ETV Bharat / bharat

ভিনেশের বিরুদ্ধে প্রার্থী বিজেপির ক্যাপটেন যোগেশ, প্রকাশ্যে দ্বিতীয় তালিকা - Haryana Assembly Polls 2024 - HARYANA ASSEMBLY POLLS 2024

Haryana Assembly Polls: হরিয়ানায় 90টি বিধানসভা আসনে নির্বাচনের দিন এগিয়ে আসছে ৷ মঙ্গলবার বিজেপি তাদের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল ৷ সদ্য কংগ্রেসে যোগ দেওয়া কুস্তিগির ভিনেশ ফোগটের বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন ক্যাপ্টেন যোগেশ বৈরাগী ৷

Haryana Assembly Polls
হরিয়ানা বিধানসভা নির্বাচন (প্রতীকী ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 10, 2024, 10:17 PM IST

চণ্ডীগড়, 10 সেপ্টেম্বর: হরিয়ানা বিধানসভা নির্বাচনের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি ৷ এই তালিকায় 21 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে গেরুয়া শিবির ৷ দ্বিতীয় প্রার্থী তালিকা অনুযায়ী জুলানা বিধানসভা আসন থেকে কুস্তিগীর তথা কংগ্রেস প্রার্থী ভিনেশ ফোগটের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজেপি প্রার্থী ক্যাপটেন যোগেশ বৈরাগী ৷ বিজেপি প্রার্থী কমলজিৎ সিং ইতিমধ্যে ঘোষণা করেছেন, তিনি পেহোওয়া থেকে লড়বেন না ৷ তাঁর জায়গায় জয় ভগবান শর্মাকে টিকিট দিয়েছে বিজেপি ৷ প্রতিমন্ত্রী সঞ্জয় সিং প্রতিদ্বন্দ্বিতা করবেন নুহ বিধানসভা থেকে ৷

এদিকে প্রাক্তন মন্ত্রী কৃষ্ণা বেদীকে নারওয়ানা বিধানসভা কেন্দ্রের বদলে শাহাবাদ থেকে প্রার্থী করেছে বিজেপি ৷ এছাড়া পতৌদি বিধানসভার বর্তমান বিধায়ক সত্য প্রকাশ জারাওয়াতাকে টিকিট দেওয়া হয়নি ৷ তাঁর বদলে বিমলা চৌধরীকে পতৌদির প্রার্থী করা হয়েছে ৷ প্রাক্তন বিধায়ক পবন সাইনিকে নারায়ণগড় আসন থেকে দাঁড় করিয়েছে গেরুয়া শিবির ৷ বর্তমান মুখ্যমন্ত্রী নবাব সিং সাইনি প্রার্থী হয়েছেন লাড়ওয়া বিধানসভা থেকে ৷

মন্ত্রী বানওয়ারি লালকে টিকিট দেয়নি বিজেপি ৷ তিনি বাওয়াল বিধানসভার বিধায়ক ৷ তাঁর বদলে ডাঃ কৃষ্ণ কুমারকে প্রার্থী করা হয়েছে ৷ তিনি মঙ্গলবার সকালেই হরিয়ানার স্বাস্থ্য দফতরের ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিয়েছেন ৷ তারপরই জানা যায় যে, বিজেপি তাঁকে প্রার্থী করেছে ৷ আরেক মন্ত্রী সীমা ত্রিখাকেও বাদখাল থেকে টিকিট দেয়নি বিজেপি ৷ ধনেশ আদালখাকে প্রার্থী করা হয়েছে ৷

আগামী 5 অক্টোবর এক দফাতেই হরিয়ানার 90টি বিধানসভা আসনে নির্বাচন ৷ প্রথম ও দ্বিতীয় মিলিয়ে বিজেপি এখনও পর্যন্ত 87টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দিল বিজেপি ৷ আরও তিনটি আসনে প্রার্থী ঘোষণা বাকি রয়েছে ৷ 12 সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৷ এদিনের প্রার্থী তালিকায় 2 জন মহিলার নাম রয়েছে ৷ বিজেপি 87টি আসনে 10 জন মহিলা প্রার্থীকে নির্বাচনে লড়ার টিকিট দিয়েছে ৷ এছাড়া নতুন 40 জনকে প্রার্থী হওয়ার সুযোগ দিয়েছে ৷

চণ্ডীগড়, 10 সেপ্টেম্বর: হরিয়ানা বিধানসভা নির্বাচনের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি ৷ এই তালিকায় 21 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে গেরুয়া শিবির ৷ দ্বিতীয় প্রার্থী তালিকা অনুযায়ী জুলানা বিধানসভা আসন থেকে কুস্তিগীর তথা কংগ্রেস প্রার্থী ভিনেশ ফোগটের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজেপি প্রার্থী ক্যাপটেন যোগেশ বৈরাগী ৷ বিজেপি প্রার্থী কমলজিৎ সিং ইতিমধ্যে ঘোষণা করেছেন, তিনি পেহোওয়া থেকে লড়বেন না ৷ তাঁর জায়গায় জয় ভগবান শর্মাকে টিকিট দিয়েছে বিজেপি ৷ প্রতিমন্ত্রী সঞ্জয় সিং প্রতিদ্বন্দ্বিতা করবেন নুহ বিধানসভা থেকে ৷

এদিকে প্রাক্তন মন্ত্রী কৃষ্ণা বেদীকে নারওয়ানা বিধানসভা কেন্দ্রের বদলে শাহাবাদ থেকে প্রার্থী করেছে বিজেপি ৷ এছাড়া পতৌদি বিধানসভার বর্তমান বিধায়ক সত্য প্রকাশ জারাওয়াতাকে টিকিট দেওয়া হয়নি ৷ তাঁর বদলে বিমলা চৌধরীকে পতৌদির প্রার্থী করা হয়েছে ৷ প্রাক্তন বিধায়ক পবন সাইনিকে নারায়ণগড় আসন থেকে দাঁড় করিয়েছে গেরুয়া শিবির ৷ বর্তমান মুখ্যমন্ত্রী নবাব সিং সাইনি প্রার্থী হয়েছেন লাড়ওয়া বিধানসভা থেকে ৷

মন্ত্রী বানওয়ারি লালকে টিকিট দেয়নি বিজেপি ৷ তিনি বাওয়াল বিধানসভার বিধায়ক ৷ তাঁর বদলে ডাঃ কৃষ্ণ কুমারকে প্রার্থী করা হয়েছে ৷ তিনি মঙ্গলবার সকালেই হরিয়ানার স্বাস্থ্য দফতরের ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিয়েছেন ৷ তারপরই জানা যায় যে, বিজেপি তাঁকে প্রার্থী করেছে ৷ আরেক মন্ত্রী সীমা ত্রিখাকেও বাদখাল থেকে টিকিট দেয়নি বিজেপি ৷ ধনেশ আদালখাকে প্রার্থী করা হয়েছে ৷

আগামী 5 অক্টোবর এক দফাতেই হরিয়ানার 90টি বিধানসভা আসনে নির্বাচন ৷ প্রথম ও দ্বিতীয় মিলিয়ে বিজেপি এখনও পর্যন্ত 87টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দিল বিজেপি ৷ আরও তিনটি আসনে প্রার্থী ঘোষণা বাকি রয়েছে ৷ 12 সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৷ এদিনের প্রার্থী তালিকায় 2 জন মহিলার নাম রয়েছে ৷ বিজেপি 87টি আসনে 10 জন মহিলা প্রার্থীকে নির্বাচনে লড়ার টিকিট দিয়েছে ৷ এছাড়া নতুন 40 জনকে প্রার্থী হওয়ার সুযোগ দিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.