ETV Bharat / bharat

বাংলাদেশের ঘটনায় চূড়ান্ত সতর্কতা জারি বিএসএফের, বাতিল সব ছুটি - BSF HIGH ALERT ON BANGLADESH - BSF HIGH ALERT ON BANGLADESH

BSF HIGH ALERT OVER BANGLADESH SITUATION: পদত্যাগ করে দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ৷ এরপরই ভারত-বাংলাদেশ সীমান্ত জুড়ে জারি চূড়ান্ত সতর্কতা ৷ বাতিল করা হয়েছে বিএসএফের সব ছুটি ৷

BSF HIGH ALERT ON BANGLADESH
বাংলাদেশের ঘটনায় চূড়ান্ত সতর্কতা জারি বিএসএফের (নিজস্ব চিত্র)
author img

By PTI

Published : Aug 5, 2024, 4:26 PM IST

Updated : Aug 5, 2024, 6:24 PM IST

নয়াদিল্লি, 5 অগস্ট: বাংলাদেশের অস্থির পরিস্থিতির জেরে চূড়ান্ত সতর্ক বিএসএফ ৷ জনগণের তুমুল বিক্ষোভের জেরে সোমবার পদত্য়াগ করে দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ আর প্রতিবেশী রাষ্ট্রের এই খবর সামনে আসতেই নড়েচড়ে বসেছে বিএসএফ ৷ দেশের প্রায় 4 হাজার 96 কিলোমিটার বাংলাদেশ সীমান্ত বরাবর চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে বিএসএফ ৷ একই সঙ্গে, কলকাতায় এসে পৌঁছেছেন বিএসএফের ডিজিও ৷ বাতিল করা হয়েছে আধিকারিক থেকে শুরু করে জওয়ানদের সমস্ত ছুটি ৷

অন্যদিকে, এলআইসি জানিয়েছে, বাংলাদেশে তাদের যাবতীয় দফতর আগামী 7 অগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। ঢাকা থেকে পাওয়া খবর অনুযায়ী, বাংলাদেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর কর্মী ও সরকারবিরোধী বিক্ষোভকারীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে গত 2 দিনে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে ৷ এলআইসির তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, "বাংলাদেশের বর্তমান সামাজিক-রাজনৈতিক পরিস্থিতির কারণে এলআইসি অফ বাংলাদেশ লিমিটেডের অফিস 5 অগস্ট থেকে 7 অগস্ট 2024 পর্যন্ত বন্ধ থাকবে।"

অপরদিকে, বিএসএফ-এর ভাপ্রাপ্ত ডিজি দলজিৎ সিং চৌধুরী এবং অন্য সিনিয়র কমান্ডাররা নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে কলকাতায় এসে পৌঁছেছেন ৷ বাহিনী তার সমস্ত ফিল্ড কমান্ডারকে মোতায়েন থাকতে নির্দেশ দিয়েছে ৷ সীমান্ত ডিউটিতে সমস্ত কর্মীকে অবিলম্বে মোতায়েন করার নির্দেশও দেওয়া হয়েছে ৷ সংবাদ সংস্থা পিটিআইকে বিএসএফের এক আধিকারিক বলেন, "বাংলাদেশ যে ব্যাপক বিক্ষোভ চলছে তা আমরাও নজরে রেখেছিলাম ৷ এরপর গত কয়েক সপ্তাহে ভারত-বাংলাদেশ সীমান্তে নিযুক্ত সমস্ত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে ৷ এখন সমস্ত ইউনিটকে চূড়ান্ত সতর্ক থাকতে বলা হয়েছে ৷" বিএসএফ দেশের পূর্ব দিকের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা (856 কিমি), মেঘালয় (443 কিমি), অসম (262 কিমি) এবং মিজোরাম (318 কিমি)-সহ বাংলাদেশের সঙ্গে মোট 2 হাজার 217 কিলোমিটার সীমান্তে মোতায়েন আছে ৷

অন্যদিকে, দিল্লির চাণক্যপুরীতে বাংলাদেশ হাইকমিশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ৷ পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিমান রাজধানীতে নামতে চলেছে বলে খবর ৷ যার জেরে পুলিশ ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে ও ভিতরেও কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। দিল্লি পুলিশের এক আধিকারিক বলেন, "বাংলাদেশ হাইকমিশন এবং বিমানবন্দরের ব্যারিকেড এবং পুলিশ মোতায়েন করা হয়েছে ৷"

বাংলাদেশ ঘটনা নিয়ে মুখ খুলেছেন ভারতের প্রাক্তন বিদেশ সচিব এবং বাংলাদেশে প্রাক্তন রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলা ৷ তিনি বলেন, "আমি এটিকে অর্থনৈতিক কারণের পাশাপাশি সুবিধাবাদী রাজনীতি হিসেবেই দেখছি ৷ বিরোধী বিএনপি হোক বা বাংলাদেশ জামাত-ই-ইসলামি তারা প্রতিবাদে যোগ দিয়েছে ৷ আমি মনে করি যে পরিস্থিতিটি বাংলাদেশের অভ্যন্তরীণ অন্তর্নিহিত কারণগুলির ফলস্বরূপ।"

(পিটিআই)

নয়াদিল্লি, 5 অগস্ট: বাংলাদেশের অস্থির পরিস্থিতির জেরে চূড়ান্ত সতর্ক বিএসএফ ৷ জনগণের তুমুল বিক্ষোভের জেরে সোমবার পদত্য়াগ করে দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ আর প্রতিবেশী রাষ্ট্রের এই খবর সামনে আসতেই নড়েচড়ে বসেছে বিএসএফ ৷ দেশের প্রায় 4 হাজার 96 কিলোমিটার বাংলাদেশ সীমান্ত বরাবর চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে বিএসএফ ৷ একই সঙ্গে, কলকাতায় এসে পৌঁছেছেন বিএসএফের ডিজিও ৷ বাতিল করা হয়েছে আধিকারিক থেকে শুরু করে জওয়ানদের সমস্ত ছুটি ৷

অন্যদিকে, এলআইসি জানিয়েছে, বাংলাদেশে তাদের যাবতীয় দফতর আগামী 7 অগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। ঢাকা থেকে পাওয়া খবর অনুযায়ী, বাংলাদেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর কর্মী ও সরকারবিরোধী বিক্ষোভকারীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে গত 2 দিনে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে ৷ এলআইসির তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, "বাংলাদেশের বর্তমান সামাজিক-রাজনৈতিক পরিস্থিতির কারণে এলআইসি অফ বাংলাদেশ লিমিটেডের অফিস 5 অগস্ট থেকে 7 অগস্ট 2024 পর্যন্ত বন্ধ থাকবে।"

অপরদিকে, বিএসএফ-এর ভাপ্রাপ্ত ডিজি দলজিৎ সিং চৌধুরী এবং অন্য সিনিয়র কমান্ডাররা নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে কলকাতায় এসে পৌঁছেছেন ৷ বাহিনী তার সমস্ত ফিল্ড কমান্ডারকে মোতায়েন থাকতে নির্দেশ দিয়েছে ৷ সীমান্ত ডিউটিতে সমস্ত কর্মীকে অবিলম্বে মোতায়েন করার নির্দেশও দেওয়া হয়েছে ৷ সংবাদ সংস্থা পিটিআইকে বিএসএফের এক আধিকারিক বলেন, "বাংলাদেশ যে ব্যাপক বিক্ষোভ চলছে তা আমরাও নজরে রেখেছিলাম ৷ এরপর গত কয়েক সপ্তাহে ভারত-বাংলাদেশ সীমান্তে নিযুক্ত সমস্ত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে ৷ এখন সমস্ত ইউনিটকে চূড়ান্ত সতর্ক থাকতে বলা হয়েছে ৷" বিএসএফ দেশের পূর্ব দিকের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা (856 কিমি), মেঘালয় (443 কিমি), অসম (262 কিমি) এবং মিজোরাম (318 কিমি)-সহ বাংলাদেশের সঙ্গে মোট 2 হাজার 217 কিলোমিটার সীমান্তে মোতায়েন আছে ৷

অন্যদিকে, দিল্লির চাণক্যপুরীতে বাংলাদেশ হাইকমিশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ৷ পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিমান রাজধানীতে নামতে চলেছে বলে খবর ৷ যার জেরে পুলিশ ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে ও ভিতরেও কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। দিল্লি পুলিশের এক আধিকারিক বলেন, "বাংলাদেশ হাইকমিশন এবং বিমানবন্দরের ব্যারিকেড এবং পুলিশ মোতায়েন করা হয়েছে ৷"

বাংলাদেশ ঘটনা নিয়ে মুখ খুলেছেন ভারতের প্রাক্তন বিদেশ সচিব এবং বাংলাদেশে প্রাক্তন রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলা ৷ তিনি বলেন, "আমি এটিকে অর্থনৈতিক কারণের পাশাপাশি সুবিধাবাদী রাজনীতি হিসেবেই দেখছি ৷ বিরোধী বিএনপি হোক বা বাংলাদেশ জামাত-ই-ইসলামি তারা প্রতিবাদে যোগ দিয়েছে ৷ আমি মনে করি যে পরিস্থিতিটি বাংলাদেশের অভ্যন্তরীণ অন্তর্নিহিত কারণগুলির ফলস্বরূপ।"

(পিটিআই)

Last Updated : Aug 5, 2024, 6:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.