বারাবাঁকি, 4 মার্চ: ফের প্রার্থী পদ থেকে সরে দাঁড়ালেন আরও এক বিজেপি নেতা ৷ ভিডিয়ো কেলেঙ্কারির পর বারাবাঁকি থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন সাংসদ উপেন্দ্র রাওয়াত। নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত কোনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছেন সাংসদ। এছাড়াও, ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে এই বিষয়টি তদন্ত করার জন্য অনুরোধও করা হয়েছে তাঁর তরফে। তবে বিজেপি প্রার্থী দাবি করেছেন, এআই দিয়ে ভিডিওটি তৈরি করা হয়েছে ৷
জানা গিয়েছে, শনিবার লোকসভা নির্বাচনের জন্য বারাবাঁকি থেকে বিজেপি প্রার্থী উপেন্দ্র সিং রাওয়াতের নাম চূড়ান্ত করা হয়েছিল। এর ঠিক একদিন পর রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এক বিদেশি মহিলার অশ্লীল ভিডিয়ো। ভিডিয়োটির মাধ্যমে দাবি করা হচ্ছে, এই আপত্তিকর ভিডিয়োটি সাংসদ উপেন্দ্র সিং রাওয়াতের। সাংসদের একান্ত সচিব এই ভিডিয়োটিকে এডিট করা হয়েছে বলে দাবি করেছেন ৷ একই সঙ্গে, তিনি অভিযোগ করেছেন, এটি উপেন্দ্র রাওয়াতের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য একরকম ষড়যন্ত্র। উপেন্দ্র রাওয়াতের ব্যক্তিগত সচিব দীনেশ চন্দ্র রাওয়াতও সিটি থানায় একটি পৃথক মামলা রুজু করেছেন। পুরো বিষয়টি তদন্ত করছে পুলিশ।
শনিবার দলের প্রকাশিত তালিকায় উপেন্দ্র রাওয়াতের নাম দেখা গেলে তাঁর সমর্থকদের মধ্যে প্রবল উৎসাহ দেখা দিয়েছিল ৷ রবিবার অবশ্য তা ভেস্তে যায়। ভিডিয়োটি সোশাল মিডিয়ায় ভাইরাল হলে গোটা জেলায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সাংসদের ব্যক্তিগত সচিব দীনেশ চন্দ্র রাওয়াত জানান, সাংসদের বিরুদ্ধে কিছু আপত্তিকর ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল করা হচ্ছে ৷ যেটি আদতে একটি এডিট করা ভিডিয়ো। দিনেশ চন্দ্র অভিযোগ দায়ের করেছেন, যারা ভিডিয়োটি প্রচার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। পুলিশ একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। এদিকে লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে অবশ্য রাজি হননি সাংসদ ৷ এর আগে আসানসোলের প্রজেপি প্রার্থী পবন সিংও ভোটে না লড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ৷
আরও পড়ুন
অসমের একাধিক সাংসদের নাম বাদ পড়ল তালিকা থেকে, নাম বিভ্রাটের জেরে বিতর্কে বিজেপি
'অপারেশন ক্লিন আপ'! বিজেপির প্রার্থী তালিকায় ঠাঁই হল না 'বিতর্কিত' প্রজ্ঞা-মীনাক্ষীর