ETV Bharat / bharat

'সম্বিত' ফিরল পাত্রের! উপোস রেখে প্রায়শ্চিত্তের সিদ্ধান্ত পুরীর বিজেপি প্রার্থীর - Sambit Patra Controversial Remarks - SAMBIT PATRA CONTROVERSIAL REMARKS

Sambit Patra to Offer Penance to the Lord Jagannath: বিতর্কিত মন্তব্যের জন্য প্রভু জগন্নাথের কাছে প্রায়শ্চিত্ত করবেন সম্বিত পাত্র ৷ উপোস রেখে জগন্নাথ দেবের কাছে ক্ষমা চেয়ে নেবেন বলে জানালেন পুরীর বিজেপি প্রার্থী ৷ একইসঙ্গে জানালেন মানুষের ভাবাবেগে আঘাত দেওয়া কখনোই তাঁর উদ্দেশ্য ছিল না ৷

Sambit Patra with Narendra Modi
মোদির সঙ্গে প্রচারে সম্বিত (সম্বিত পাত্র-এক্স)
author img

By ANI

Published : May 21, 2024, 8:07 AM IST

পুরী, 21 মে: প্রভু জগন্নাথ দেব-ও নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভক্ত ৷ সংবাদমাধ্যমে পুরীর বিজেপি প্রার্থী সম্বিত পাত্রের এহেন মন্তব্য ঘিরে পঞ্চম দফার দিন উত্তাল রাজ্য-রাজনীতি ৷ নির্বাচনী আবহে বিজেপি নেতার এহেন বেফাঁস মন্তব্যকে হাতিয়ার করার সুযোগ হাতছাড়া করতে নারাজ বিরোধী দলগুলি ৷ রাজনৈতিক তরজার মাঝেই এবার 'স্লিপ অফ টাং' বিতর্কে ক্ষমা চেয়ে নিলেন সম্বিত পাত্র ৷ জানালেন আগামী তিনদিন উপোস রেখে প্রভু জগন্নাথের কাছে ভুলের প্রায়শ্চিত্ত করবেন তিনি ৷

সংবাদসংস্থা এএনআই'কে সোমবার সম্বিত বলেন, "নরেন্দ্র মোদির রোড-শো আজ যখন প্রায় শেষদিকে, তখন বিভিন্ন সংবাদমাধ্যমের সঙ্গে আমি কথা বলছিলাম ৷ সে সময় করা আমার একটি মন্তব্য নিয়ে বিতর্ক দানা বেঁধেছে ৷ কিন্তু বিষয়টা হচ্ছে 15-16টি সংবাদমাধ্যমে আমি একই কথা বলেছি যে, নরেন্দ্র মোদি প্রভু জগন্নাথের একনিষ্ঠ ভক্ত ৷ উনি গুজরাতের মুখ্যমন্ত্রী থাকার সময়ে এবং তার আগে থেকেই আমেদাবাদের জগন্নাথ মন্দিরে নিয়মিত যাতায়াত ছিল তাঁর ৷"

বিজেপি প্রার্থী এরপর বলেন, "এই একই কথা আমি সমস্ত সংবাদমাধ্যমকে বলতে বলতে কোন এক সংবাদমাধ্যমে বিতর্কিত মন্তব্যটি ভুল করে করে ফেলেছি এবং সেটা সম্পূর্ণ অজান্তে ৷ আর আমি যা বলেছি সেটা কখনোই সম্ভব নয় ৷ সচেতনে কোনও মানুষ মনে হয় বলতে পারে না যে, ভগবান মানুষের ভক্ত ৷ আমি বুঝতে পারছি যে আমার মন্তব্য কিছু মানুষের ভাবাবেগে আঘাত করেছে ৷ আমি এই ঘটনায় অনুতপ্ত ৷"

এরপরই ঘটনার প্রায়শ্চিত্ত হিসেবে উপবাস করার সিদ্ধান্তের কথা জানান পুরীর বিজেপি প্রার্থী ৷ তিনি বলেন, "মহাপ্রভু জগন্নাথ সমগ্র ব্রহ্মাণ্ডের দেবতা ৷ আমিও ওড়িশার হাজার হাজার মানুষের মতো তাঁক একনিষ্ঠ ভক্ত ৷"

সম্বিত পাত্রের গতকালের মন্তব্যে স্বাভাবিকভাবেই শুরু হয় ব্যাপক রাজনৈতিক তরজা ৷ পুরীর বিজেপি প্রার্থীর মন্তব্যের বিরোধিতা করে সোশালে পোস্ট করেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকও ৷ তিনি লেখেন, "মহাপ্রভু শ্রী জগন্নাথ ব্রহ্মাণ্ডের দেবতা ৷ তাই মহাপ্রভুকে মানুষের ভক্ত বলা দেবতাকে অসম্মান করা ৷ এমন মন্তব্য জগন্নাথ ভক্ত এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ওড়িশার মানুষের ভাবাবেগে আঘাত করেছে এবং তাঁদের বিশ্বাসকে অসম্মান করেছে ৷" সবমিলিয়ে সম্বিত পাত্রের মন্তব্যের তীব্র নিন্দা করে দেবতাকে রাজনৈতিক ভাষণের ঊর্ধ্বে রাখার জন্য বিজেপি'কে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন:

  1. খাড়গের ডিগবাজি ! 'অধীর কংগ্রেসের লড়াকু সৈনিক', দরাজ সার্টিফিকেট মল্লিকার্জুনের
  2. কংগ্রেস- তৃণমূল ডুবন্ত জাহাজ, একসঙ্গে ডুববে; ঝাড়গ্রামে তোপ মোদির

পুরী, 21 মে: প্রভু জগন্নাথ দেব-ও নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভক্ত ৷ সংবাদমাধ্যমে পুরীর বিজেপি প্রার্থী সম্বিত পাত্রের এহেন মন্তব্য ঘিরে পঞ্চম দফার দিন উত্তাল রাজ্য-রাজনীতি ৷ নির্বাচনী আবহে বিজেপি নেতার এহেন বেফাঁস মন্তব্যকে হাতিয়ার করার সুযোগ হাতছাড়া করতে নারাজ বিরোধী দলগুলি ৷ রাজনৈতিক তরজার মাঝেই এবার 'স্লিপ অফ টাং' বিতর্কে ক্ষমা চেয়ে নিলেন সম্বিত পাত্র ৷ জানালেন আগামী তিনদিন উপোস রেখে প্রভু জগন্নাথের কাছে ভুলের প্রায়শ্চিত্ত করবেন তিনি ৷

সংবাদসংস্থা এএনআই'কে সোমবার সম্বিত বলেন, "নরেন্দ্র মোদির রোড-শো আজ যখন প্রায় শেষদিকে, তখন বিভিন্ন সংবাদমাধ্যমের সঙ্গে আমি কথা বলছিলাম ৷ সে সময় করা আমার একটি মন্তব্য নিয়ে বিতর্ক দানা বেঁধেছে ৷ কিন্তু বিষয়টা হচ্ছে 15-16টি সংবাদমাধ্যমে আমি একই কথা বলেছি যে, নরেন্দ্র মোদি প্রভু জগন্নাথের একনিষ্ঠ ভক্ত ৷ উনি গুজরাতের মুখ্যমন্ত্রী থাকার সময়ে এবং তার আগে থেকেই আমেদাবাদের জগন্নাথ মন্দিরে নিয়মিত যাতায়াত ছিল তাঁর ৷"

বিজেপি প্রার্থী এরপর বলেন, "এই একই কথা আমি সমস্ত সংবাদমাধ্যমকে বলতে বলতে কোন এক সংবাদমাধ্যমে বিতর্কিত মন্তব্যটি ভুল করে করে ফেলেছি এবং সেটা সম্পূর্ণ অজান্তে ৷ আর আমি যা বলেছি সেটা কখনোই সম্ভব নয় ৷ সচেতনে কোনও মানুষ মনে হয় বলতে পারে না যে, ভগবান মানুষের ভক্ত ৷ আমি বুঝতে পারছি যে আমার মন্তব্য কিছু মানুষের ভাবাবেগে আঘাত করেছে ৷ আমি এই ঘটনায় অনুতপ্ত ৷"

এরপরই ঘটনার প্রায়শ্চিত্ত হিসেবে উপবাস করার সিদ্ধান্তের কথা জানান পুরীর বিজেপি প্রার্থী ৷ তিনি বলেন, "মহাপ্রভু জগন্নাথ সমগ্র ব্রহ্মাণ্ডের দেবতা ৷ আমিও ওড়িশার হাজার হাজার মানুষের মতো তাঁক একনিষ্ঠ ভক্ত ৷"

সম্বিত পাত্রের গতকালের মন্তব্যে স্বাভাবিকভাবেই শুরু হয় ব্যাপক রাজনৈতিক তরজা ৷ পুরীর বিজেপি প্রার্থীর মন্তব্যের বিরোধিতা করে সোশালে পোস্ট করেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকও ৷ তিনি লেখেন, "মহাপ্রভু শ্রী জগন্নাথ ব্রহ্মাণ্ডের দেবতা ৷ তাই মহাপ্রভুকে মানুষের ভক্ত বলা দেবতাকে অসম্মান করা ৷ এমন মন্তব্য জগন্নাথ ভক্ত এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ওড়িশার মানুষের ভাবাবেগে আঘাত করেছে এবং তাঁদের বিশ্বাসকে অসম্মান করেছে ৷" সবমিলিয়ে সম্বিত পাত্রের মন্তব্যের তীব্র নিন্দা করে দেবতাকে রাজনৈতিক ভাষণের ঊর্ধ্বে রাখার জন্য বিজেপি'কে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন:

  1. খাড়গের ডিগবাজি ! 'অধীর কংগ্রেসের লড়াকু সৈনিক', দরাজ সার্টিফিকেট মল্লিকার্জুনের
  2. কংগ্রেস- তৃণমূল ডুবন্ত জাহাজ, একসঙ্গে ডুববে; ঝাড়গ্রামে তোপ মোদির
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.