ETV Bharat / bharat

লোকসভা ভোটের মুখে মহিলাদের মন ছুঁতে 'লাখপতি দিদি' নিয়ে বড় ঘোষণা নির্মলার - Lakhpati Didi

Budget 2024: লোকসভা ভোটের মুখে মহিলাদের মন ছুঁতে 'লাখপতি দিদি' নিয়ে অন্তর্বর্তী বাজেটে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ কী বলেছেন তিনি, জানতে প্রতিবেদনটি পড়ুন ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 1, 2024, 5:13 PM IST

Updated : Feb 1, 2024, 5:45 PM IST

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: ভোটবাক্সে মহিলারা যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারেন, তা দেখিয়ে দিয়েছে বাংলায় লক্ষ্মীর ভান্ডার ও মধ্যপ্রদেশে লাডলি বহেনা প্রকল্প ৷ সেই পথে হেঁটে মহারাষ্ট্রে শুরু হয়েছে বিনামূল্যে শাড়ির সরকারি কর্মসূচি ৷ এ বার সে রকমই প্রয়াস দেখা গেল কেন্দ্রের অন্তর্বর্তী বাজেটেও ৷ লোকসভা ভোটের মুখে দ্বিতীয় নরেন্দ্র মোদি সরকারের শেষ বাজেটে মহিলাদের মন ছুঁতে উদ্যোগী কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ বৃহস্পতিবারের বাজেট বক্তৃতায় তাঁর অন্যতম ঘোষণা 'লাখপতি দিদি'দের নিয়ে ৷

এ দিন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তাঁর অন্তর্বর্তী বাজেটে ঘোষণা করেছেন যে, কেন্দ্রীয় সরকার 'লাখপতি দিদি'দের সংখ্যা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ৷ দেশজুড়ে 2 কোটি লক্ষ্যমাত্রাকে বাড়িয়ে 3 কোটি 'লাখপতি দিদি'র লক্ষ্যমাত্রা রাখা হচ্ছে বলে জানান নির্মলা সীতারমন ৷

'লাখপতি দিদি' কী ?

স্বনির্ভর গোষ্ঠীর কর্মীদের থেকে 'লাখপতি দিদি'রা উঠে আসেন ৷ যাঁদের জনপ্রতি বছরে কমপক্ষে এক লক্ষ টাকা দীর্ঘমেয়াদি আয়ের ব্যবস্থা করা হয় । গত বছর স্বাধীনতা দিবসের বক্তৃতার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 'লাখপতি দিদি' প্রকল্পের কথা ঘোষণা করেন ৷ এই প্রকল্পের আওতায় সারা দেশে গ্রামে গ্রামে 2 কোটি মহিলাকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাঁদের দক্ষতা বাড়িয়ে বছরে কমপক্ষে এক লক্ষ টাকা আয়ের জন্য ব্যবস্থা করা হয় ৷ এই প্রকল্পের অধীনে মহিলাদের প্লাম্বিং, এলইডি বাল্ব তৈরি এবং ড্রোন পরিচালনা ও মেরামতের মতো দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া হয় ।

প্রধানমন্ত্রী বলেছিলেন, "আজ মহিলাদের স্ব-সহায়ক গোষ্ঠী হওয়া উচিত, 2 কোটি লাখপতি দিদির লক্ষ্য নিয়ে আজ আমরা মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিতে কাজ করছি । আমরা আমাদের নারী শক্তির সম্ভাবনা, নারী-নেতৃত্বাধীন উন্নয়নের প্রচার করার সময়, জি 20-তে নারীদের নেতৃত্বাধীন উন্নয়নমূলক বিষয়গুলিকে এগিয়ে নিয়েছি, সমগ্র জি 20 গ্রুপ এর গুরুত্ব স্বীকার করছে ।"

আজকের বাজেট বক্তৃতায় সেই 'লাখপতি দিদি'র লক্ষ্যমাত্রা আরও বাড়ানোর কথা জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷ তিনি বলেন, "নয় কোটি মহিলা নিয়ে 83 লক্ষ স্বনির্ভর গোষ্ঠী ক্ষমতায়ন এবং স্বনির্ভরতার সঙ্গে গ্রামীণ আর্থ-সামাজিক চিত্রের পরিবর্তন করছে ৷ তাঁদের সাফল্য ইতিমধ্যে প্রায় 1 কোটি মহিলাকে লাখপতি দিদি হতে সহায়তা করেছে ৷ এই সাফল্যে উচ্ছ্বসিত কেন্দ্রীয় সরকার ৷ সেই কারণে লাখপতি দিদির লক্ষ্যমাত্রা 2 কোটি থেকে 3 কোটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷"

এ দিকে, বৃহস্পতিবার মহিলাদের সাফল্যের কথা বলতে গিয়ে এ দিন নির্মলা আরও বলেন, গত 10 বছরে উদ্যোগ এবং সহজ জীবনযাত্রার মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন গতি পেয়েছে ৷ তিনি কেন্দ্রের সাফল্যের খতিয়ান তুলে ধরতে গিয়ে তিন তালাক বেআইনি করা ও মহিলাদের সংরক্ষণের প্রসঙ্গ টেনে আনেন ৷ তিনি জানান যে, উচ্চশিক্ষায় মহিলা তালিকাভুক্তির হার 28 শতাংশ বেড়েছে ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন:

  1. বাড়ির ছাদে সোলার সিস্টেম বসিয়ে বছরে সাশ্রয় হবে 18000 টাকা, প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা নিয়ে বললেন নির্মলা
  2. বাজেট জনমুখী নাকি ভোটমুখী ? কী বলছেন অর্থনীতিবিদরা
  3. নির্মলার মুখে তিন তালাক-মহিলা সংরক্ষণ, দাবি '10 বছরে নারীদের ক্ষমতায়ন গতি পেয়েছে'

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: ভোটবাক্সে মহিলারা যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারেন, তা দেখিয়ে দিয়েছে বাংলায় লক্ষ্মীর ভান্ডার ও মধ্যপ্রদেশে লাডলি বহেনা প্রকল্প ৷ সেই পথে হেঁটে মহারাষ্ট্রে শুরু হয়েছে বিনামূল্যে শাড়ির সরকারি কর্মসূচি ৷ এ বার সে রকমই প্রয়াস দেখা গেল কেন্দ্রের অন্তর্বর্তী বাজেটেও ৷ লোকসভা ভোটের মুখে দ্বিতীয় নরেন্দ্র মোদি সরকারের শেষ বাজেটে মহিলাদের মন ছুঁতে উদ্যোগী কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ বৃহস্পতিবারের বাজেট বক্তৃতায় তাঁর অন্যতম ঘোষণা 'লাখপতি দিদি'দের নিয়ে ৷

এ দিন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তাঁর অন্তর্বর্তী বাজেটে ঘোষণা করেছেন যে, কেন্দ্রীয় সরকার 'লাখপতি দিদি'দের সংখ্যা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ৷ দেশজুড়ে 2 কোটি লক্ষ্যমাত্রাকে বাড়িয়ে 3 কোটি 'লাখপতি দিদি'র লক্ষ্যমাত্রা রাখা হচ্ছে বলে জানান নির্মলা সীতারমন ৷

'লাখপতি দিদি' কী ?

স্বনির্ভর গোষ্ঠীর কর্মীদের থেকে 'লাখপতি দিদি'রা উঠে আসেন ৷ যাঁদের জনপ্রতি বছরে কমপক্ষে এক লক্ষ টাকা দীর্ঘমেয়াদি আয়ের ব্যবস্থা করা হয় । গত বছর স্বাধীনতা দিবসের বক্তৃতার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 'লাখপতি দিদি' প্রকল্পের কথা ঘোষণা করেন ৷ এই প্রকল্পের আওতায় সারা দেশে গ্রামে গ্রামে 2 কোটি মহিলাকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাঁদের দক্ষতা বাড়িয়ে বছরে কমপক্ষে এক লক্ষ টাকা আয়ের জন্য ব্যবস্থা করা হয় ৷ এই প্রকল্পের অধীনে মহিলাদের প্লাম্বিং, এলইডি বাল্ব তৈরি এবং ড্রোন পরিচালনা ও মেরামতের মতো দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া হয় ।

প্রধানমন্ত্রী বলেছিলেন, "আজ মহিলাদের স্ব-সহায়ক গোষ্ঠী হওয়া উচিত, 2 কোটি লাখপতি দিদির লক্ষ্য নিয়ে আজ আমরা মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিতে কাজ করছি । আমরা আমাদের নারী শক্তির সম্ভাবনা, নারী-নেতৃত্বাধীন উন্নয়নের প্রচার করার সময়, জি 20-তে নারীদের নেতৃত্বাধীন উন্নয়নমূলক বিষয়গুলিকে এগিয়ে নিয়েছি, সমগ্র জি 20 গ্রুপ এর গুরুত্ব স্বীকার করছে ।"

আজকের বাজেট বক্তৃতায় সেই 'লাখপতি দিদি'র লক্ষ্যমাত্রা আরও বাড়ানোর কথা জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷ তিনি বলেন, "নয় কোটি মহিলা নিয়ে 83 লক্ষ স্বনির্ভর গোষ্ঠী ক্ষমতায়ন এবং স্বনির্ভরতার সঙ্গে গ্রামীণ আর্থ-সামাজিক চিত্রের পরিবর্তন করছে ৷ তাঁদের সাফল্য ইতিমধ্যে প্রায় 1 কোটি মহিলাকে লাখপতি দিদি হতে সহায়তা করেছে ৷ এই সাফল্যে উচ্ছ্বসিত কেন্দ্রীয় সরকার ৷ সেই কারণে লাখপতি দিদির লক্ষ্যমাত্রা 2 কোটি থেকে 3 কোটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷"

এ দিকে, বৃহস্পতিবার মহিলাদের সাফল্যের কথা বলতে গিয়ে এ দিন নির্মলা আরও বলেন, গত 10 বছরে উদ্যোগ এবং সহজ জীবনযাত্রার মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন গতি পেয়েছে ৷ তিনি কেন্দ্রের সাফল্যের খতিয়ান তুলে ধরতে গিয়ে তিন তালাক বেআইনি করা ও মহিলাদের সংরক্ষণের প্রসঙ্গ টেনে আনেন ৷ তিনি জানান যে, উচ্চশিক্ষায় মহিলা তালিকাভুক্তির হার 28 শতাংশ বেড়েছে ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন:

  1. বাড়ির ছাদে সোলার সিস্টেম বসিয়ে বছরে সাশ্রয় হবে 18000 টাকা, প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা নিয়ে বললেন নির্মলা
  2. বাজেট জনমুখী নাকি ভোটমুখী ? কী বলছেন অর্থনীতিবিদরা
  3. নির্মলার মুখে তিন তালাক-মহিলা সংরক্ষণ, দাবি '10 বছরে নারীদের ক্ষমতায়ন গতি পেয়েছে'
Last Updated : Feb 1, 2024, 5:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.