ETV Bharat / bharat

জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্টকে নিষিদ্ধ ঘোষণা কেন্দ্রের, সন্ত্রাসবাদের সঙ্গে আপোস নয়, কড়া বার্তা শাহের

author img

By PTI

Published : Mar 16, 2024, 1:47 PM IST

Center bans J&K Liberation Front: জম্মু-কাশ্মীরের আরও এক সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র ৷ এবার ইয়াসমিন মালিকের সংগঠনকেও নিষিদ্ধ ঘোষণা করল স্বরাষ্ট্রমন্ত্রক ৷

Etv Bharat
Etv Bharat

নয়াদিল্লি, 16 মার্চ: জম্মু-কাশ্মীরের আরও এক সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র ৷ এবার মোদি সরকার জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্টকে নিষিদ্ধ ঘোষণা করল ৷ যার নেতৃত্বে ছিলেন জেলবন্দি সন্ত্রাসী কার্যকলাপে অভিযুক্ত ইয়াসিন মালিক ৷ জম্মু ও কাশ্মীর পিপলস ফ্রিডম লিগ এবং চারটি পৃথক জম্মু ও কাশ্মীর পিপলস লিগ দলকে কেন্দ্রশাসিত এই অঞ্চলে সন্ত্রাস ও বিচ্ছিন্নতাবাদে মদত ও জড়িত থাকার জন্য অভিযুক্ত করা হয়েছে ৷

সিদ্ধান্তের কথা ঘোষণা করে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, যদি কেউ যদি দেশের সুরক্ষা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতাকে চ্যালেঞ্জ করার মতো পদক্ষেপ করে তবে তাদের কঠোর আইনি পরিণতির সম্মুখিন হতে হবে। একটি পৃথক বিজ্ঞপ্তিতে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জম্মু-কাশ্মীর পিপলস লিগের পাশাপাশি জেকেপিএল (মুখতার আহমেদ ওয়াজা), জেকেপিএল (বশির আহমেদ তোতা), জেকেপিএল (গুলাম মোহাম্মদ খান) এবং ইয়াকুব শেখের নেতৃত্বাধীন জেকেপিএল (আজিজ শেখ)-এর চারটি দলকেও নিষিদ্ধ ঘোষণা করেছে।

এক্স হ্যান্ডেলেকেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, "মোদি সরকার 'জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্ট (মোহাম্মদ ইয়াসিন মালিক দল)'-কে আরও পাঁচ বছরের জন্য 'বেআইনি সংগঠন' হিসাবে ঘোষণা করেছে ৷" কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জম্মু ও কাশ্মীর পিপলস ফ্রিডম লিগ, যাকে ইতিমধ্যেই পাঁচ বছরের জন্য নিষিদ্ধ গোষ্ঠীও ঘোষণা করা হয়েছিল ৷ সন্ত্রাসবাদের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদকে প্রচার, সহায়তা এবং উৎসাহিত করে ভারতের অখণ্ডতাকে হুমকির মুখে ফেলেছে বলে অভিযোগ রয়েছে এই সংগঠনের বিরুদ্ধে। যার জেরে আরও পাঁচ বছরের জন্য এদের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ৷ অন্য আরও একটি পোস্টে শাহ লিখেছেন, "সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি ও সংস্থার প্রতি মোদি সরকার নিষ্ক্রিয় থাকবে না।"

নয়াদিল্লি, 16 মার্চ: জম্মু-কাশ্মীরের আরও এক সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র ৷ এবার মোদি সরকার জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্টকে নিষিদ্ধ ঘোষণা করল ৷ যার নেতৃত্বে ছিলেন জেলবন্দি সন্ত্রাসী কার্যকলাপে অভিযুক্ত ইয়াসিন মালিক ৷ জম্মু ও কাশ্মীর পিপলস ফ্রিডম লিগ এবং চারটি পৃথক জম্মু ও কাশ্মীর পিপলস লিগ দলকে কেন্দ্রশাসিত এই অঞ্চলে সন্ত্রাস ও বিচ্ছিন্নতাবাদে মদত ও জড়িত থাকার জন্য অভিযুক্ত করা হয়েছে ৷

সিদ্ধান্তের কথা ঘোষণা করে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, যদি কেউ যদি দেশের সুরক্ষা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতাকে চ্যালেঞ্জ করার মতো পদক্ষেপ করে তবে তাদের কঠোর আইনি পরিণতির সম্মুখিন হতে হবে। একটি পৃথক বিজ্ঞপ্তিতে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জম্মু-কাশ্মীর পিপলস লিগের পাশাপাশি জেকেপিএল (মুখতার আহমেদ ওয়াজা), জেকেপিএল (বশির আহমেদ তোতা), জেকেপিএল (গুলাম মোহাম্মদ খান) এবং ইয়াকুব শেখের নেতৃত্বাধীন জেকেপিএল (আজিজ শেখ)-এর চারটি দলকেও নিষিদ্ধ ঘোষণা করেছে।

এক্স হ্যান্ডেলেকেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, "মোদি সরকার 'জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্ট (মোহাম্মদ ইয়াসিন মালিক দল)'-কে আরও পাঁচ বছরের জন্য 'বেআইনি সংগঠন' হিসাবে ঘোষণা করেছে ৷" কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জম্মু ও কাশ্মীর পিপলস ফ্রিডম লিগ, যাকে ইতিমধ্যেই পাঁচ বছরের জন্য নিষিদ্ধ গোষ্ঠীও ঘোষণা করা হয়েছিল ৷ সন্ত্রাসবাদের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদকে প্রচার, সহায়তা এবং উৎসাহিত করে ভারতের অখণ্ডতাকে হুমকির মুখে ফেলেছে বলে অভিযোগ রয়েছে এই সংগঠনের বিরুদ্ধে। যার জেরে আরও পাঁচ বছরের জন্য এদের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ৷ অন্য আরও একটি পোস্টে শাহ লিখেছেন, "সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি ও সংস্থার প্রতি মোদি সরকার নিষ্ক্রিয় থাকবে না।"

আরও পড়ুন

‘এক দেশ এক নির্বাচন’ অবাস্তব-রাজনৈতিক চমক, বিজেপিকে কটাক্ষ বিরোধীদের

'সংবিধানে রয়েছে, নাগরিকত্ব আইন কেন্দ্রের বিষয়, রাজ্যের নয়', সাফ বার্তা শাহের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.