ETV Bharat / bharat

জয়পুরের স্কুলে হুমকি ইমেলে বোমাতঙ্ক, চলছে তল্লাশি - Bomb Threat - BOMB THREAT

Bomb Threat in Jaipur Schools: ইমেলে বোমা মেরে স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি ৷ চাঞ্চল্য ছড়িয়েছিল জয়পুরের স্কুলে ৷ 6টি স্কুল থেকে পড়ুয়াদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ বোমার খোঁজে তল্লাশি চালাচ্ছে বম্ব স্কোয়াড এবং ডগ স্কোয়াড ৷

Bomb Threat in Schools
স্কুলে বোমাতঙ্ক (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 13, 2024, 1:13 PM IST

জয়পুরের স্কুলে বোমাতঙ্ক (ইটিভি ভারত)

জয়পুর, 13 মে: দিল্লির পর এবার বোমাতঙ্ক ছড়াল জয়পুরের স্কুলে ৷ অন্তত 6টি স্কুল সোমবার ইমেলের মাধ্যমে বোমা হামলার হুমকি পেয়েছে ৷ স্কুলের প্রিন্সিপালের কাছে আসে এই ইমেলগুলি ৷ এরপরই বিদ্যালয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় । হুমকি ইমেল পাওয়ার পর স্কুলের তরফে পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয় ৷ ঘটনাস্থলে আসে পুলিশ, ফায়ার ব্রিগেড, সিভিল ডিফেন্স, বম্ব স্কোয়াড এবং ডগ স্কোয়াডও । সব স্কুল থেকে পড়ুয়াদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে । স্কুল চত্বরে তল্লাশি অভিযান চলছে ।

এর আগে দিল্লির একাধিক স্কুলে বোমাতঙ্কের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল ৷ 1 মে সকালে দিল্লির 100টির বেশি স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ইমেল পায় ৷ যদিও পরে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়, ভুয়ো হুমকি পাঠানো হয়েছিল ৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতে 12 দিনের মাথায় এবার জয়পুরেও একই ঘটনা ঘটল ৷

জানা গিয়েছে, এ দিন জয়পুরের মহেশ্বরী পাবলিক স্কুল, বিদ্যাশ্রম স্কুল, সেন্ট তেরেসা স্কুল-সহ 6 টি স্কুলে বোমা রাখার হুমকি ইমেল আসে । জয়পুরের পুলিশ কমিশনার বিজু জর্জ জোসেফ বলেন, "কয়েকটি স্কুলে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ইমেল পাওয়া গিয়েছে । পুলিশ স্কুলগুলোতে পৌঁছে তদন্ত শুরু করেছে ।"

সূত্রের খবর, সোমবার সকালে মতি ডুংরিতে অবস্থিত এমপিএস স্কুলে প্রথমে ইমেইলে বোমার হুমকি আসে । এরপর বাগরু এলাকার এমপিএস স্কুলকে হুমকি দেওয়া হয় । তারপর বিদ্যাশ্রম, মানক চক, বিদ্যাধর নগর, বৈশালী নগর, মালপুরা গেট এলাকায় অবস্থিত স্কুল এবং নিওয়ারু রোডে অবস্থিত সেন্ট তেরেসা স্কুলে বোমা রাখার হুমকি দেওয়া হয় । এ দিকে তদন্তের জন্য সাইবার বিশেষজ্ঞদের সহায়তা নিচ্ছে পুলিশ । হুমকিমূলক ইমেইল পাঠানো ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা চলছে ।

উল্লেখ্য, স্কুলের পর 12 মে অর্থাৎ রবিবার দিল্লির 20টি হাসপাতাল, বিমানবন্দর এবং উত্তর রেলওয়ের সিপিআরও অফিস ইমেলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে । যদিও তদন্ত নেমে পুলিশ হুমকি ইমেলের উৎস খুঁজে পেয়েছে ৷ জানা গিয়েছে, রাশিয়া ভিত্তিক মেইলিং পরিষেবা থেকে দিল্লির স্কুলগুলিকে হুমকি দেওয়া হয়েছিল ৷ অন্যদিকে রবিবারের হাসপাতাল-সহ অন্যান্য জায়গায় ইমেলটি এসছে ইউরোপ-ভিত্তিক মেইলিং পরিষেবা সংস্থা থেকে ৷ পুলিশ জানিয়েছে, সাইবার বিশেষজ্ঞরা ইমেলের আইপি অ্যাড্রেসটি সনাক্ত করার চেষ্টা করছেন ।

রবিবার জয়পুর বিমানবন্দরেও বোমা হামলার হুমকি দেওয়া হয় । বম্ব স্কোয়াডের দল বিমানবন্দরের প্রতিটি কোনে তল্লাশি করে । তদন্তকালে বিমানবন্দরের কোথাও কোনো বিস্ফোরক পাওয়া যায়নি । এরপর স্বস্তির নিঃশ্বাস ফেলে বিমানবন্দর কর্তৃপক্ষ । জয়পুর বিমানবন্দরের অফিসিয়াল মেইলে এই হুমকি বার্তা আসে ।

আরও পড়ুন:

  1. দিল্লির 100টি স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি মেল, বোমাতঙ্ক রাজধানীতে
  2. নিশানায় বিমানবন্দর-সহ আট হাসপাতাল, রাজধানীতে ফের নাশকতার হুমকি মেইল
  3. দিল্লির স্কুলগুলিতে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ইমেলে বিদেশি যোগ

জয়পুরের স্কুলে বোমাতঙ্ক (ইটিভি ভারত)

জয়পুর, 13 মে: দিল্লির পর এবার বোমাতঙ্ক ছড়াল জয়পুরের স্কুলে ৷ অন্তত 6টি স্কুল সোমবার ইমেলের মাধ্যমে বোমা হামলার হুমকি পেয়েছে ৷ স্কুলের প্রিন্সিপালের কাছে আসে এই ইমেলগুলি ৷ এরপরই বিদ্যালয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় । হুমকি ইমেল পাওয়ার পর স্কুলের তরফে পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয় ৷ ঘটনাস্থলে আসে পুলিশ, ফায়ার ব্রিগেড, সিভিল ডিফেন্স, বম্ব স্কোয়াড এবং ডগ স্কোয়াডও । সব স্কুল থেকে পড়ুয়াদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে । স্কুল চত্বরে তল্লাশি অভিযান চলছে ।

এর আগে দিল্লির একাধিক স্কুলে বোমাতঙ্কের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল ৷ 1 মে সকালে দিল্লির 100টির বেশি স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ইমেল পায় ৷ যদিও পরে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়, ভুয়ো হুমকি পাঠানো হয়েছিল ৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতে 12 দিনের মাথায় এবার জয়পুরেও একই ঘটনা ঘটল ৷

জানা গিয়েছে, এ দিন জয়পুরের মহেশ্বরী পাবলিক স্কুল, বিদ্যাশ্রম স্কুল, সেন্ট তেরেসা স্কুল-সহ 6 টি স্কুলে বোমা রাখার হুমকি ইমেল আসে । জয়পুরের পুলিশ কমিশনার বিজু জর্জ জোসেফ বলেন, "কয়েকটি স্কুলে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ইমেল পাওয়া গিয়েছে । পুলিশ স্কুলগুলোতে পৌঁছে তদন্ত শুরু করেছে ।"

সূত্রের খবর, সোমবার সকালে মতি ডুংরিতে অবস্থিত এমপিএস স্কুলে প্রথমে ইমেইলে বোমার হুমকি আসে । এরপর বাগরু এলাকার এমপিএস স্কুলকে হুমকি দেওয়া হয় । তারপর বিদ্যাশ্রম, মানক চক, বিদ্যাধর নগর, বৈশালী নগর, মালপুরা গেট এলাকায় অবস্থিত স্কুল এবং নিওয়ারু রোডে অবস্থিত সেন্ট তেরেসা স্কুলে বোমা রাখার হুমকি দেওয়া হয় । এ দিকে তদন্তের জন্য সাইবার বিশেষজ্ঞদের সহায়তা নিচ্ছে পুলিশ । হুমকিমূলক ইমেইল পাঠানো ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা চলছে ।

উল্লেখ্য, স্কুলের পর 12 মে অর্থাৎ রবিবার দিল্লির 20টি হাসপাতাল, বিমানবন্দর এবং উত্তর রেলওয়ের সিপিআরও অফিস ইমেলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে । যদিও তদন্ত নেমে পুলিশ হুমকি ইমেলের উৎস খুঁজে পেয়েছে ৷ জানা গিয়েছে, রাশিয়া ভিত্তিক মেইলিং পরিষেবা থেকে দিল্লির স্কুলগুলিকে হুমকি দেওয়া হয়েছিল ৷ অন্যদিকে রবিবারের হাসপাতাল-সহ অন্যান্য জায়গায় ইমেলটি এসছে ইউরোপ-ভিত্তিক মেইলিং পরিষেবা সংস্থা থেকে ৷ পুলিশ জানিয়েছে, সাইবার বিশেষজ্ঞরা ইমেলের আইপি অ্যাড্রেসটি সনাক্ত করার চেষ্টা করছেন ।

রবিবার জয়পুর বিমানবন্দরেও বোমা হামলার হুমকি দেওয়া হয় । বম্ব স্কোয়াডের দল বিমানবন্দরের প্রতিটি কোনে তল্লাশি করে । তদন্তকালে বিমানবন্দরের কোথাও কোনো বিস্ফোরক পাওয়া যায়নি । এরপর স্বস্তির নিঃশ্বাস ফেলে বিমানবন্দর কর্তৃপক্ষ । জয়পুর বিমানবন্দরের অফিসিয়াল মেইলে এই হুমকি বার্তা আসে ।

আরও পড়ুন:

  1. দিল্লির 100টি স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি মেল, বোমাতঙ্ক রাজধানীতে
  2. নিশানায় বিমানবন্দর-সহ আট হাসপাতাল, রাজধানীতে ফের নাশকতার হুমকি মেইল
  3. দিল্লির স্কুলগুলিতে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ইমেলে বিদেশি যোগ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.