যোধপুর, 28 জুলাই: যোধপুর এইমসে ব্রেন ডেথ হওয়া এক যুবতীর দান করা অঙ্গে চারজন মানুষ নতুন জীবন পেলেন ৷ যুবতীর হৃদপিণ্ড, কিডনি ও লিভার প্রতিস্থাপন করা হয়েছে অন্যের শরীরে ৷ গত 18 জুলাই এইমস হাসপাতালে ব্রেন ডেথ হওয়া যুবতীর নাম অনিতা ৷ 16 জুলাই তিনি একটি পথ দুর্ঘটনার কবলে পড়েন ৷
এইমস যোধপুরের চিকিৎসক গোবর্ধন দত্ত পুরী জানিয়েছেন, 25 বছরের অনিতা গত 16 জুলাই পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন ৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায় 18 জুলাই ব্রেন ডেথ হয় অনিতার ৷ সেই সময় হাসপাতাল কর্তৃপক্ষ অনিতার পরিবারের কাছে অঙ্গদানের অনুরোধ জানায় ৷ কিন্তু, তা সত্ত্বেও পরিবারের তরফে প্রথমে অনিতাকে বাঁচানোর চেষ্টা করতে বলা হয় ৷ ফলে চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যান ৷ কিন্তু, চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয় ৷
ফলে, এইমস হাসপাতালের তরফে শনিবার ফের অনিতার অঙ্গদানের আবেদন জানানো হয় ৷ এবার পরিবারের সদস্যরা আলোচনা করে অনিতার অঙ্গদানের অনুমতি দেয় ৷ তারপরেই অনিতার শরীরের সব অঙ্গগুলি পরীক্ষা করা হয় ৷ দেখা যায়, হৃদপিণ্ড, কিডনি ও লিভার কাজ করছে ৷ ফলে দ্রুত সেই অঙ্গগুলিকে সংরক্ষণের ব্যবস্থা করা হয় ৷
যোধপুর এইমসের তরফেও জয়পুরের এসএমএস হাসপাতালে যোগাযোগ করা হয় (অঙ্গের জন্য আগে থেকে আবেদন জানানোর ভিত্তিতে) ৷ সেখানে একজন রোগীর হৃদপিণ্ড এবং একজনের কিডনির প্রয়োজন ছিল ৷ সেই মতো রবিবার গ্রিন করিডর তৈরি করে হৃদপিণ্ড ও একটি কিডনি জয়পুরের এসএমএস হাসপাতালে পাঠানো হয় প্রতিস্থাপনের জন্য ৷ আর একটি কিডনি ও লিভার রবিবার যোধপুর এইমস হাসপাতালেই প্রতিস্থাপন করা হয়েছে ৷
জানা গিয়েছে, বারমের জেলার সিন্ধারি থেকে অনিতা ওই দিন তাঁর 5 বছরের ছেলেকে নিয়ে পেহারে শ্বশুরবাড়ি ফিরছিলেন ৷ পথে সিন্ধারিতে একটি পথ দুর্ঘটনার শিকার হন তিনি ৷ স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর, অনিতাকে যোধপুর এইমসে স্থানান্তরিত করা হয়েছিল ৷