

এর আগে 12 এপ্রিল, শুক্রবারই ভারত সরকারের পক্ষ থেকে ইরান ও ইজরায়েলের থাকা ভারতীয়দের জন্য নির্দেশিকা জারি করেছিল ৷ তাতে এই দুই দেশে থাকা ভারতীয়দের সতর্ক করা হয়েছিল ৷ তাদের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয় ৷ পাশাপাশি ভারত থেকে যেন কেউ এই দুই দেশে না-যায়, সেই বার্তাও দেওয়া হয় ৷

এর মধ্যে গতকালই 17 জন ভারতীয়-সহ একটি পণ্যবাহী জাহাজের দখল নেয় ইরান ৷ এই জাহাজটির সঙ্গে ইজরায়েলের যোগ আছে বলেই জানা গিয়েছে ৷ ইতিমধ্যে বিযয়টি নিয়ে ভারত সরকার ইরানের সঙ্গে কূটনৈতিক স্তরে কথাবার্তা বলতে শুরু করেছে ৷ শুক্রবারই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সোশাল মিডিয়ায় জানিয়েছেন, তিনি ব্রিটেনের বিদেশ সচিব ডেভিড ক্যামেরুনের সঙ্গে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন ৷

আরও পড়ুন:

  1. কয়েকশো ড্রোন-মিসাইলে ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি
  2. টিট ফর ট্যাট ! কেন কয়েকশো মিসাইল-ড্রোন নিয়ে ইরানে হামলা চালাল ইজরায়েল ?
  3. ইজরায়েলে ইরানের হামলার তীব্র নিন্দা, জি-7 নেতাদের বৈঠকের ডাক বাইডেনের

নয়াদিল্লি, 14 এপ্রিল: অশান্ত মধ্যপ্রাচ্য ৷ স্থানীয় সময় রবিবার ভোরে ইজরায়েলকে নিশানা করে কয়েকশো ড্রোন, ক্ষেপণাস্ত্র চালিয়েছে ইরান ৷ ইজরায়েল অবশ্য বেশ কিছু ক্ষেপণাস্ত্রকে রুখতে পেরেছে বলেই দাবি করেছে ৷ যদিও ঠিক কোথায় ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে, তা স্পষ্ট নয় ৷ তবে এই হামলার দায় স্বীকার করে নিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড বাহিনী ৷ আশঙ্কা করা হচ্ছে, এভাবে ইজরায়েল-গাজার যুদ্ধে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলিও জড়িয়ে পড়তে পারে ৷ এই উত্তপ্ত পরিস্থিতিতেই পশ্চিম এশিয়ার অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করল ভারত ৷

রবিবার সকালে একটি বিবৃতি জারি করে বিদেশমন্ত্রক জানায়, "ইজরায়েল এবং ইরানের মধ্যে এই সংঘর্ষের ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন ৷ এর ফলে এলাকার শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে ৷ ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হয়েছে ৷ আমার এখনই এই সংঘর্ষ থামানোর পক্ষে আহ্বান জানাচ্ছি ৷ হিংসা থেকে পিছু হঠা এবং কূটনীতির পথে ফেরার আর্জি জানাচ্ছি ৷ পরিস্থিতির দিকে আমরা নজর রাখছি ৷ ওই অঞ্চলে আমাদের দূতাবাস ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রাখছে ৷ এলাকায় নিরাপত্তা ও স্থিতাবস্থা বজায় রাখাটা খুবই গুরুত্বপূর্ণ ৷"

এর আগে 12 এপ্রিল, শুক্রবারই ভারত সরকারের পক্ষ থেকে ইরান ও ইজরায়েলের থাকা ভারতীয়দের জন্য নির্দেশিকা জারি করেছিল ৷ তাতে এই দুই দেশে থাকা ভারতীয়দের সতর্ক করা হয়েছিল ৷ তাদের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয় ৷ পাশাপাশি ভারত থেকে যেন কেউ এই দুই দেশে না-যায়, সেই বার্তাও দেওয়া হয় ৷

এর মধ্যে গতকালই 17 জন ভারতীয়-সহ একটি পণ্যবাহী জাহাজের দখল নেয় ইরান ৷ এই জাহাজটির সঙ্গে ইজরায়েলের যোগ আছে বলেই জানা গিয়েছে ৷ ইতিমধ্যে বিযয়টি নিয়ে ভারত সরকার ইরানের সঙ্গে কূটনৈতিক স্তরে কথাবার্তা বলতে শুরু করেছে ৷ শুক্রবারই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সোশাল মিডিয়ায় জানিয়েছেন, তিনি ব্রিটেনের বিদেশ সচিব ডেভিড ক্যামেরুনের সঙ্গে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন ৷

আরও পড়ুন:

  1. কয়েকশো ড্রোন-মিসাইলে ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি
  2. টিট ফর ট্যাট ! কেন কয়েকশো মিসাইল-ড্রোন নিয়ে ইরানে হামলা চালাল ইজরায়েল ?
  3. ইজরায়েলে ইরানের হামলার তীব্র নিন্দা, জি-7 নেতাদের বৈঠকের ডাক বাইডেনের
Last Updated : Apr 14, 2024, 1:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.