ETV Bharat / bharat

হুমকি চিঠিতে ভিস্তারার উড়ানে বোমাতঙ্ক, মুম্বই বিমানবন্দরে হুলস্থুল - Bomb Threat on Vistara Flight - BOMB THREAT ON VISTARA FLIGHT

Bomb Threat on Flight: প্যারিস থেকে মুম্বই যাওয়ার বিমানে বোমা হামলার হুমকি ৷ ফ্লাইট ইউকে 024-এর একটি এয়ার সিকনেস ব্যাগে বোমা রাখার হুমকি চিঠি পাওয়া যায় ৷ বোমাতঙ্কের খবর ছড়িয়ে পড়তেই নিরাপত্তা বাড়ানো হয় মুম্বই বিমানবন্দরে ৷

BOMB THREAT ON VISTARA FLIGHT
প্যারিস-মুম্বইগামী ভিস্তারা বিমানে আতঙ্ক (ফাইল চি়ত্র)
author img

By PTI

Published : Jun 2, 2024, 5:10 PM IST

মুম্বই, 2 জুন: প্যারিস-মুম্বই ভিস্তারা বিমানে বোমা হামলার হুমকি ৷ সূত্রের খবর, 306 জন যাত্রীকে নিয়ে প্যারিস থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা দেয় ইউকে-024 বিমানটি ৷ নির্ধারিত সময় অনুযায়ী, রবিবার সকাল 10 টা 19 মিনিটে মুম্বই বিমানবন্দরে এসে পৌঁছয় বিমানটি ৷ বোমাতঙ্কের খবর ছড়িয়ে পড়তেই নিরাপত্তা বাড়ানো হয় মুম্বই বিমানবন্দরে ৷

রবিবার এক বিবৃতিতে বিমান সংস্থাটি জানায়, "প্যারিসের চার্লস দে গুয়ালে বিমানবন্দর থেকে মুম্বই যাওয়ার ফ্লাইট ইউকে 024-এর একটি এয়ার সিকনেস ব্যাগে বোমা রাখার হুমকি চিঠি পাওয়া যায় ৷ বিমানে 294 জন যাত্রী এবং 12 জন ক্রু মেম্বার রয়েছে ৷" সংস্থার তরফে সেই খবর পাওয়া মাত্রই সকাল 10টা 08 মিনিটে সম্পূর্ণ জরুরি অবস্থা লাগু করা হয় মুম্বই বিমানবন্দরে ৷ ঘটনাস্থলে পৌঁছয় নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানরা ৷

এরপর সকাল 10 টা 19 মিনিটে পূর্বসূচি মতো মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ইউকে 024 বিমানটি ৷ প্রোটোকল মেনে যাত্রী সুরক্ষায় সমস্ত পদক্ষেপ নেওয়া হয় বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে ৷ তল্লাশি শুরু হয় ৷

সম্প্রতি, দিল্লি থেকে বারাণসীগামী ইন্ডিগো ফ্লাইটে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয় ৷ হুমকি চিঠি পাওয়ার পর বাতিল করে দেওয়া হয় সেই বিমান ৷ বরং, তদন্তের জন্য বিমানটিকে অপেক্ষাকৃত ফাঁকা জায়গায় নিয়ে যাওয়া হয় ৷ শুরু হয় তল্লাশিও ৷ দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়, ইন্ডিগো 6-ই 2211 ফ্লাইটটি যখন ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখন শৌচাগারের একটি কাগজে বোমা রাখার হুমকি লেখা একটি চিরকুট পান পাইলট ৷

এরপরই পাইলট কন্ট্রোল রুমে বিষয়টি জানান। নিরাপত্তার খাতিরে 176 জন যাত্রীকে দ্রুত বিমান থেকে বের করে আনা হয় ৷ সিআইএসএফ-এর এক শীর্ষ আধিকারিক বলেন, "একটি টিস্যু পেপারে 'বোমা' শব্দটি লেখা ছিল ৷ দিল্লি বিমানবন্দরে দিল্লি থেকে বারাণসীগামী ইন্ডিগো ফ্লাইট 6-ই 2211 বিমানের শৌচাগারে সেটি মিলেছিল ৷ যদিও তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি ৷"

মুম্বই, 2 জুন: প্যারিস-মুম্বই ভিস্তারা বিমানে বোমা হামলার হুমকি ৷ সূত্রের খবর, 306 জন যাত্রীকে নিয়ে প্যারিস থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা দেয় ইউকে-024 বিমানটি ৷ নির্ধারিত সময় অনুযায়ী, রবিবার সকাল 10 টা 19 মিনিটে মুম্বই বিমানবন্দরে এসে পৌঁছয় বিমানটি ৷ বোমাতঙ্কের খবর ছড়িয়ে পড়তেই নিরাপত্তা বাড়ানো হয় মুম্বই বিমানবন্দরে ৷

রবিবার এক বিবৃতিতে বিমান সংস্থাটি জানায়, "প্যারিসের চার্লস দে গুয়ালে বিমানবন্দর থেকে মুম্বই যাওয়ার ফ্লাইট ইউকে 024-এর একটি এয়ার সিকনেস ব্যাগে বোমা রাখার হুমকি চিঠি পাওয়া যায় ৷ বিমানে 294 জন যাত্রী এবং 12 জন ক্রু মেম্বার রয়েছে ৷" সংস্থার তরফে সেই খবর পাওয়া মাত্রই সকাল 10টা 08 মিনিটে সম্পূর্ণ জরুরি অবস্থা লাগু করা হয় মুম্বই বিমানবন্দরে ৷ ঘটনাস্থলে পৌঁছয় নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানরা ৷

এরপর সকাল 10 টা 19 মিনিটে পূর্বসূচি মতো মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ইউকে 024 বিমানটি ৷ প্রোটোকল মেনে যাত্রী সুরক্ষায় সমস্ত পদক্ষেপ নেওয়া হয় বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে ৷ তল্লাশি শুরু হয় ৷

সম্প্রতি, দিল্লি থেকে বারাণসীগামী ইন্ডিগো ফ্লাইটে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয় ৷ হুমকি চিঠি পাওয়ার পর বাতিল করে দেওয়া হয় সেই বিমান ৷ বরং, তদন্তের জন্য বিমানটিকে অপেক্ষাকৃত ফাঁকা জায়গায় নিয়ে যাওয়া হয় ৷ শুরু হয় তল্লাশিও ৷ দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়, ইন্ডিগো 6-ই 2211 ফ্লাইটটি যখন ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখন শৌচাগারের একটি কাগজে বোমা রাখার হুমকি লেখা একটি চিরকুট পান পাইলট ৷

এরপরই পাইলট কন্ট্রোল রুমে বিষয়টি জানান। নিরাপত্তার খাতিরে 176 জন যাত্রীকে দ্রুত বিমান থেকে বের করে আনা হয় ৷ সিআইএসএফ-এর এক শীর্ষ আধিকারিক বলেন, "একটি টিস্যু পেপারে 'বোমা' শব্দটি লেখা ছিল ৷ দিল্লি বিমানবন্দরে দিল্লি থেকে বারাণসীগামী ইন্ডিগো ফ্লাইট 6-ই 2211 বিমানের শৌচাগারে সেটি মিলেছিল ৷ যদিও তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.