ETV Bharat / bharat

নারীর অসম্মানই কংগ্রেসের আসল মানসিকতা, কঙ্গনা-ইস্যুতে সুপ্রিয়াকে নিশানা বাঁশুরীর - Bansuri Swaraj Slams Congress

Bansuri Swaraj Slams Congress: কঙ্গনা রানাওয়াত বিজেপির প্রার্থী হতেই কংগ্রেসের নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে অবমাননাকর পোস্ট করেন বলে অভিযোগ ৷ সেই কংগ্রেস ও সুপ্রিয়াকে নিশানা করলেন বিজেপি নেত্রী বাঁশুরী স্বরাজ ৷ তাঁর কটাক্ষ, নারীর অসম্মানই কংগ্রেসের আসল মানসিকতা ৷

Bansuri Swaraj
Bansuri Swaraj
author img

By ANI

Published : Mar 26, 2024, 5:54 PM IST

নয়াদিল্লি, 26 মার্চ: কঙ্গনা রানাওয়াতকে অবমাননাকর মন্তব্য়ের ইস্যুতে এবার সরব হলেন বিজেপি নেত্রী বাঁশুরী স্বরাজ ৷ সংবাদসংস্থা এএনআই-কে তিনি জানিয়েছেন যে এই ধরনের মন্তব্য থেকেই কংগ্রেসের ‘আসল মানসিকতা’ বোঝা যায় ৷ তিনি বলেন, ‘‘এই দেশের একজন মহিলাকে নিয়ে এমন আপত্তিকর মন্তব্যের জন্য কংগ্রেস পার্টির ক্ষমা চাওয়া উচিত । এটা কংগ্রেসের আসল মানসিকতা প্রকাশ করে । এটা একটা নারী বিরোধী দল । সোনিয়া গান্ধি নিজেও একজন নারী এবং একজন নারীর মা । শীর্ষ নেতৃত্বকে ক্ষমা চাইতে হবে ।’’

দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী প্রয়াত সুষমা স্বরাজের মেয়ে বাঁশুরী ৷ তাঁকে আবার দিল্লির একটি লোকসভা আসন থেকে প্রার্থী করেছে বিজেপি ৷ প্রার্থী হওয়ার আগে তিনি দিল্লি বিজেপির পদাধিকারীও হন ৷ সেই সময় থেকেই বারবার বিভিন্ন ইস্যুতে তাঁকে কংগ্রেসের সমালোচনা করতে দেখা গিয়েছে ৷ স্বাভাবিকভাবে তিনি এই ইস্যুতেও কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছেন ৷

তাছাড়া অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে হিমাচল প্রদেশের মান্ডি থেকে প্রার্থী করেছে বিজেপি ৷ তার পরই কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতের সোশাল মিডিয়া হ্যান্ডেলে কঙ্গনা রানাওয়াতকে নিয়ে একটি আপত্তিকর পোস্ট করা হয় ৷ পরে অবশ্য পোস্টটি ডিলিট করে দেওয়া হয় ৷ সুপ্রিয়া শ্রীনাতে দাবি করেন যে অন্য কেউ ওই পোস্ট করে থাকতে পারে ৷ যদিও এই নিয়ে বাঁশুরী সুপ্রিয়ার বিরুদ্ধেই তোপ দেগেছেন৷

তিনি বলেন, ‘‘সুপ্রিয়া শ্রীনাতে কংগ্রেস পার্টির সোশাল মিডিয়া বিভাগের চেয়ারপার্সন। তিনি যদি নিজের সোশাল মিডিয়াকে রক্ষা করতে না পারেন, তাহলে কংগ্রেসের সোশাল মিডিয়ার জন্য কে দায়ী এবং কংগ্রেসের সোশাল মিডিয়া কে রক্ষা করবে...৷’’

তবে শ্রীনাতের এই পোস্ট বিতর্ক নিয়ে আগে থেকেই হইচই শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে ৷ বিজেপির মহিলা নেত্রীরা এই নিয়ে সমালোচনায় সরব হয়েছেন ৷ এই নিয়ে পদক্ষেপের দাবি তুলেছে জাতীয় মহিলা কমিশনও ৷ কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা এই নিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন ৷

তাছাড়া সুপ্রিয়াকে পালটা জবাব দিয়েছেন কঙ্গনা রানাওয়াতও ৷ সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "প্রিয় সুপ্রিয়াজি, একজন শিল্পী হিসেবে আমার কেরিয়ারের গত 20 বছরে আমি সব ধরনের নারীর চরিত্রে অভিনয় করেছি । কুইন-এর একজন সহজসরল মেয়ে থেকে শুরু করে ধাকাড়ের একজন প্রলোভনশীল গুপ্তচর, মণিকর্ণিকার একজন দেবী থেকে চন্দ্রমুখীতে একজন রাক্ষসী, থালাইভিতে একজন বিপ্লবী থেকে রাজ্জোর গণিকা ৷"

আরও পড়ুন:

  1. কঙ্গনার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য, কড়া ব্যবস্থার দাবি তুলল জাতীয় মহিলা কমিশন
  2. প্রার্থী হয়েই জন্মভিটেয় কঙ্গনা, স্থানীয়দের সঙ্গে মাতলেন হোলিতে

নয়াদিল্লি, 26 মার্চ: কঙ্গনা রানাওয়াতকে অবমাননাকর মন্তব্য়ের ইস্যুতে এবার সরব হলেন বিজেপি নেত্রী বাঁশুরী স্বরাজ ৷ সংবাদসংস্থা এএনআই-কে তিনি জানিয়েছেন যে এই ধরনের মন্তব্য থেকেই কংগ্রেসের ‘আসল মানসিকতা’ বোঝা যায় ৷ তিনি বলেন, ‘‘এই দেশের একজন মহিলাকে নিয়ে এমন আপত্তিকর মন্তব্যের জন্য কংগ্রেস পার্টির ক্ষমা চাওয়া উচিত । এটা কংগ্রেসের আসল মানসিকতা প্রকাশ করে । এটা একটা নারী বিরোধী দল । সোনিয়া গান্ধি নিজেও একজন নারী এবং একজন নারীর মা । শীর্ষ নেতৃত্বকে ক্ষমা চাইতে হবে ।’’

দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী প্রয়াত সুষমা স্বরাজের মেয়ে বাঁশুরী ৷ তাঁকে আবার দিল্লির একটি লোকসভা আসন থেকে প্রার্থী করেছে বিজেপি ৷ প্রার্থী হওয়ার আগে তিনি দিল্লি বিজেপির পদাধিকারীও হন ৷ সেই সময় থেকেই বারবার বিভিন্ন ইস্যুতে তাঁকে কংগ্রেসের সমালোচনা করতে দেখা গিয়েছে ৷ স্বাভাবিকভাবে তিনি এই ইস্যুতেও কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছেন ৷

তাছাড়া অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে হিমাচল প্রদেশের মান্ডি থেকে প্রার্থী করেছে বিজেপি ৷ তার পরই কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতের সোশাল মিডিয়া হ্যান্ডেলে কঙ্গনা রানাওয়াতকে নিয়ে একটি আপত্তিকর পোস্ট করা হয় ৷ পরে অবশ্য পোস্টটি ডিলিট করে দেওয়া হয় ৷ সুপ্রিয়া শ্রীনাতে দাবি করেন যে অন্য কেউ ওই পোস্ট করে থাকতে পারে ৷ যদিও এই নিয়ে বাঁশুরী সুপ্রিয়ার বিরুদ্ধেই তোপ দেগেছেন৷

তিনি বলেন, ‘‘সুপ্রিয়া শ্রীনাতে কংগ্রেস পার্টির সোশাল মিডিয়া বিভাগের চেয়ারপার্সন। তিনি যদি নিজের সোশাল মিডিয়াকে রক্ষা করতে না পারেন, তাহলে কংগ্রেসের সোশাল মিডিয়ার জন্য কে দায়ী এবং কংগ্রেসের সোশাল মিডিয়া কে রক্ষা করবে...৷’’

তবে শ্রীনাতের এই পোস্ট বিতর্ক নিয়ে আগে থেকেই হইচই শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে ৷ বিজেপির মহিলা নেত্রীরা এই নিয়ে সমালোচনায় সরব হয়েছেন ৷ এই নিয়ে পদক্ষেপের দাবি তুলেছে জাতীয় মহিলা কমিশনও ৷ কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা এই নিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন ৷

তাছাড়া সুপ্রিয়াকে পালটা জবাব দিয়েছেন কঙ্গনা রানাওয়াতও ৷ সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "প্রিয় সুপ্রিয়াজি, একজন শিল্পী হিসেবে আমার কেরিয়ারের গত 20 বছরে আমি সব ধরনের নারীর চরিত্রে অভিনয় করেছি । কুইন-এর একজন সহজসরল মেয়ে থেকে শুরু করে ধাকাড়ের একজন প্রলোভনশীল গুপ্তচর, মণিকর্ণিকার একজন দেবী থেকে চন্দ্রমুখীতে একজন রাক্ষসী, থালাইভিতে একজন বিপ্লবী থেকে রাজ্জোর গণিকা ৷"

আরও পড়ুন:

  1. কঙ্গনার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য, কড়া ব্যবস্থার দাবি তুলল জাতীয় মহিলা কমিশন
  2. প্রার্থী হয়েই জন্মভিটেয় কঙ্গনা, স্থানীয়দের সঙ্গে মাতলেন হোলিতে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.