ETV Bharat / bharat

বিমানের পর এবার ট্রেন ! বোমাতঙ্কের জেরে মাঝপথে থামল সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস

একাধিক বিমান সংস্থার কাছে বোমা হামলার হুমকি এসেছে ৷ এবার ট্রেনেও বোমাতঙ্ক ! এর জেরে উত্তরপ্রদেশে থেমে গেল সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস ৷

Bomb scare on Bihar Delhi Sampark Kranti Express Train in UP Gonda
বোমাতঙ্কের জেরে মাঝপথে থামল সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস (ইটিভি ভারত)
author img

By PTI

Published : 2 hours ago

গোন্ডা (উত্তরপ্রদেশ), 2 নভেম্বর: বিমানের পর এবার ট্রেন । বোমাতঙ্কের জেরে মাঝপথেই থেমে গেল বিহার-দিল্লিগামী সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস ৷ উত্তরপ্রদেশে ট্রেন থামিয়ে দীর্ঘক্ষণ ধরে চলল তল্লাশি । যদিও তল্লাশি চালানোর পরেও ট্রেনে কোনও বোমার হদিস মেলেনি । ফলে তল্লাশির পর ফের গন্তব্যের উদ্দেশে রওনা দেয় ট্রেনটি ।

শুক্রবার সন্ধ্যা সাড়ে 7টা নাগাদ দারভাঙা থেকে নয়াদিল্লিগামী 12565 বিহার সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসে বোমা রাখা রয়েছে বলে হুমকি আসে ৷ তার পরেই তড়িঘড়ি উত্তরপ্রদেশের গোন্ডায় ট্রেনটি থামানো হয় ৷ যাত্রীদের নামিয়ে শুরু হয় তল্লাশি ৷ আচমকা বোমার থাকার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে ৷ যদিও, তল্লাশির পর কোনও বোমার হদিশ না-মেলায় যাত্রীদের নিয়ে ফের গন্তব্যের দিকে রওনা দেয় ট্রেনটি ৷

গোন্ডা রেলওয়ে পুলিশের (জিআরপি) পরিদর্শক নরেন্দ্র পাল সিং সংবাদসংস্থাকে বলেন, ‘‘দিল্লি কন্ট্রোল রুম থেকে ট্রেনে বোমা রয়েছে বলে একটি টিপ আসে ৷ তারপরেই সতর্ক করা হয় জিআরপি এবং আরপিএফ’কে ৷ ট্রেনটিকে সন্ধ্যা 7টা 30 মিনিট নাগাদ গোন্ডা জংশনে থামানো হয় ৷ সেখানেই বম্ব স্কোয়াড এসে ট্রেনটিতে তল্লাশি চালায় ৷ যদিও ব্যাপক তল্লাশি চালানোর পরেও কোনও সন্দেহজনক বস্তু বা বিস্ফোরক পাওয়া যায়নি ৷ ফলে ট্রেনটি ফের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় ৷’’ একই সঙ্গে নরেন্দ্র সিং জানিয়েছেন, যাঁরা বোমা হামলার ভুয়ো হুমকি পাঠিয়েছে, তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে ৷

প্রসঙ্গত, গত কয়েক মাসে একাধিকবার একাধিক বিমান সংস্থার কাছে বোমা হামলার হুমকি এসেছে ৷ সম্প্রতি কলকাতা বিমানবন্দরে একাধিক বিমানে বোমা রয়েছে বলে আতঙ্ক ছড়ায় । জরুরি অবতরণ করে একাধিক বিমান ৷ যদিও শেষ পর্যন্ত দেখা গিয়েছে, প্রত্যেকটি হুমকিই ভুয়ো ৷ তার পরেই কেন্দ্রের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে । কারা এই ভুয়ো খবর ছড়াচ্ছে, তাদের চিহ্নিত করার জন্য তদন্ত শুরু হয়েছে ৷

আরও পড়ুন:

গোন্ডা (উত্তরপ্রদেশ), 2 নভেম্বর: বিমানের পর এবার ট্রেন । বোমাতঙ্কের জেরে মাঝপথেই থেমে গেল বিহার-দিল্লিগামী সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস ৷ উত্তরপ্রদেশে ট্রেন থামিয়ে দীর্ঘক্ষণ ধরে চলল তল্লাশি । যদিও তল্লাশি চালানোর পরেও ট্রেনে কোনও বোমার হদিস মেলেনি । ফলে তল্লাশির পর ফের গন্তব্যের উদ্দেশে রওনা দেয় ট্রেনটি ।

শুক্রবার সন্ধ্যা সাড়ে 7টা নাগাদ দারভাঙা থেকে নয়াদিল্লিগামী 12565 বিহার সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসে বোমা রাখা রয়েছে বলে হুমকি আসে ৷ তার পরেই তড়িঘড়ি উত্তরপ্রদেশের গোন্ডায় ট্রেনটি থামানো হয় ৷ যাত্রীদের নামিয়ে শুরু হয় তল্লাশি ৷ আচমকা বোমার থাকার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে ৷ যদিও, তল্লাশির পর কোনও বোমার হদিশ না-মেলায় যাত্রীদের নিয়ে ফের গন্তব্যের দিকে রওনা দেয় ট্রেনটি ৷

গোন্ডা রেলওয়ে পুলিশের (জিআরপি) পরিদর্শক নরেন্দ্র পাল সিং সংবাদসংস্থাকে বলেন, ‘‘দিল্লি কন্ট্রোল রুম থেকে ট্রেনে বোমা রয়েছে বলে একটি টিপ আসে ৷ তারপরেই সতর্ক করা হয় জিআরপি এবং আরপিএফ’কে ৷ ট্রেনটিকে সন্ধ্যা 7টা 30 মিনিট নাগাদ গোন্ডা জংশনে থামানো হয় ৷ সেখানেই বম্ব স্কোয়াড এসে ট্রেনটিতে তল্লাশি চালায় ৷ যদিও ব্যাপক তল্লাশি চালানোর পরেও কোনও সন্দেহজনক বস্তু বা বিস্ফোরক পাওয়া যায়নি ৷ ফলে ট্রেনটি ফের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় ৷’’ একই সঙ্গে নরেন্দ্র সিং জানিয়েছেন, যাঁরা বোমা হামলার ভুয়ো হুমকি পাঠিয়েছে, তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে ৷

প্রসঙ্গত, গত কয়েক মাসে একাধিকবার একাধিক বিমান সংস্থার কাছে বোমা হামলার হুমকি এসেছে ৷ সম্প্রতি কলকাতা বিমানবন্দরে একাধিক বিমানে বোমা রয়েছে বলে আতঙ্ক ছড়ায় । জরুরি অবতরণ করে একাধিক বিমান ৷ যদিও শেষ পর্যন্ত দেখা গিয়েছে, প্রত্যেকটি হুমকিই ভুয়ো ৷ তার পরেই কেন্দ্রের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে । কারা এই ভুয়ো খবর ছড়াচ্ছে, তাদের চিহ্নিত করার জন্য তদন্ত শুরু হয়েছে ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.