ETV Bharat / bharat

অপারেশন থিয়েটারে হনুমান চালিসা, অজ্ঞান না-করেই বাইপাস সার্জারি - Heart Surgery in Full Consciousness

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 12, 2024, 6:24 PM IST

Updated : Jul 12, 2024, 7:11 PM IST

Surgery Without Anesthesia: জটিল থেকে জটিলতর অস্ত্রোপচার হয়েছে আশি বছর বয়সি এক প্রৌঢ়ের ৷ চিকিৎসকরা জানাচ্ছেন, হৃদযন্ত্রের এমন অস্ত্রোপচার 10 লক্ষের মধ্যে একজনের হয় ৷ সেই রোগীকে অজ্ঞান না-করেই চিকিৎসকরা তাঁর সফল অস্ত্রোপচার করেছেন ৷ কীভাবে ?

Heart Surgery in Patna
হৃদপিণ্ডের জটিল অস্ত্রোপচার হল পটনায় (ইটিভি ভারত)

পটনা, 12 জুলাই: দ্রৌপদী বস্ত্রহরণের সময় সখা শ্রীকৃষ্ণের স্মরণ নিয়েছিলেন ৷ এরপর কী হয়েছিল, তা সবারই জানা ! ঠিক যেন সেই বিশ্বাসে ভর করেই অস্ত্রোপচারের বৈতরণী পেরলেন আশি বছর বয়সি প্রৌঢ় মণীশ ৷ একেবারে সজ্ঞানে তাঁর হৃদপিণ্ডের জটিল থেকে জটিলতর অস্ত্রোপচার করলেন চিকিৎসকরা ৷ আর এই অসাধ্য সাধনের সময়টা তিনি নিরন্তর হনুমান চালিসা পাঠ শুনে গিয়েছেন ৷

বিহারের পটনার আইজিআইএমএস হাসপাতালে এমনই আশ্চর্যজনক জটিল অস্ত্রোপচার হয়েছে ৷ প্রৌঢ় মণীশের 99 শতাংশ হার্ট ব্লকেজ ধরা পড়ে ৷ এই অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি হন ৷ এদিকে শহরের অধিকাংশ হাসপাতালই বয়সজনিত কারণে তাঁর চিকিৎসায় না বলে এবং ফিরিয়ে দেয় ৷ তবে আইজিআইএমএস হাসপাতালে তাঁর চিকিৎসা হয় এবং সফল অস্ত্রোপচার হয় ৷

পটনার ওই হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, 80 বছরের মনীশের হৃদপিণ্ডের অস্ত্রোপচার সফল হয়েছে ৷ এখন তিনি স্থিতিশীল ৷ প্রায় দেড় ঘণ্টা ধরে জটিল অস্ত্রোপচারটি সম্পূর্ণ করেছেন আইজিআইএমএস হাসপাতালের সিটিভিএন বিভাগের চিকিৎসকরা ৷ চিকিৎসকদের এই দলে ছিলেন সিটিভিএস বিভাগের চেয়ারম্য়ান ডাঃ শীল অবনীশ এবং তাঁর দল ৷

এই প্রসঙ্গে হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ মনীশ মণ্ডল বলেন, "ওই রোগীর বাইপাস সার্জারি হয়েছে (Coronary Artery Bypass Grafting) ৷ আয়ুষ্মান প্রকল্পের অধীনে তাঁর বিনামূল্যে চিকিৎসা হয়েছে ৷ পূর্ব ভারতে এই প্রথম এই ধরনের জটিল অস্ত্রোপচার চিকিৎসকরা করেছেন ৷"

তিনি আরও জানান, সারা বিশ্বে 10 লক্ষ রোগীর মধ্যে মাত্র একজনের এরকম অস্ত্রোপচারের প্রয়োজন হয় ৷ এই জটিল অস্ত্রোপচারের দেড় ঘণ্টাই রোগী সজ্ঞানে ছিলেন ৷ পুরো সময়টা ধরে তিনি হনুমান চালিসা শুনেছেন ৷ অভিজ্ঞ সার্জন এবং অ্যানাস্থেশিয়া বিশেষজ্ঞ চিকিৎসকরাও সেখানে ছিলেন ৷ অস্ত্রোপচারের দু’ঘণ্টা পর রোগীকে স্বাভাবিক খাবার দেওয়া হয়েছে ৷ তাঁর অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে ৷ রোগীকে তিন-চার দিনের মধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে ৷

বৃদ্ধ মনীশ সম্পর্কে তিনি আরও জানান, রোগীর হৃদযন্ত্রে 99 শতাংশ ব্লকেজ ছিল ৷ ওই রোগী রাজ্যের একাধিক হাসপাতালে চিকিৎসার জন্য ঘুরে বেড়িয়েছেন ৷ কিন্তু বয়সের কারণে কোনও হাসপাতালই তাঁর অস্ত্রোপচার করতে চায়নি ৷ অবশেষে এই হাসপাতালে সফল অস্ত্রোপচার হয়েছে ৷

এই বিরল অস্ত্রোপচারের সাফল্যে, আইজিআইএমএস-এর পরিচালক ডঃ বিন্দে কুমার এবং উপ-পরিচালক ডাঃ বিভূতি প্রসন্ন সিনহা সবাইকে অভিনন্দন জানিয়েছেন ৷ আরেক চিকিৎসক ডাঃ শীল অবনীশ জানান, দারভাঙার কুশেশ্বরস্থানের এই 80 বছর বয়সি ব্যক্তি ডায়াবেটিস, কিডনি, ফুসফুস এবং হাঁপানিতে ভুগছিলেন ৷ তার হার্টের দু’টি শিরায় 99 শতাংশ ব্লকেজ ছিল ৷ সব দিক খেয়াল রাখা হয়েছিল জটিল অস্ত্রোপচারে সময় ৷ তবে অস্ত্রোপচারটি সফল হয়েছে ৷

পটনা, 12 জুলাই: দ্রৌপদী বস্ত্রহরণের সময় সখা শ্রীকৃষ্ণের স্মরণ নিয়েছিলেন ৷ এরপর কী হয়েছিল, তা সবারই জানা ! ঠিক যেন সেই বিশ্বাসে ভর করেই অস্ত্রোপচারের বৈতরণী পেরলেন আশি বছর বয়সি প্রৌঢ় মণীশ ৷ একেবারে সজ্ঞানে তাঁর হৃদপিণ্ডের জটিল থেকে জটিলতর অস্ত্রোপচার করলেন চিকিৎসকরা ৷ আর এই অসাধ্য সাধনের সময়টা তিনি নিরন্তর হনুমান চালিসা পাঠ শুনে গিয়েছেন ৷

বিহারের পটনার আইজিআইএমএস হাসপাতালে এমনই আশ্চর্যজনক জটিল অস্ত্রোপচার হয়েছে ৷ প্রৌঢ় মণীশের 99 শতাংশ হার্ট ব্লকেজ ধরা পড়ে ৷ এই অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি হন ৷ এদিকে শহরের অধিকাংশ হাসপাতালই বয়সজনিত কারণে তাঁর চিকিৎসায় না বলে এবং ফিরিয়ে দেয় ৷ তবে আইজিআইএমএস হাসপাতালে তাঁর চিকিৎসা হয় এবং সফল অস্ত্রোপচার হয় ৷

পটনার ওই হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, 80 বছরের মনীশের হৃদপিণ্ডের অস্ত্রোপচার সফল হয়েছে ৷ এখন তিনি স্থিতিশীল ৷ প্রায় দেড় ঘণ্টা ধরে জটিল অস্ত্রোপচারটি সম্পূর্ণ করেছেন আইজিআইএমএস হাসপাতালের সিটিভিএন বিভাগের চিকিৎসকরা ৷ চিকিৎসকদের এই দলে ছিলেন সিটিভিএস বিভাগের চেয়ারম্য়ান ডাঃ শীল অবনীশ এবং তাঁর দল ৷

এই প্রসঙ্গে হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ মনীশ মণ্ডল বলেন, "ওই রোগীর বাইপাস সার্জারি হয়েছে (Coronary Artery Bypass Grafting) ৷ আয়ুষ্মান প্রকল্পের অধীনে তাঁর বিনামূল্যে চিকিৎসা হয়েছে ৷ পূর্ব ভারতে এই প্রথম এই ধরনের জটিল অস্ত্রোপচার চিকিৎসকরা করেছেন ৷"

তিনি আরও জানান, সারা বিশ্বে 10 লক্ষ রোগীর মধ্যে মাত্র একজনের এরকম অস্ত্রোপচারের প্রয়োজন হয় ৷ এই জটিল অস্ত্রোপচারের দেড় ঘণ্টাই রোগী সজ্ঞানে ছিলেন ৷ পুরো সময়টা ধরে তিনি হনুমান চালিসা শুনেছেন ৷ অভিজ্ঞ সার্জন এবং অ্যানাস্থেশিয়া বিশেষজ্ঞ চিকিৎসকরাও সেখানে ছিলেন ৷ অস্ত্রোপচারের দু’ঘণ্টা পর রোগীকে স্বাভাবিক খাবার দেওয়া হয়েছে ৷ তাঁর অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে ৷ রোগীকে তিন-চার দিনের মধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে ৷

বৃদ্ধ মনীশ সম্পর্কে তিনি আরও জানান, রোগীর হৃদযন্ত্রে 99 শতাংশ ব্লকেজ ছিল ৷ ওই রোগী রাজ্যের একাধিক হাসপাতালে চিকিৎসার জন্য ঘুরে বেড়িয়েছেন ৷ কিন্তু বয়সের কারণে কোনও হাসপাতালই তাঁর অস্ত্রোপচার করতে চায়নি ৷ অবশেষে এই হাসপাতালে সফল অস্ত্রোপচার হয়েছে ৷

এই বিরল অস্ত্রোপচারের সাফল্যে, আইজিআইএমএস-এর পরিচালক ডঃ বিন্দে কুমার এবং উপ-পরিচালক ডাঃ বিভূতি প্রসন্ন সিনহা সবাইকে অভিনন্দন জানিয়েছেন ৷ আরেক চিকিৎসক ডাঃ শীল অবনীশ জানান, দারভাঙার কুশেশ্বরস্থানের এই 80 বছর বয়সি ব্যক্তি ডায়াবেটিস, কিডনি, ফুসফুস এবং হাঁপানিতে ভুগছিলেন ৷ তার হার্টের দু’টি শিরায় 99 শতাংশ ব্লকেজ ছিল ৷ সব দিক খেয়াল রাখা হয়েছিল জটিল অস্ত্রোপচারে সময় ৷ তবে অস্ত্রোপচারটি সফল হয়েছে ৷

Last Updated : Jul 12, 2024, 7:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.