ETV Bharat / bharat

রিটার্নিং অফিসারদের বিরুদ্ধে অভিযোগ তুললে প্রমাণ দিতে হবে, বিরোধীদের কার্যত হুঁশিয়ারি নির্বাচন কমিশনের - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: রিটার্নিং অফিসারদের বিরুদ্ধে ভোট প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করার কোনও অভিযোগ থাকলে, তার প্রমাণও দিতে হবে ৷ প্রয়োজনে ব্যবস্থা নির্বাচন কমিশন ৷ এভাবেই সোমবার নাম না করে বিরোধীদের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ৷

Lok Sabha Election 2024
নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 3, 2024, 8:20 PM IST

নয়াদিল্লি, 3 জুন: রিটার্নিং অফিসার ও জেলাশাসকরা ভোট প্রক্রিয়াকে নষ্ট করার চেষ্টা করেছেন, এমন অভিযোগের সারবত্তা নিয়েই প্রশ্ন তুলল নির্বাচন কমিশন ৷ সোমবার মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বিরোধীদের কাছ থেকে এই ধরনের অভিযোগের প্রমাণ দাবি করেছেন ৷

শনিবার শেষ হয়েছে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া ৷ আগামিকাল মঙ্গলবার ভোটগণনা ৷ তার আগে সোমবার সাংবাদিক বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷ এ দিন সাংবাদিক বৈঠকে তাঁর সঙ্গে ছিলেন দুই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও এস এস সান্ধু ৷ তাঁদের পাশে নিয়েই রাজীব কুমার বলেন, ‘‘সবাইকে সন্দেহের তালিকায় রেখে আপনি গুজব ছড়াতে পারেন না ৷’’

তিনি সরাসরি বিরোধীদের কথা বলেননি ৷ কিন্তু জানিয়েছেন যে এই নির্বাচনে যাতে বিদেশি শক্তি প্রভাব ফেলতে না পারে, তার জন্য কমিশন সবরকম ব্যবস্থা নিয়েছিল ৷ অথচ এই ধরনের অভিযোগ দেশের ভিতর থেকেই উঠছে ৷ তাই যাঁরা অভিযোগ তুলছেন, তাঁদের উচিত এই ধরনের কাজে জড়িত জেলাশাসকদের নাম প্রকাশ্যে আনা ৷ তিনি বলেন, ‘‘আমরা তাঁদের (জেলাশাসক) শাস্তি দেব ৷ কিন্তু গণনা শুরুর আগে সেই নামগুলো আমাদের জানানো উচিত ৷’’

উল্লেখ্য, কংগ্রেস নেতা জয়রাম রমেশ অভিযোগ করেছিলেন যে জেলাশাসকদের ফোন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গণনা প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন ৷ যেহেতু জেলাশাসকরা সংশ্লিষ্ট জেলায় রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন, তাই অমিত শাহ তাঁদের সঙ্গে যোগাযোগ করছেন বলে অভিযোগ জয়রামের ৷ তাঁর দাবি, অন্তত দেড়শো জেলাশাসকের সঙ্গে কথা বলেছেন অমিত শাহ ৷

রাজীব কুমার রবিবার প্যানেলের সঙ্গে দেখা হওয়া বহুদলীয় প্রতিনিধি দলের সমস্ত দাবি মেনে নিয়েছেন এবং জানিয়েছেন, ওই প্রতিনিধি দলের উত্থাপিত বিষয়গুলি সাত দশক ধরে চলমান নির্বাচনী প্রক্রিয়ার অংশ । তিনি বলেন, "কিছু দাবি একটি বহুদলীয় প্রতিনিধিদল দ্বারা করা হয়েছিল । আমরা সমস্ত দাবিতে একমত হয়েছি ৷" বহু-দলীয় প্রতিনিধিদলের দ্বারা উত্থাপিত বেশিরভাগ সমস্যা নির্বাচনী ম্যানুয়ালের অংশ ছিল, সেটা রাজীব কুমারের কথাতেই স্পষ্ট ৷

তিনি আরও বলেন, "এই প্রক্রিয়াটি 70 বছর ধরে চলছে... আমরা প্রতিটি আরও এবং এআরও-কে নির্দেশ দিয়েছি । এগুলি আমাদের আদেশ এবং এগুলি কোনও রসিকতা নয় ৷ প্রত্যেককে হ্যান্ডবুক বা ম্যানুয়ালগুলি অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে ৷" তবে তিনি স্বীকার করেছেন যে নির্বাচন কমিশন ভোট প্রক্রিয়া চলাকালীন ছড়িয়ে পড়া বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্যের সঙ্গে মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে ।

নয়াদিল্লি, 3 জুন: রিটার্নিং অফিসার ও জেলাশাসকরা ভোট প্রক্রিয়াকে নষ্ট করার চেষ্টা করেছেন, এমন অভিযোগের সারবত্তা নিয়েই প্রশ্ন তুলল নির্বাচন কমিশন ৷ সোমবার মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বিরোধীদের কাছ থেকে এই ধরনের অভিযোগের প্রমাণ দাবি করেছেন ৷

শনিবার শেষ হয়েছে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া ৷ আগামিকাল মঙ্গলবার ভোটগণনা ৷ তার আগে সোমবার সাংবাদিক বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷ এ দিন সাংবাদিক বৈঠকে তাঁর সঙ্গে ছিলেন দুই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও এস এস সান্ধু ৷ তাঁদের পাশে নিয়েই রাজীব কুমার বলেন, ‘‘সবাইকে সন্দেহের তালিকায় রেখে আপনি গুজব ছড়াতে পারেন না ৷’’

তিনি সরাসরি বিরোধীদের কথা বলেননি ৷ কিন্তু জানিয়েছেন যে এই নির্বাচনে যাতে বিদেশি শক্তি প্রভাব ফেলতে না পারে, তার জন্য কমিশন সবরকম ব্যবস্থা নিয়েছিল ৷ অথচ এই ধরনের অভিযোগ দেশের ভিতর থেকেই উঠছে ৷ তাই যাঁরা অভিযোগ তুলছেন, তাঁদের উচিত এই ধরনের কাজে জড়িত জেলাশাসকদের নাম প্রকাশ্যে আনা ৷ তিনি বলেন, ‘‘আমরা তাঁদের (জেলাশাসক) শাস্তি দেব ৷ কিন্তু গণনা শুরুর আগে সেই নামগুলো আমাদের জানানো উচিত ৷’’

উল্লেখ্য, কংগ্রেস নেতা জয়রাম রমেশ অভিযোগ করেছিলেন যে জেলাশাসকদের ফোন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গণনা প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন ৷ যেহেতু জেলাশাসকরা সংশ্লিষ্ট জেলায় রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন, তাই অমিত শাহ তাঁদের সঙ্গে যোগাযোগ করছেন বলে অভিযোগ জয়রামের ৷ তাঁর দাবি, অন্তত দেড়শো জেলাশাসকের সঙ্গে কথা বলেছেন অমিত শাহ ৷

রাজীব কুমার রবিবার প্যানেলের সঙ্গে দেখা হওয়া বহুদলীয় প্রতিনিধি দলের সমস্ত দাবি মেনে নিয়েছেন এবং জানিয়েছেন, ওই প্রতিনিধি দলের উত্থাপিত বিষয়গুলি সাত দশক ধরে চলমান নির্বাচনী প্রক্রিয়ার অংশ । তিনি বলেন, "কিছু দাবি একটি বহুদলীয় প্রতিনিধিদল দ্বারা করা হয়েছিল । আমরা সমস্ত দাবিতে একমত হয়েছি ৷" বহু-দলীয় প্রতিনিধিদলের দ্বারা উত্থাপিত বেশিরভাগ সমস্যা নির্বাচনী ম্যানুয়ালের অংশ ছিল, সেটা রাজীব কুমারের কথাতেই স্পষ্ট ৷

তিনি আরও বলেন, "এই প্রক্রিয়াটি 70 বছর ধরে চলছে... আমরা প্রতিটি আরও এবং এআরও-কে নির্দেশ দিয়েছি । এগুলি আমাদের আদেশ এবং এগুলি কোনও রসিকতা নয় ৷ প্রত্যেককে হ্যান্ডবুক বা ম্যানুয়ালগুলি অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে ৷" তবে তিনি স্বীকার করেছেন যে নির্বাচন কমিশন ভোট প্রক্রিয়া চলাকালীন ছড়িয়ে পড়া বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্যের সঙ্গে মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.