ETV Bharat / bharat

বিজেপিতে যোগ দিয়েই কুরুক্ষেত্রে প্রার্থী নবীন জিন্দাল, পঞ্চম তালিকায় ঠাঁই হল না বরুণ গান্ধীর - lok sabha elections - LOK SABHA ELECTIONS

Naveen Jindal Quits Congress: লোকসভা নির্বাচনের পঞ্চম প্রার্থী তালিকায় একাধিক চমক বিজেপির। বড়পর্দার 'কুইন' থেকে ছোটপর্দার 'রাম'কে প্রার্থী করা হল।

Etv Bharat
Etv Bharat
author img

By PTI

Published : Mar 24, 2024, 9:56 PM IST

Updated : Mar 24, 2024, 10:57 PM IST

নয়াদিল্লি, 24 মার্চ: লোকসভা নির্বাচনের পঞ্চম প্রার্থী তালিকাতেও একাধিক চমক দিল বিজেপি। দলে সদ্য যোগ দেওয়া নবীন জিন্দালকে প্রার্থী করা হল হরিয়ানার কুরক্ষেত্র আসন থেকে। মোট 111টি কেন্দ্রে প্রার্থী দিল গেরুয়া শিবির। দুই কেন্দ্রীয় মন্ত্রী ভিকে সিং এবং অশ্বিনীকুমার চৌবেকেও টিকিট দেওয়া হয়েছে। এই তালিকায় আরও বেশ কয়েকটি চমক দিয়েছে বিজেপি। শিবু সোরেনের পুত্রবধূ সীতা সোরেনকে ঝাড়খণ্ডের দুমকা থেকে প্রার্থী করা হয়েছে। পাশাপাশি সঞ্জয় গান্ধী আর মানেকা গান্ধীর ছেলে বরুণ গান্ধীকে পিলভিট থেকে প্রার্থী করা হল না। তবে নিজের আসন সুলতানপুর থেকেই লড়ছেন মানেকা গান্ধী।

এর পাশাপাশি বেগুসরাই থেকে লড়ছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। পটনাসাহিব থেকে লড়ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবীশঙ্কর প্রসাদ। স্বরাষ্ট্রমন্ত্রকের ডেপুটি নিত্যানন্দ রাই লড়ছেন বিহারের উজিয়াপুর কেন্দ্র থেকে। 2019 সালের পর আরও একবার পুরী থেকে প্রার্থী হয়েছেন সম্বিত পাত্র। সম্বলপুর থেকে লড়ছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বালাসোর থেকে লড়ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ সারেঙ্গি। তাঁর মেয়ে অপরাজিতা সারেঙ্গিকেও ভুবনেশ্বর থেকে প্রার্থী করেছে বিজেপি। একইসঙ্গে বিজেপির প্রবীণ নেতা রাজীব প্রতাপ রুডিও সরন কেন্দ্র থেকে। উত্তরপ্রদেশের বারাবাঙ্কি থেকে রাজরানি রাওয়াতকে টিকিট দেওয়া হয়েছে। ওয়ানড কেন্দ্রে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির বিরুদ্ধে কে সুরেন্দ্রনের উপর আস্থা রেখেছে বিজেপি।

কংগ্রেসের রাজনীতিতে নবীন জিন্দাল একটি বড় নাম। 10 বছর এই কুরুক্ষেত্র আসন থেকেই সাংসদ ছিলেন তিনি। রবিবার দল পরিবর্তনের আগে এক্স হ্যান্ডেলে তিনি বলেন, "10 বছর কংগ্রেসের সাংসদ ছিলাম। সেখান থেকে প্রাক্তন দলকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংকেও।" তবে কংগ্রেসের এই দলত্যাগ নিয়ে ভাবিত নয়। দলের তরফে দাবি কংগ্রেসের প্রতি নবীনের কোনও অবদান নেই। তাদের কাছে বিষয়টি হাসির খোরাক ছাড়া আর কিছুই নয়।

আরও পড়ুন:

  1. কলকাতা উত্তরে তাপস, ব্যারাকপুরে অর্জুন; বাংলার 19 আসনে প্রার্থী বিজেপি
  2. আদর্শ আচরণবিধি চালু হওয়ার পরও সিবিআই তদন্ত, কমিশনে মহুয়া

নয়াদিল্লি, 24 মার্চ: লোকসভা নির্বাচনের পঞ্চম প্রার্থী তালিকাতেও একাধিক চমক দিল বিজেপি। দলে সদ্য যোগ দেওয়া নবীন জিন্দালকে প্রার্থী করা হল হরিয়ানার কুরক্ষেত্র আসন থেকে। মোট 111টি কেন্দ্রে প্রার্থী দিল গেরুয়া শিবির। দুই কেন্দ্রীয় মন্ত্রী ভিকে সিং এবং অশ্বিনীকুমার চৌবেকেও টিকিট দেওয়া হয়েছে। এই তালিকায় আরও বেশ কয়েকটি চমক দিয়েছে বিজেপি। শিবু সোরেনের পুত্রবধূ সীতা সোরেনকে ঝাড়খণ্ডের দুমকা থেকে প্রার্থী করা হয়েছে। পাশাপাশি সঞ্জয় গান্ধী আর মানেকা গান্ধীর ছেলে বরুণ গান্ধীকে পিলভিট থেকে প্রার্থী করা হল না। তবে নিজের আসন সুলতানপুর থেকেই লড়ছেন মানেকা গান্ধী।

এর পাশাপাশি বেগুসরাই থেকে লড়ছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। পটনাসাহিব থেকে লড়ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবীশঙ্কর প্রসাদ। স্বরাষ্ট্রমন্ত্রকের ডেপুটি নিত্যানন্দ রাই লড়ছেন বিহারের উজিয়াপুর কেন্দ্র থেকে। 2019 সালের পর আরও একবার পুরী থেকে প্রার্থী হয়েছেন সম্বিত পাত্র। সম্বলপুর থেকে লড়ছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বালাসোর থেকে লড়ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ সারেঙ্গি। তাঁর মেয়ে অপরাজিতা সারেঙ্গিকেও ভুবনেশ্বর থেকে প্রার্থী করেছে বিজেপি। একইসঙ্গে বিজেপির প্রবীণ নেতা রাজীব প্রতাপ রুডিও সরন কেন্দ্র থেকে। উত্তরপ্রদেশের বারাবাঙ্কি থেকে রাজরানি রাওয়াতকে টিকিট দেওয়া হয়েছে। ওয়ানড কেন্দ্রে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির বিরুদ্ধে কে সুরেন্দ্রনের উপর আস্থা রেখেছে বিজেপি।

কংগ্রেসের রাজনীতিতে নবীন জিন্দাল একটি বড় নাম। 10 বছর এই কুরুক্ষেত্র আসন থেকেই সাংসদ ছিলেন তিনি। রবিবার দল পরিবর্তনের আগে এক্স হ্যান্ডেলে তিনি বলেন, "10 বছর কংগ্রেসের সাংসদ ছিলাম। সেখান থেকে প্রাক্তন দলকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংকেও।" তবে কংগ্রেসের এই দলত্যাগ নিয়ে ভাবিত নয়। দলের তরফে দাবি কংগ্রেসের প্রতি নবীনের কোনও অবদান নেই। তাদের কাছে বিষয়টি হাসির খোরাক ছাড়া আর কিছুই নয়।

আরও পড়ুন:

  1. কলকাতা উত্তরে তাপস, ব্যারাকপুরে অর্জুন; বাংলার 19 আসনে প্রার্থী বিজেপি
  2. আদর্শ আচরণবিধি চালু হওয়ার পরও সিবিআই তদন্ত, কমিশনে মহুয়া
Last Updated : Mar 24, 2024, 10:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.