ETV Bharat / bharat

ব্যস্ত ক্যাফেতে হঠাৎ বিস্ফোরণ , আহত 9

Blast at a cafe in Bengaluru: বেঙ্গালুরুর একটি ক্যাফেতে আচমকা বিস্ফোরণে গুরুতর আহত 9 ৷ ঘটনাস্থলে পুলিশ ৷ সামনে এসেছে সিসিটিভি ফুটেজ ৷

Etv Bharat
ভরদুপুরে বিস্ফোরণ ক্যাফেতে
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 1, 2024, 2:55 PM IST

Updated : Mar 1, 2024, 7:11 PM IST

বেঙ্গালুরু, 1 মার্চ: বেঙ্গালুরুতে ব্যস্ত ক্যাফেচে হঠাৎ বিস্ফোরণ । ঘটনায় আহত 9 জন । কুন্ডলাহল্লির কাছে রামেশ্বর ক্যাফেতে এই বিস্ফোরণ হয় ৷ ঘটনাস্থলে পৌঁছয় দমকল আধিকারিক ও পুলিশ ৷ বিস্ফোরণে নয়জন গুরুতর আহত হন ৷ তাঁরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন এসিপি রীনা সুভারনা ও মারাথ হিল পুলিশ ৷ এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় ৷ সামনে এসেছে সিসিটিভি ফুটেজ ৷ বিস্ফোরণের নিয়ে অযথা রাজনীতি না করার কথাও ইতিমধ্যে জানিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।

এক দমকল আধিকারিক বলেন, "আমাদের কাছে ফোন আসে যে রামেশ্বরম ক্যাফেতে সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে ৷ আগুন ছড়িয়ে গিয়েছে ৷ তারপরেই দমকলের ইঞ্জিন এসে পৌঁছয় ঘটনাস্থলে ৷ আগুন নেভানোর কাজ দ্রুততার সঙ্গে শুরু হয় ৷" কিন্তু ক্যাফেতে কীভাবে আচমকা সিলিন্ডার বিস্ফোরণ হল, তা খতিয়ে দেখছে পুলিশ ৷

বেঙ্গালুরুর জনপ্রিয় ক্যাফে রামেশ্বরম ৷ প্রতিদিনই এখানে সকাল থেকে রাত পর্যন্ত ভিড় থাকে ৷ ফলে আচমকা সিলিন্ডার বিস্ফোরণে ক্যাফের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে ৷ জানা গিয়েছে, দুপুর 1.30 থেকে 2টোর মধ্যে বিস্ফোরণ হয়েছে ৷ ঘটনাস্থল পরিদর্শন করবে এনআইএ টিম ৷ পাশাপাশি, ক্যাফের অগ্নিনির্বাপক ব্যবস্থা কেমন, তাও খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে ৷ ইতিমধ্যেই ক্যাফের মালিক-সহ কর্মীদের সঙ্গে কথা বলেছে পুলিশ ৷

উল্লেখ্য, বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে শুধু সাধারণ মানুষের ভিড় দেখা যায় না, অনেক বলি তারকারাও এই ক্যাফেত আসেন ৷ বেশ কিছু সময় আগে অভিনেতা কার্তিক আরিয়ান এই ক্যাফেতে এসেছিলেন ৷ সোশাল মিডিয়ায় সেই ছবিও শেয়ার করেন কার্তিক ৷ মূলত, এখানে দক্ষিণ ভারতীয় নানা সুস্বাদু নিরামিষ খাবার পাওয়া যায় ৷ একাধিক জায়গায় এই ক্যাফের আউটলেট রয়েছে ৷ ইন্দ্রনগর, জেপি নগর, রাজাজাইনগর ও মধুপুরে রামেশ্বরম ক্যাফে রয়েছে ৷

আরও পড়ুন

1. 23 বছর আগে শিশু বদল হাসপাতালে ! সন্তানের মৃত্যুর পর ডিএনএ পরীক্ষা করাচ্ছেন দম্পতি

2. জেনারেল বডি মিটিং ঘিরে রক্তাক্ত জেএনইউ, সংঘর্ষে জড়ালেন বাম-এবিভিপি সদস্যরা

3. 'ভারতের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত আশাবাদী', বললেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস

বেঙ্গালুরু, 1 মার্চ: বেঙ্গালুরুতে ব্যস্ত ক্যাফেচে হঠাৎ বিস্ফোরণ । ঘটনায় আহত 9 জন । কুন্ডলাহল্লির কাছে রামেশ্বর ক্যাফেতে এই বিস্ফোরণ হয় ৷ ঘটনাস্থলে পৌঁছয় দমকল আধিকারিক ও পুলিশ ৷ বিস্ফোরণে নয়জন গুরুতর আহত হন ৷ তাঁরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন এসিপি রীনা সুভারনা ও মারাথ হিল পুলিশ ৷ এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় ৷ সামনে এসেছে সিসিটিভি ফুটেজ ৷ বিস্ফোরণের নিয়ে অযথা রাজনীতি না করার কথাও ইতিমধ্যে জানিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।

এক দমকল আধিকারিক বলেন, "আমাদের কাছে ফোন আসে যে রামেশ্বরম ক্যাফেতে সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে ৷ আগুন ছড়িয়ে গিয়েছে ৷ তারপরেই দমকলের ইঞ্জিন এসে পৌঁছয় ঘটনাস্থলে ৷ আগুন নেভানোর কাজ দ্রুততার সঙ্গে শুরু হয় ৷" কিন্তু ক্যাফেতে কীভাবে আচমকা সিলিন্ডার বিস্ফোরণ হল, তা খতিয়ে দেখছে পুলিশ ৷

বেঙ্গালুরুর জনপ্রিয় ক্যাফে রামেশ্বরম ৷ প্রতিদিনই এখানে সকাল থেকে রাত পর্যন্ত ভিড় থাকে ৷ ফলে আচমকা সিলিন্ডার বিস্ফোরণে ক্যাফের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে ৷ জানা গিয়েছে, দুপুর 1.30 থেকে 2টোর মধ্যে বিস্ফোরণ হয়েছে ৷ ঘটনাস্থল পরিদর্শন করবে এনআইএ টিম ৷ পাশাপাশি, ক্যাফের অগ্নিনির্বাপক ব্যবস্থা কেমন, তাও খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে ৷ ইতিমধ্যেই ক্যাফের মালিক-সহ কর্মীদের সঙ্গে কথা বলেছে পুলিশ ৷

উল্লেখ্য, বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে শুধু সাধারণ মানুষের ভিড় দেখা যায় না, অনেক বলি তারকারাও এই ক্যাফেত আসেন ৷ বেশ কিছু সময় আগে অভিনেতা কার্তিক আরিয়ান এই ক্যাফেতে এসেছিলেন ৷ সোশাল মিডিয়ায় সেই ছবিও শেয়ার করেন কার্তিক ৷ মূলত, এখানে দক্ষিণ ভারতীয় নানা সুস্বাদু নিরামিষ খাবার পাওয়া যায় ৷ একাধিক জায়গায় এই ক্যাফের আউটলেট রয়েছে ৷ ইন্দ্রনগর, জেপি নগর, রাজাজাইনগর ও মধুপুরে রামেশ্বরম ক্যাফে রয়েছে ৷

আরও পড়ুন

1. 23 বছর আগে শিশু বদল হাসপাতালে ! সন্তানের মৃত্যুর পর ডিএনএ পরীক্ষা করাচ্ছেন দম্পতি

2. জেনারেল বডি মিটিং ঘিরে রক্তাক্ত জেএনইউ, সংঘর্ষে জড়ালেন বাম-এবিভিপি সদস্যরা

3. 'ভারতের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত আশাবাদী', বললেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস

Last Updated : Mar 1, 2024, 7:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.