ETV Bharat / bharat

'দেশের নির্বাচনের মহানুভবতা প্রমাণ করতে হবে', রেকর্ড ভোটদানের আবেদন রাজীব কুমারের - Lok Sabha Election 2024

CEC Rajiv Kumar: লোকসভা ভোটে বিপুল সংখ্যক নিরাপত্তা এবং অন্যান্য যাবতীয় ব্যবস্থা করা হয়েছে কমিশনের তরফে। মানুষকে এসে ভোট দিতে হবে বলে জানালেন রাজীব কুমার। প্রায় 16.86 কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন শুক্রবার ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 19, 2024, 8:14 AM IST

Updated : Apr 19, 2024, 8:27 AM IST

নয়াদিল্লি, 19 এপ্রিল: লোকসভা ভোট শুরু হওয়ার পরই মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জনগণকে সর্বাধিক সংখ্যায় সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন ৷ একইসঙ্গে ভোটের জন্য নিরাপত্তা ব্যবস্থায় কোনও খামতি রাখা হয়নি বলেও এদিন জানালেন মুখ্য নির্বাচন কমিশনার ৷ এদিন তিনি বলেন, "আজ ভোট শুরু হল ৷ বিপুল সংখ্যক নিরাপত্তা এবং অন্যান্য যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। একটাই কথা বলব, মানুষকে এসে ভোট দিতে হবে।" প্রায় 16.86 কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন শুক্রবার ৷ দেশের 102টি আসনের ভোট গ্রহণ পর্বের জন্য প্রায় 1.86 লক্ষ ভোট কেন্দ্র রয়েছে।

সংবাদ সংস্থা এএনআইকে রাজীব কুমার জানান, লোকসভা নির্বাচনের প্রস্তুতি দু'বছর আগে থেকেই শুরু করে দিয়েছিল কমিশন। তিনি বলেন, "সীমান্ত এলাকার তালিকা তৈরি করা থেকে শুরু করে ভোটকেন্দ্র প্রস্তুত করা, যাবতীয় রুট খুঁজে বের করা, বাহিনী মোতায়েন করা, স্পর্শকাতর-অতিস্পর্শকাতর বুথ খুঁজে বের করা, বুথে যাবতীয় সুযোগ-সুবিধা তৈরি করা, ন্যূনতম সুযোগ-সুবিধা রাখার সব বিষয়গুলি আমরা অনেক আগে থেকেই শুরু করে দিয়েছিলাম ৷"

তিনি নির্বাচনে অন্তর্ভুক্তি এবং ব্যাপক অংশগ্রহণের প্রচারের জন্য প্রযুক্তিগত হস্তক্ষেপ ব্যবহার করে পোল প্যানেলের কথাও উল্লেখ করেছেন। রাজীব কুমার বলেন, "সুতরাং সবকিছু ঠিক করা হয়েছে। এখন ভোটারদের প্রতিটি ভোটকেন্দ্রে গিয়ে বিপুল সংখ্যক ভোট দেওয়ার সময় এসেছে। নির্বাচনে অংশ নেওয়া নারী ও যুবক সহ ভোটারদের জন্য অপরিহার্য।" একই সঙ্গে, যেভাবে নতুন প্রজন্মের ভোটাররা নাম নথিভুক্ত করেছেন তা দেখে তিনি ষথেষ্ট উৎসাহী ৷

এদিন রাজীব কুমার বলেন, "আমরা কলেজগুলিতেও একাধিক কার্যকলাপ করেছি ৷ আমরা প্রচুর উৎসাহ দেখতে পাচ্ছি তরুণদের মধ্যে। আমরা অনেক সচেতনতামূলক কার্যক্রমও করেছি। তাই, আমি নিশ্চিত এইবার আমাদের তরুণ ভোটাররা ভোটকেন্দ্রে আসবেন।" তিনি আরও বলেন, "পরিবারের সদস্য-সহ যতটা সম্ভব বন্ধুদের ভোট কেন্দ্রে নিয়ে আসুন। উৎসব উপভোগ করুন। নিজের সরকার নির্বাচন ও নির্বাচন করার দায়িত্ব অনুভব করুন ৷" লোকসভা নির্বাচনে বিশেষভাবে-অক্ষম এবং বয়স্ক ব্যক্তিদের সর্বাধিক অংশগ্রহণ নিশ্চিত করার উপায়গুলির বিষয়ে কথা বলতে গিয়ে, মুখ্য নির্বাচন কমিশনার জানান, তাদের ঘরে বসেই ভোট দেওয়ার সুবিধা রয়েছে।

তিনি বলেন, "আমরা আমাদের ভোটার তালিকায় 40 শতাংশ বা তার বেশি প্রতিবন্ধী ব্যক্তিদের নাম রেখেছি। তারা চাইলে তাদের ঘরে বসেই ভোট দেওয়ার সুবিধা রয়েছে। কিন্তু আমাদের অভিজ্ঞতা হল যে তাদের অনেকেই চান। ভোট কেন্দ্রে আসুন এবং আমরা তাদের একটি স্বেচ্ছাসেবক সরবরাহ করি, আমরা তাদের হুইলচেয়ার সরবরাহ করি এবং এটি আমাদের দেওয়া শারীরিক আরামের প্রশ্ন নয়, এটি তাদের যথাযথ সম্মান এবং ক্ষমতায়নের প্রশ্ন ৷"

আরও পড়ুন:

  1. শুরু লোকসভা ভোট, দেশবাসীকে রেকর্ড ভোটদানের আহ্বান প্রধানমন্ত্রীর
  2. শুরু হয়ে গেল দিল্লির দৌড় 2024, আজ প্রথম দফা

নয়াদিল্লি, 19 এপ্রিল: লোকসভা ভোট শুরু হওয়ার পরই মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জনগণকে সর্বাধিক সংখ্যায় সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন ৷ একইসঙ্গে ভোটের জন্য নিরাপত্তা ব্যবস্থায় কোনও খামতি রাখা হয়নি বলেও এদিন জানালেন মুখ্য নির্বাচন কমিশনার ৷ এদিন তিনি বলেন, "আজ ভোট শুরু হল ৷ বিপুল সংখ্যক নিরাপত্তা এবং অন্যান্য যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। একটাই কথা বলব, মানুষকে এসে ভোট দিতে হবে।" প্রায় 16.86 কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন শুক্রবার ৷ দেশের 102টি আসনের ভোট গ্রহণ পর্বের জন্য প্রায় 1.86 লক্ষ ভোট কেন্দ্র রয়েছে।

সংবাদ সংস্থা এএনআইকে রাজীব কুমার জানান, লোকসভা নির্বাচনের প্রস্তুতি দু'বছর আগে থেকেই শুরু করে দিয়েছিল কমিশন। তিনি বলেন, "সীমান্ত এলাকার তালিকা তৈরি করা থেকে শুরু করে ভোটকেন্দ্র প্রস্তুত করা, যাবতীয় রুট খুঁজে বের করা, বাহিনী মোতায়েন করা, স্পর্শকাতর-অতিস্পর্শকাতর বুথ খুঁজে বের করা, বুথে যাবতীয় সুযোগ-সুবিধা তৈরি করা, ন্যূনতম সুযোগ-সুবিধা রাখার সব বিষয়গুলি আমরা অনেক আগে থেকেই শুরু করে দিয়েছিলাম ৷"

তিনি নির্বাচনে অন্তর্ভুক্তি এবং ব্যাপক অংশগ্রহণের প্রচারের জন্য প্রযুক্তিগত হস্তক্ষেপ ব্যবহার করে পোল প্যানেলের কথাও উল্লেখ করেছেন। রাজীব কুমার বলেন, "সুতরাং সবকিছু ঠিক করা হয়েছে। এখন ভোটারদের প্রতিটি ভোটকেন্দ্রে গিয়ে বিপুল সংখ্যক ভোট দেওয়ার সময় এসেছে। নির্বাচনে অংশ নেওয়া নারী ও যুবক সহ ভোটারদের জন্য অপরিহার্য।" একই সঙ্গে, যেভাবে নতুন প্রজন্মের ভোটাররা নাম নথিভুক্ত করেছেন তা দেখে তিনি ষথেষ্ট উৎসাহী ৷

এদিন রাজীব কুমার বলেন, "আমরা কলেজগুলিতেও একাধিক কার্যকলাপ করেছি ৷ আমরা প্রচুর উৎসাহ দেখতে পাচ্ছি তরুণদের মধ্যে। আমরা অনেক সচেতনতামূলক কার্যক্রমও করেছি। তাই, আমি নিশ্চিত এইবার আমাদের তরুণ ভোটাররা ভোটকেন্দ্রে আসবেন।" তিনি আরও বলেন, "পরিবারের সদস্য-সহ যতটা সম্ভব বন্ধুদের ভোট কেন্দ্রে নিয়ে আসুন। উৎসব উপভোগ করুন। নিজের সরকার নির্বাচন ও নির্বাচন করার দায়িত্ব অনুভব করুন ৷" লোকসভা নির্বাচনে বিশেষভাবে-অক্ষম এবং বয়স্ক ব্যক্তিদের সর্বাধিক অংশগ্রহণ নিশ্চিত করার উপায়গুলির বিষয়ে কথা বলতে গিয়ে, মুখ্য নির্বাচন কমিশনার জানান, তাদের ঘরে বসেই ভোট দেওয়ার সুবিধা রয়েছে।

তিনি বলেন, "আমরা আমাদের ভোটার তালিকায় 40 শতাংশ বা তার বেশি প্রতিবন্ধী ব্যক্তিদের নাম রেখেছি। তারা চাইলে তাদের ঘরে বসেই ভোট দেওয়ার সুবিধা রয়েছে। কিন্তু আমাদের অভিজ্ঞতা হল যে তাদের অনেকেই চান। ভোট কেন্দ্রে আসুন এবং আমরা তাদের একটি স্বেচ্ছাসেবক সরবরাহ করি, আমরা তাদের হুইলচেয়ার সরবরাহ করি এবং এটি আমাদের দেওয়া শারীরিক আরামের প্রশ্ন নয়, এটি তাদের যথাযথ সম্মান এবং ক্ষমতায়নের প্রশ্ন ৷"

আরও পড়ুন:

  1. শুরু লোকসভা ভোট, দেশবাসীকে রেকর্ড ভোটদানের আহ্বান প্রধানমন্ত্রীর
  2. শুরু হয়ে গেল দিল্লির দৌড় 2024, আজ প্রথম দফা
Last Updated : Apr 19, 2024, 8:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.