ETV Bharat / bharat

ভারত-পাক সীমান্তে জঙ্গির অনুপ্রবেশ ভেস্তে দিল বিএসএফ, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র - Jammu Kashmir - JAMMU KASHMIR

Huge Ammunition Recovered by BSF: জম্মুর ভারত-পাকিস্তান সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা জঙ্গির ৷ নজরে আসতেই গুলি চালাতে শুরু বিএসএফ জওয়ানদের ৷ অস্ত্রের ব্যাগ ফেলে পালাল জঙ্গি ৷

TERRORISTS INFILTRATION BID FOILED
জঙ্গি অনুপ্রবেশে বাধা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 22, 2024, 1:30 PM IST

জম্মু, 22 সেপ্টেম্বর: পরিকল্পনা ছিল নিয়ন্ত্রণ রেখার কাঁটাতার টপকে ভারতে প্রবেশ করার ৷ কিন্তু, পাক মদতপুষ্ট জঙ্গির সেই পরিকল্পনা ভেস্তে দিলেন বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ)-এর জওয়ানরা ৷

রবিবার এক বিএসএফ মুখপাত্র জানিয়েছেন, জম্মুর আরএস পুরায় সীমান্তবর্তী এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন নিরাপাত্তায় মোতায়েন বিএসএফ জওয়ানরা ৷ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এলাকার শনিবার রাত থেকে ওই এলাকার উপর নজরদারি আরও বাড়ানো হয়েছিল ৷

শনিবার ভোর রাতে অন্ধকারের সুযোগে দেশে প্রবেশের চেষ্টা করছিল আততায়ী ৷ টহলদারির সময় সেই দৃশ্য় নজরে আসতেই গুলি চালাতে শুরু করেন জওয়ানরা ৷ গা ঢাকা দেওয়ার বহু চেষ্টা করে ওই জঙ্গি ৷ কিন্তু বিএসএফ জওয়ানদের গুলিতে এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয় সে ৷

রবিবার এলাকায় লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেন জওয়ানরা ৷ অভিযান চলাকালীন একটি একে অ্যাসল্ট রাইফেল, 2টো ম্যাগাজিন, 17 রাউন্ড গুলি, 2টো পিস্তল, 4টে ম্যাগাজিন এবং 20 রাউন্ড গুলি উদ্ধার করেন জওয়ানরা ৷

ঘটনা প্রসঙ্গে জম্মুর বিএসএফ আইজি ডিকে বুরা বলেন, "শনিবার রাতে সীমান্তবর্তী এলাকায় সন্দেহজনক গতিবিধি জওয়ানদের নজরে আসে ৷ তৎক্ষণাৎ গুলি চালাতে শুরু করেন তাঁরা ৷ পুরো এলাকায় চিরুনি তল্লাশি চালানো হয় ৷ সেই সময় প্রচুর আগ্নেয়াস্ত্র সমেত একটি ব্যাগ উদ্ধার করেন তাঁরা ৷ ব্যাগ খুলতেই একে 47 রাইফেল, 4 এবং 9 এমএম পিস্তল ও বেশ কিছু রাউন্ড গুলি উদ্ধার করা হয় ৷"

বিএসএফ-এর মুখপাত্র জানিয়েছেন, আগ্নেয়াস্ত্র ছাড়াও এলাকা থেকে নাশকতার সঙ্গে জড়িত বেশ কিছু তথ্য, পাকিস্তানে তৈরি একটি ব্যাগ ও একটি সিগারেটের প্যাকেট উদ্ধার করে বিএসএফ ৷

উল্লেখ্য, গত 18 সেপ্টেম্বর থেকে উপত্যকায় শুরু হয়েছে বিধানসভা নির্বাচন ৷ এক দশক পর ফের নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন উপত্যকাবাসী ৷ নির্বাচনী প্রচারে জম্মু-কাশ্মীর সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই পরিস্থিতিতে উপত্যকার নিরাপত্তা নিয়ে চিন্তিত দেশের গোয়েন্দা সংস্থাগুলি ৷ যদিও তিন দফার মধ্য়ে প্রথম দফার নির্বাচন বেশ শান্তিপূর্ণভাবেই হয়েছে ৷

জম্মু, 22 সেপ্টেম্বর: পরিকল্পনা ছিল নিয়ন্ত্রণ রেখার কাঁটাতার টপকে ভারতে প্রবেশ করার ৷ কিন্তু, পাক মদতপুষ্ট জঙ্গির সেই পরিকল্পনা ভেস্তে দিলেন বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ)-এর জওয়ানরা ৷

রবিবার এক বিএসএফ মুখপাত্র জানিয়েছেন, জম্মুর আরএস পুরায় সীমান্তবর্তী এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন নিরাপাত্তায় মোতায়েন বিএসএফ জওয়ানরা ৷ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এলাকার শনিবার রাত থেকে ওই এলাকার উপর নজরদারি আরও বাড়ানো হয়েছিল ৷

শনিবার ভোর রাতে অন্ধকারের সুযোগে দেশে প্রবেশের চেষ্টা করছিল আততায়ী ৷ টহলদারির সময় সেই দৃশ্য় নজরে আসতেই গুলি চালাতে শুরু করেন জওয়ানরা ৷ গা ঢাকা দেওয়ার বহু চেষ্টা করে ওই জঙ্গি ৷ কিন্তু বিএসএফ জওয়ানদের গুলিতে এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয় সে ৷

রবিবার এলাকায় লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেন জওয়ানরা ৷ অভিযান চলাকালীন একটি একে অ্যাসল্ট রাইফেল, 2টো ম্যাগাজিন, 17 রাউন্ড গুলি, 2টো পিস্তল, 4টে ম্যাগাজিন এবং 20 রাউন্ড গুলি উদ্ধার করেন জওয়ানরা ৷

ঘটনা প্রসঙ্গে জম্মুর বিএসএফ আইজি ডিকে বুরা বলেন, "শনিবার রাতে সীমান্তবর্তী এলাকায় সন্দেহজনক গতিবিধি জওয়ানদের নজরে আসে ৷ তৎক্ষণাৎ গুলি চালাতে শুরু করেন তাঁরা ৷ পুরো এলাকায় চিরুনি তল্লাশি চালানো হয় ৷ সেই সময় প্রচুর আগ্নেয়াস্ত্র সমেত একটি ব্যাগ উদ্ধার করেন তাঁরা ৷ ব্যাগ খুলতেই একে 47 রাইফেল, 4 এবং 9 এমএম পিস্তল ও বেশ কিছু রাউন্ড গুলি উদ্ধার করা হয় ৷"

বিএসএফ-এর মুখপাত্র জানিয়েছেন, আগ্নেয়াস্ত্র ছাড়াও এলাকা থেকে নাশকতার সঙ্গে জড়িত বেশ কিছু তথ্য, পাকিস্তানে তৈরি একটি ব্যাগ ও একটি সিগারেটের প্যাকেট উদ্ধার করে বিএসএফ ৷

উল্লেখ্য, গত 18 সেপ্টেম্বর থেকে উপত্যকায় শুরু হয়েছে বিধানসভা নির্বাচন ৷ এক দশক পর ফের নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন উপত্যকাবাসী ৷ নির্বাচনী প্রচারে জম্মু-কাশ্মীর সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই পরিস্থিতিতে উপত্যকার নিরাপত্তা নিয়ে চিন্তিত দেশের গোয়েন্দা সংস্থাগুলি ৷ যদিও তিন দফার মধ্য়ে প্রথম দফার নির্বাচন বেশ শান্তিপূর্ণভাবেই হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.