ETV Bharat / bharat

গঙ্গোত্রী থেকে ফেরার পথে পুণ্যার্থীদের বাস পড়ল খাদে; মৃত 3, আহত 26 - Bus fell into gorge in Uttarkashi - BUS FELL INTO GORGE IN UTTARKASHI

Uttarakhand Bus Accident: উত্তরকাশীতে পুণ্যার্থী সমেত বাস উলটে পড়ল খাদে ৷ ঘটনায় 3 জন মহিলার মৃত্যু হয়েছে ৷ তবে একটুর জন্য প্রাণে বেঁচে গিয়েছেন বাসটিতে থাকা বহু পুণ্য়ার্থী ৷

Bus Accident in Uttarkashi
উত্তরকাশীতে পুণ্যার্থী বোঝাই বাস খাদে (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 12, 2024, 12:54 PM IST

উত্তরকাশী, 12 জুন: পুণ্যার্থী বোঝাই বাস উলটে পড়ল খাদে ৷ মর্মান্তিক এই পথ দুর্ঘটনায় মৃত্যু হল 3 মহিলার ৷ আহত 26 জন ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ওই বাসটি গঙ্গোত্রী থেকে ফিরছিল ৷ উত্তরাখণ্ডের গঙ্গোত্রী জাতীয় সড়কে গঙ্গনানির কাছে একটি খাদে পড়ে যায় বাসটি ৷ বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে ৷ তবে গাছটি একেবারে খাদের তলায় পড়ার আগে একটি গাছে আটকে যায় ৷ তাই একটুর জন্য বহু মানুষের প্রাণ বেঁচে গিয়েছে বলে মনে করা হচ্ছে ৷

উত্তরকাশীতে গঙ্গোত্রী থেকে ফেরার পথে বাস পড়ল খাদে (ইটিভি ভারত)

পুলিশ জানিয়েছে, গঙ্গনানি থেকে এই দুর্ঘটনাস্থলের দূরত্ব 50 কিমি ৷ বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার ধারের রেলিং ভেঙে নীচে পড়তে থাকে ৷ তবে একেবারে নীচে পড়ার আগে একটি গাছে আটকে যায় ৷ এর ফলে 3 জনের মৃত্যু হলেও বহু পুণ্যার্থীর প্রাণ বেঁচে যায় ৷ নাহলে বাসটি সোজাসুজি ভাগীরথী নদীতেই উলটে পড়ে যেত ৷

ওই বাসে 29 জন যাত্রী ছিলেন ৷ তাঁরা গঙ্গোত্রীতে পুণ্যার্জনের উদ্দেশ্যে গিয়েছিলেন ৷ সেখান থেকে পুণ্যার্থীদের নিয়ে বাসটি উত্তরকাশীতে ফিরছিল ৷ স্থানীয়রা সঙ্গে সঙ্গে উদ্ধারকার্য শুরু করে ৷ পুলিশ আধিকারিক জানিয়েছেন, আটকে যাওয়া বাসের জানলা ভেঙে বাসের মধ্যে থেকে যাত্রীদের বের করে আনা হয় ৷ দুর্ঘটনায় আহতদের উত্তরকাশী জেলা হাসপাতাল এবং ভাতওয়ারি স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয় ৷ জখম 26 জনের মধ্যে 12 জনের অবস্থা আশঙ্কাজনক ৷ তাঁদের হৃষিকেশের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷

জানা গিয়েছে, বেশির ভাগ পুণ্যার্থী উত্তরাখণ্ডের রুদ্রপুর, হলদোয়ানি এবং লালকুয়াঁর বাসিন্দা ৷ 4 জন উত্তরপ্রদেশের বরেলি জেলায় এবং একজন বুলন্দশহরে বাস করেন ৷ উত্তরকাশীর এসপি অর্পণ যদুবংশী আহতদের সঙ্গে কথা বলেছেন ৷ তিনি জানিয়েছেন, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ব্রেক ফেল করেই এই দুর্ঘটনা ঘটেছে ৷ এর আগে 2010 সালে একই সময়ে একটি ট্রাক খাদে পড়ে যায় ৷ ভয়াবহ এই দুর্ঘটনায় 27 জন পুণ্যার্থীর মৃত্যু হয় ৷ এছাড়া 2023 সালেও একটি বাস দুর্ঘটনায় সাত জন পুণ্যার্থী প্রাণ হারান ৷

উত্তরকাশী, 12 জুন: পুণ্যার্থী বোঝাই বাস উলটে পড়ল খাদে ৷ মর্মান্তিক এই পথ দুর্ঘটনায় মৃত্যু হল 3 মহিলার ৷ আহত 26 জন ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ওই বাসটি গঙ্গোত্রী থেকে ফিরছিল ৷ উত্তরাখণ্ডের গঙ্গোত্রী জাতীয় সড়কে গঙ্গনানির কাছে একটি খাদে পড়ে যায় বাসটি ৷ বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে ৷ তবে গাছটি একেবারে খাদের তলায় পড়ার আগে একটি গাছে আটকে যায় ৷ তাই একটুর জন্য বহু মানুষের প্রাণ বেঁচে গিয়েছে বলে মনে করা হচ্ছে ৷

উত্তরকাশীতে গঙ্গোত্রী থেকে ফেরার পথে বাস পড়ল খাদে (ইটিভি ভারত)

পুলিশ জানিয়েছে, গঙ্গনানি থেকে এই দুর্ঘটনাস্থলের দূরত্ব 50 কিমি ৷ বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার ধারের রেলিং ভেঙে নীচে পড়তে থাকে ৷ তবে একেবারে নীচে পড়ার আগে একটি গাছে আটকে যায় ৷ এর ফলে 3 জনের মৃত্যু হলেও বহু পুণ্যার্থীর প্রাণ বেঁচে যায় ৷ নাহলে বাসটি সোজাসুজি ভাগীরথী নদীতেই উলটে পড়ে যেত ৷

ওই বাসে 29 জন যাত্রী ছিলেন ৷ তাঁরা গঙ্গোত্রীতে পুণ্যার্জনের উদ্দেশ্যে গিয়েছিলেন ৷ সেখান থেকে পুণ্যার্থীদের নিয়ে বাসটি উত্তরকাশীতে ফিরছিল ৷ স্থানীয়রা সঙ্গে সঙ্গে উদ্ধারকার্য শুরু করে ৷ পুলিশ আধিকারিক জানিয়েছেন, আটকে যাওয়া বাসের জানলা ভেঙে বাসের মধ্যে থেকে যাত্রীদের বের করে আনা হয় ৷ দুর্ঘটনায় আহতদের উত্তরকাশী জেলা হাসপাতাল এবং ভাতওয়ারি স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয় ৷ জখম 26 জনের মধ্যে 12 জনের অবস্থা আশঙ্কাজনক ৷ তাঁদের হৃষিকেশের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷

জানা গিয়েছে, বেশির ভাগ পুণ্যার্থী উত্তরাখণ্ডের রুদ্রপুর, হলদোয়ানি এবং লালকুয়াঁর বাসিন্দা ৷ 4 জন উত্তরপ্রদেশের বরেলি জেলায় এবং একজন বুলন্দশহরে বাস করেন ৷ উত্তরকাশীর এসপি অর্পণ যদুবংশী আহতদের সঙ্গে কথা বলেছেন ৷ তিনি জানিয়েছেন, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ব্রেক ফেল করেই এই দুর্ঘটনা ঘটেছে ৷ এর আগে 2010 সালে একই সময়ে একটি ট্রাক খাদে পড়ে যায় ৷ ভয়াবহ এই দুর্ঘটনায় 27 জন পুণ্যার্থীর মৃত্যু হয় ৷ এছাড়া 2023 সালেও একটি বাস দুর্ঘটনায় সাত জন পুণ্যার্থী প্রাণ হারান ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.