ETV Bharat / bharat

নিট-তদন্তে হাজারিবাগের ওয়েসিস স্কুলে সিবিআই - NEET Paper Leak Case

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 26, 2024, 4:06 PM IST

NEET Paper Leak Case: নিটের প্রশ্নফাঁসের তদন্তে হাজারিবাগে সিবিআইয়ের তদন্তকারী দল ৷ বুধবার তদন্তকারীরা যান হাজারিবাগের ওয়েসিস স্কুলে ৷ সেখানকার অধ্যক্ষকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা ৷

NEET Paper Leak Case
নিট-তদন্তে হাজারিবাগের ওয়েসিস স্কুলে সিবিআই (নিজস্ব চিত্র)

হাজারিবাগ, 26 জুন: নিটের প্রশ্নফাঁস মামলার তদন্ত করতে হাজারিবাগের ওয়েসিস স্কুলে সিবিআই । বুধবার সিবিআইয়ের তদন্তকারীরা ওই স্কুলে যান ৷ স্কুলের অধ্যক্ষ এহসান উল হককে জিজ্ঞাসাবাদ করা হয় সিবিআইয়ের তরফে ৷ এর আগে গত 22 জুন সিবিআইয়ের পাঁচ সদস্যের একটি দল এই স্কুলে গিয়েছিল ৷ তার পর আবার বুধবার তদন্তকারীরা সেখানে গেলেন ৷

হাজারিবাগে গত দু’দিন ধরে সিবিআইয়ের আট সদস্যের একটি দল হাজারিবাগে রয়েছে ৷ সেই দলের ছ’জন সদস্য এ দিন ওয়েসিস স্কুলে যায় ৷ গত 22 জুন সিবিআইয়ের যে দলটি ওই স্কুলে গিয়েছিল, তার সদস্যরা স্কুলে তল্লাশি চালিয়েছিল ৷ প্রয়োজনীয় নথিও সংগ্রহ, অনেকের বক্তব্য় রেকর্ড করে নিয়ে গিয়েছিলেন তদন্তকারীরা ৷

উল্লেখ্য, হাজারিবাগে নিট পরীক্ষার জন্য চারটি সেন্টার করা হয়েছে ৷ সেই চারটি সেন্টারে পরীক্ষা দেওয়া পড়ুয়াদের মধ্য়ে একটির পরীক্ষার্থী শীর্ষস্থানাধিকারীদের মধ্যে ছিলেন ৷ অন্যদিকে নিটের যে পোড়া প্রশ্নপত্র উদ্ধার হয়েছিল, সেগুলির ক্রমিক নম্বর ওয়েসিস স্কুলের বুকলেটের সঙ্গে মিলে গিয়েছে ৷ ফলে ওই স্কুল থেকে প্রশ্ন ফাঁস করা হয়েছিল বলে সন্দেহ তৈরি হয়েছে ৷ মনে করা হচ্ছে, সেই বিষয়টি খতিয়ে দেখতেই ওই স্কুলে বারবার যাচ্ছেন সিবিআইয়ের তদন্তকারীরা ৷

এদিকে এনটিএর সিটি কো-অর্ডিনেটর ও ওয়েসিস স্কুলের অধ্যক্ষ ড. এহসান উল হক জানিয়েছেন, তাঁর স্কুলে সব নিয়ম মানা হয়েছে ৷ তাঁর স্কুল থেকে প্রশ্নপত্র ফাঁস হয়নি । তাঁর দাবি, যে প্রশ্নপত্রের প্যাকেট ফাঁস হওয়ার কথা বলা হচ্ছে, তাতে কারচুপি করা হয়েছিল । খামটি খুব সূক্ষ্মভাবে কাটা হয়েছিল ৷

তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে খাম থেকে প্রশ্নপত্র বের করা হয়েছে । তিনি কুরিয়ার সার্ভিসের ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন । প্রশ্নপত্র নেটওয়ার্কের গাড়িতে করে আনা হয়েছিল । কুরিয়াররা ই-রিকশায় করে হাজারিবাগ ব্যাংকে প্রশ্নপত্র পৌঁছে দিয়েছিল ।

সিবিআই মঙ্গলবার হাজারিবাগে এসবিআইয়ের প্রধান শাখায় গিয়েছিল । সেখানে ব্যাঙ্ক আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করা হয় সিবিআইয়ের তরফে ৷ তার পরই বুধবার জনাছয়েক সিবিআই আধিকারিক ওয়েসিস স্কুলে যান ৷

হাজারিবাগ, 26 জুন: নিটের প্রশ্নফাঁস মামলার তদন্ত করতে হাজারিবাগের ওয়েসিস স্কুলে সিবিআই । বুধবার সিবিআইয়ের তদন্তকারীরা ওই স্কুলে যান ৷ স্কুলের অধ্যক্ষ এহসান উল হককে জিজ্ঞাসাবাদ করা হয় সিবিআইয়ের তরফে ৷ এর আগে গত 22 জুন সিবিআইয়ের পাঁচ সদস্যের একটি দল এই স্কুলে গিয়েছিল ৷ তার পর আবার বুধবার তদন্তকারীরা সেখানে গেলেন ৷

হাজারিবাগে গত দু’দিন ধরে সিবিআইয়ের আট সদস্যের একটি দল হাজারিবাগে রয়েছে ৷ সেই দলের ছ’জন সদস্য এ দিন ওয়েসিস স্কুলে যায় ৷ গত 22 জুন সিবিআইয়ের যে দলটি ওই স্কুলে গিয়েছিল, তার সদস্যরা স্কুলে তল্লাশি চালিয়েছিল ৷ প্রয়োজনীয় নথিও সংগ্রহ, অনেকের বক্তব্য় রেকর্ড করে নিয়ে গিয়েছিলেন তদন্তকারীরা ৷

উল্লেখ্য, হাজারিবাগে নিট পরীক্ষার জন্য চারটি সেন্টার করা হয়েছে ৷ সেই চারটি সেন্টারে পরীক্ষা দেওয়া পড়ুয়াদের মধ্য়ে একটির পরীক্ষার্থী শীর্ষস্থানাধিকারীদের মধ্যে ছিলেন ৷ অন্যদিকে নিটের যে পোড়া প্রশ্নপত্র উদ্ধার হয়েছিল, সেগুলির ক্রমিক নম্বর ওয়েসিস স্কুলের বুকলেটের সঙ্গে মিলে গিয়েছে ৷ ফলে ওই স্কুল থেকে প্রশ্ন ফাঁস করা হয়েছিল বলে সন্দেহ তৈরি হয়েছে ৷ মনে করা হচ্ছে, সেই বিষয়টি খতিয়ে দেখতেই ওই স্কুলে বারবার যাচ্ছেন সিবিআইয়ের তদন্তকারীরা ৷

এদিকে এনটিএর সিটি কো-অর্ডিনেটর ও ওয়েসিস স্কুলের অধ্যক্ষ ড. এহসান উল হক জানিয়েছেন, তাঁর স্কুলে সব নিয়ম মানা হয়েছে ৷ তাঁর স্কুল থেকে প্রশ্নপত্র ফাঁস হয়নি । তাঁর দাবি, যে প্রশ্নপত্রের প্যাকেট ফাঁস হওয়ার কথা বলা হচ্ছে, তাতে কারচুপি করা হয়েছিল । খামটি খুব সূক্ষ্মভাবে কাটা হয়েছিল ৷

তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে খাম থেকে প্রশ্নপত্র বের করা হয়েছে । তিনি কুরিয়ার সার্ভিসের ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন । প্রশ্নপত্র নেটওয়ার্কের গাড়িতে করে আনা হয়েছিল । কুরিয়াররা ই-রিকশায় করে হাজারিবাগ ব্যাংকে প্রশ্নপত্র পৌঁছে দিয়েছিল ।

সিবিআই মঙ্গলবার হাজারিবাগে এসবিআইয়ের প্রধান শাখায় গিয়েছিল । সেখানে ব্যাঙ্ক আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করা হয় সিবিআইয়ের তরফে ৷ তার পরই বুধবার জনাছয়েক সিবিআই আধিকারিক ওয়েসিস স্কুলে যান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.