নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: উন্নত ভারতের ভিত তৈরির ‘গ্য়ারান্টি’ দেওয়া হল 2024-25 আর্থিক বছরের অন্তর্বর্তী বাজেটে ৷ এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বৃহস্পতিবার লোকসভায় অন্তর্বর্তী বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ সেই বাজেট পেশ করার কিছুক্ষণের মধ্য়েই এই কথা জানান প্রধানমন্ত্রী ৷
গত কয়েক বছর ধরেই বাজেট পেশ হওয়ার দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এবারও তার ব্যতিক্রম হয়নি ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তাঁর বাজেট বক্তৃতা শেষ করেন বেলা 12টা নাগাদ ৷ তার ঘণ্টাখানেকের মধ্য়েই ভাষণ দেন প্রধানমন্ত্রী ৷
সেখানেই তিনি এই ‘গ্যারান্টি’র বিষয়টি উল্লেখ করেন ৷ একই সঙ্গে তিনি জানান, এই বাজেট উন্নত ভারতের চারটি স্তম্ভ তরুণ, দরিদ্র, মহিলা ও কৃষককে শক্তিশালী করবে ৷ এটা ভারতের ভবিষ্যৎ তৈরি করার বাজেট ৷ এই বাজেটের মাধ্যমে যুব সমাজের উচ্চাকাঙ্খা প্রতিফলিত হয়েছে ৷
এবারের অন্তর্বর্তী বাজেটে গবেষণা ও উদ্ভাবনের জন্য 1 লক্ষ কোটি টাকার তহবিল ঘোষণা করা হয়েছে ৷ প্রধানমন্ত্রী মোদি তাঁর ভাষণে সেই বিষয়টি উল্লেখ করেন ৷ পাশাপাশি তিনি এই বাজেটকে ঐতিহাসিক বলে দাবি করেন ৷ এবার স্টার্ট-আপগুলির জন্যও ছাড় দেওয়া হয়েছে বলে তিনি । প্রধানমন্ত্রী আরও জানান, এবারের বাজেটে রাজস্ব ঘাটতি নিয়ন্ত্রণে রেখে এটিতে 11.11 লক্ষ কোটি টাকার বিশাল মূলধন ব্যয়ের ব্যবস্থা করেছে ৷
গতকাল, বুধবার সংসদে শুরু হয় বাজেট অধিবেশন ৷ প্রথা মেনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মাধ্যমে এই অধিবেশন শুরু হয়েছে ৷ তার পর বৃহস্পতিবার 2024-25 আর্থিক বছরের জন্য অন্তর্বর্তী বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ চলতি বছরেই রয়েছে লোকসভা নির্বাচন ৷ সেই কারণে কেন্দ্রীয় সরকার অন্তর্বর্তী বাজেট পেশ করেছে ৷ লোকসভা ভোটের পর পরবর্তী সরকার পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে ৷
সংবাদসংস্থা - পিটিআই
আরও পড়ুন:
- অন্তর্বর্তী বাজেটে করের ক্ষেত্রে কী ঘোষণা নির্মলার ? জানুন প্রত্যক্ষ-পরোক্ষ করের হালহকিকত
- 80 কোটি মানুষকে ফ্রি রেশন দিয়ে দেশে খাদ্য নিয়ে উদ্বেগ দূর করেছে কেন্দ্র: নির্মলা
- গ্রামীণ আবাসন প্রকল্পে বাড়ি হয়েছে প্রায় 3 কোটি, আরও দু’কোটি তৈরির লক্ষ্যমাত্রার কথা বাজেটে জানালেন নির্মলা
- মেডিক্যাল কলেজের সংখ্যা বৃদ্ধির ঘোষণা, হাসপাতালগুলির পরিকাঠামো খতিয়ে কমিটি গড়ার কথা জানালেন নির্মলা