ETV Bharat / bharat

'গরমের কথা ভেবে ভোটারদের জন্য সমস্ত প্রস্তুতি সারা', অধিক সংখ্যায় ভোটদানের আহ্বান রাজীবের - LOK SABHA ELECTION 2024 - LOK SABHA ELECTION 2024

Rajiv Kumar on 2nd Phase: প্রখর গ্রীষ্ম এবং তাপপ্রবাহের কথা মাথায় রেখে দ্বিতীয় দফায় প্রায় 16 কোটি ভোটারের জন্য সমস্ত প্রস্তুতি সেরে রেখেছে নির্বাচন কমিশন ৷ জানালেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ৷ পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তার প্রশ্নেও কোনওরকম আপসে রাজি নয় কমিশন ৷ মানুষকে কেবল অধিক সংখ্যায় ভোটদানের আহ্বান করলেন মুখ্য নির্বাচন কমিশনার ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 26, 2024, 7:15 AM IST

Updated : Apr 26, 2024, 7:23 AM IST

নয়াদিল্লি, 26 এপ্রিল: দেশজুড়ে চলতি লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুক্রবার ৷ 12টি রাজ্যের সঙ্গে একটিমাত্র কেন্দ্রশাসিত অঞ্চল আজ সামিল ভোট উৎসবে ৷ দেশজুড়ে 88টি আসনের মধ্যে এমন কিছু নির্বাচনী কেন্দ্রে আজ ভোটগ্রহণ, যেদিকে নজর থাকবে সকলের ৷ প্রথম দফায় দেশজুড়ে শান্তিপূর্ণ নির্বাচনের পরেও নির্বাচন কমিশনের ভাবনায় দেশজুড়ে চলা প্রখর গরমের দাপট ৷ তাপপ্রবাহের বিষয়টি মাথায় রেখে দ্বিতীয় দফায় প্রায় 16 কোটি ভোটারের জন্য সমস্ত বন্দোবস্ত সেরে রেখেছে নির্বাচন কমিশন ৷ জানালেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ৷

পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তার প্রশ্নেও কোনওরকম আপসে রাজি নন তারা, তাই নিরাপত্তার প্রশ্নেও সবকিছু প্রস্তুত বলে জানালেন মুখ্য নির্বাচন কমিশনার ৷ সংবাদসংস্থা এএনআই'কে রাজীব কুমার বলেন, "আজকের নির্বাচনের জন্য আমাদের গত দু'বছর ধরে প্রস্তুতি চলছে ৷ সকল বুথ সেজে উঠেছে ৷ গরমের কথা মাথায় রেখে ভোটারদের জন্য সকল সুযোগ-সুবিধা রাখা হয়েছে ৷ সেখানে পানীয় জল যেমন থাকছে, তেমনই শৌচালয়, শামিয়ানা কিংবা পাখার ব্যবস্থাও থাকছে ৷"

রাজীব কুমারের কথায়, সবকিছু তৈরি; এবার বেশি বেশি সংখ্যায় এসে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের পালা ৷ নিরাপত্তার প্রশ্নে তিনি বলেন, "নিরাপত্তায় খামতি কোনওভাবেই চোখে পড়বে না ৷ সকল জেলাশাসক, এসপি, আধাসামরিক বাহিনীর সঙ্গে কমিশনের আধিকারিকদের দফায় দফায় বৈঠক হয়েছে ৷ মানুষও সজাগ রয়েছে ৷" তারপরেও কোথাও যদি অশান্তির আঁচ পাওয়া যায়, তাহলে প্রস্তুত রয়েছে নিরাপত্তাবাহিনী ৷ জানান রাজীব কুমার ৷

আজ দ্বিতীয় দফায় উত্তরপ্রদেশের 8টি, অসমের 5টি, বিহার 5টি, ছত্তিশগড়ের 3টি, কর্ণাটকের 14টি, কেরলের সবক'টি (20টি), মধ্যপ্রদেশের 7টি, মহারাষ্ট্রের 8টি, মণিপুরের 1টি, রাজস্থানের 13টি, পশ্চিমবঙ্গের 3টি, ত্রিপুরার 1টি, জম্মু-কাশ্মীরের জম্মুতে ভোট ৷ শুক্রবার তারকা প্রার্থীদের মধ্যে রয়েছেন বিজেপি প্রার্থী হেমা মালিনী, কংগ্রেসের রাহুল গান্ধি, শশী থারুর, কেসি বেণুগোপাল, বিজেপির অরুণ গোভিল, গজেন্দ্র সিং শেখাওয়াত প্রমুখ ৷

আরও পড়ুন:

  1. সব বুথে ওয়েব কাস্টিং-কেন্দ্রীয় বাহিনী, বাংলার তিন কেন্দ্রে বাড়তি নজর কমিশনের
  2. মোদি-রাহুলের বিরুদ্ধে নালিশ! কংগ্রেস ও বিজেপির জবাব চাইল নির্বাচন কমিশন

নয়াদিল্লি, 26 এপ্রিল: দেশজুড়ে চলতি লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুক্রবার ৷ 12টি রাজ্যের সঙ্গে একটিমাত্র কেন্দ্রশাসিত অঞ্চল আজ সামিল ভোট উৎসবে ৷ দেশজুড়ে 88টি আসনের মধ্যে এমন কিছু নির্বাচনী কেন্দ্রে আজ ভোটগ্রহণ, যেদিকে নজর থাকবে সকলের ৷ প্রথম দফায় দেশজুড়ে শান্তিপূর্ণ নির্বাচনের পরেও নির্বাচন কমিশনের ভাবনায় দেশজুড়ে চলা প্রখর গরমের দাপট ৷ তাপপ্রবাহের বিষয়টি মাথায় রেখে দ্বিতীয় দফায় প্রায় 16 কোটি ভোটারের জন্য সমস্ত বন্দোবস্ত সেরে রেখেছে নির্বাচন কমিশন ৷ জানালেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ৷

পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তার প্রশ্নেও কোনওরকম আপসে রাজি নন তারা, তাই নিরাপত্তার প্রশ্নেও সবকিছু প্রস্তুত বলে জানালেন মুখ্য নির্বাচন কমিশনার ৷ সংবাদসংস্থা এএনআই'কে রাজীব কুমার বলেন, "আজকের নির্বাচনের জন্য আমাদের গত দু'বছর ধরে প্রস্তুতি চলছে ৷ সকল বুথ সেজে উঠেছে ৷ গরমের কথা মাথায় রেখে ভোটারদের জন্য সকল সুযোগ-সুবিধা রাখা হয়েছে ৷ সেখানে পানীয় জল যেমন থাকছে, তেমনই শৌচালয়, শামিয়ানা কিংবা পাখার ব্যবস্থাও থাকছে ৷"

রাজীব কুমারের কথায়, সবকিছু তৈরি; এবার বেশি বেশি সংখ্যায় এসে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের পালা ৷ নিরাপত্তার প্রশ্নে তিনি বলেন, "নিরাপত্তায় খামতি কোনওভাবেই চোখে পড়বে না ৷ সকল জেলাশাসক, এসপি, আধাসামরিক বাহিনীর সঙ্গে কমিশনের আধিকারিকদের দফায় দফায় বৈঠক হয়েছে ৷ মানুষও সজাগ রয়েছে ৷" তারপরেও কোথাও যদি অশান্তির আঁচ পাওয়া যায়, তাহলে প্রস্তুত রয়েছে নিরাপত্তাবাহিনী ৷ জানান রাজীব কুমার ৷

আজ দ্বিতীয় দফায় উত্তরপ্রদেশের 8টি, অসমের 5টি, বিহার 5টি, ছত্তিশগড়ের 3টি, কর্ণাটকের 14টি, কেরলের সবক'টি (20টি), মধ্যপ্রদেশের 7টি, মহারাষ্ট্রের 8টি, মণিপুরের 1টি, রাজস্থানের 13টি, পশ্চিমবঙ্গের 3টি, ত্রিপুরার 1টি, জম্মু-কাশ্মীরের জম্মুতে ভোট ৷ শুক্রবার তারকা প্রার্থীদের মধ্যে রয়েছেন বিজেপি প্রার্থী হেমা মালিনী, কংগ্রেসের রাহুল গান্ধি, শশী থারুর, কেসি বেণুগোপাল, বিজেপির অরুণ গোভিল, গজেন্দ্র সিং শেখাওয়াত প্রমুখ ৷

আরও পড়ুন:

  1. সব বুথে ওয়েব কাস্টিং-কেন্দ্রীয় বাহিনী, বাংলার তিন কেন্দ্রে বাড়তি নজর কমিশনের
  2. মোদি-রাহুলের বিরুদ্ধে নালিশ! কংগ্রেস ও বিজেপির জবাব চাইল নির্বাচন কমিশন
Last Updated : Apr 26, 2024, 7:23 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.