ETV Bharat / bharat

শিবসেনা নেতাকে নিশানা করে গুলি থানার মধ্যেই ! গ্রেফতার বিজেপি বিধায়ক-সহ 3 - Shiv Sena leader

BJP MLA held for shooting in Police Station: থানার মধ্যেই বচসার জেরে গুলি চালানোর অভিযোগ উঠল বিজেপি বিধায়কের বিরুদ্ধে ৷ গুলিতে জখম হয়েছেন এক শিবসেনা নেতা ৷

ETV Bharat
বিজেপি নেতার গুলিতে শিবসেনা নেতা খুনের অভিযোগ
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 3, 2024, 10:43 AM IST

Updated : Feb 3, 2024, 11:25 AM IST

থানে, 3 ফেব্রুয়ারি: থানার মধ্যে পুলিশের সামনেই গুলি চালালেন গেরুয়া শিবিরের বিধায়ক ! এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের থানে জেলায় ৷ শিন্ডে শিবিরের শিবসেনা নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে গ্রেফতার হলেন বিজেপি বিধায়ক এবং আরও 2 জন ৷ বিধায়কের দাবি, থানায় তাঁর ছেলেকে পুলিশ মারধর করছিল ৷ তাই তিনি এ কাজ করেছেন ৷

শনিবার, সরকারি সূত্রে জানা গিয়েছে, একটি জমি নিয়ে দুই নেতার মধ্যে বিবাদ চলছিল ৷ তার জেরে একনাথ শিন্ডে গোষ্ঠীর শিবসেনা নেতা মহেশ গাইকোয়াড়কে আচমকা গুলি করার অভিযোগ উঠেছে বিজেপি বিধায়ক গণপত গাইকোয়াড়ের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উল্লাসনগর এলাকার একটি থানায় ৷ এই ঘটনায় এসিপি নীলেশ সোনাওয়ানের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়েছে ৷

অতিরিক্ত পুলিশ কমিশনার দত্তাত্রেয়া শিন্ডে সাংবাদিকদের বলেন, "কল্যাণের বিজেপি বিধায়ক গণপত গাইকোয়াড় খোলাখুলি মহেশ গাইকোয়াড়কে নিশানা করে গুলি চালান ৷ মহেশ গাইকোয়াড় কল্যাণেরই শিবসেনা প্রধান ৷ শুক্রবার রাতে উল্লাসনগর এলাকার হিল লাইন থানায় সিনিয়র ইনস্পেক্টরের ঘরের মধ্যে গুলি চালান গণপত গাইকোয়াড় ৷" এই ঘটনা প্রসঙ্গে ডিসিপি সুধাকর পাথারে বলেন, "উল্লাসনগরে গুলি চালানোর ঘটনায় বিজেপি বিধায়ক গণপত গাইকোয়াড় সমেত 3 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ ছ'রাউন্ড গুলি চালানো হয় ৷" তিনি আরও জানান, এই ঘটনায় ছ'জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ৷ অভিযুক্তদের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে ৷ বাকি 3 জনের খোঁজ চলছে ৷ শনিবার সকালে অভিযুক্ত বিজেপি বিধায়ক গণপত গাইকোয়াড়কে আদালতে পেশ করার জন্য নিয়ে যাওয়া হয় ৷

এদিকে গ্রেফতার হওয়ার আগে গণপত সাংবাদিকদের বলেন, "তাঁর ছেলেকে থানার মধ্যেই মারধর করা হচ্ছিল ৷ তাই আমি আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে বাধ্য হয়েছি ৷" মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বিরুদ্ধে তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রকে অপরাধের সাম্রাজ্য করে গড়ে তুলছেন ৷ গুলিতে জখম শিন্ডে গোষ্ঠীর শিবসেনা নেতা মহেশ গাইকোয়াড়কে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ কল্যাণে শিবসেনার দায়িত্বপ্রাপ্ত প্রধান গোপাল লাংডগে বলেন, "তাঁর শরীরে অস্ত্রোপচার হয়েছে এবং তা সফলভাবেই হয়েছে ৷"

কীভাবে থানার মধ্যেই গুলি চলল ? এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ কমিশনার দত্তাত্রেয়া শিন্ডে বলেন, "প্রথমে গণপত গাইকোয়াড়ের ছেলে থানা এসেছিলেন ৷ তিনি জমিবিবাদ সংক্রান্ত মামলা নিয়ে অভিযোগ দায়ের করতে আসেন ৷ এই মামলায় মহেশ গাইকোয়াড় জড়িত ৷ এরপর গণপত গাইকোয়াড়ও থানায় আসেন ৷ দু'পক্ষের মধ্যে বচসা বাধে ৷ এরপরেই পুলিশ আধিকারিকের ঘরের মধ্যেই গুলি চালান গণপত ৷"

এদিকে গণপত গাইকোয়াড় গুলি চালনার কথা স্বীকার করে বলেন, "হ্যাঁ, আমি তাঁকে (মহেশ গাইকোয়াড়) গুলি করেছি ৷ আমার কোনও অনুশোচনা নেই ৷ যদি আমার ছেলেকে থানার মধ্যে পুলিশের সামনে মারধর করা হয়, কী করব ?" তিনি 5 রাউন্ড গুলি চালানোর দাবি করেছেন ৷ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বিরুদ্ধে তাঁর অভিযোগ, "যদি একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রী থাকেন, তাহলে মহারাষ্ট্রে শুধুমাত্র অপরাধীরাই জন্ম নেবে ৷ তিনি আমার মতো ভালো মানুষকে অপরাধী করে তুললেন ৷"

আরও পড়ুন:

  1. কলকাতার এমএলএ হোস্টেলে বিধায়কের নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যু, উদ্ধার দেহ
  2. সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে ফের আত্মঘাতী কলকাতা পুলিশের কনস্টেবল
  3. ত্রিকোণ প্রেমের জের ! স্কুলের লাইব্রেরিতে দুই সহকর্মীকে গুলি করে আত্মহত্যার চেষ্টা শিক্ষকের

থানে, 3 ফেব্রুয়ারি: থানার মধ্যে পুলিশের সামনেই গুলি চালালেন গেরুয়া শিবিরের বিধায়ক ! এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের থানে জেলায় ৷ শিন্ডে শিবিরের শিবসেনা নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে গ্রেফতার হলেন বিজেপি বিধায়ক এবং আরও 2 জন ৷ বিধায়কের দাবি, থানায় তাঁর ছেলেকে পুলিশ মারধর করছিল ৷ তাই তিনি এ কাজ করেছেন ৷

শনিবার, সরকারি সূত্রে জানা গিয়েছে, একটি জমি নিয়ে দুই নেতার মধ্যে বিবাদ চলছিল ৷ তার জেরে একনাথ শিন্ডে গোষ্ঠীর শিবসেনা নেতা মহেশ গাইকোয়াড়কে আচমকা গুলি করার অভিযোগ উঠেছে বিজেপি বিধায়ক গণপত গাইকোয়াড়ের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উল্লাসনগর এলাকার একটি থানায় ৷ এই ঘটনায় এসিপি নীলেশ সোনাওয়ানের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়েছে ৷

অতিরিক্ত পুলিশ কমিশনার দত্তাত্রেয়া শিন্ডে সাংবাদিকদের বলেন, "কল্যাণের বিজেপি বিধায়ক গণপত গাইকোয়াড় খোলাখুলি মহেশ গাইকোয়াড়কে নিশানা করে গুলি চালান ৷ মহেশ গাইকোয়াড় কল্যাণেরই শিবসেনা প্রধান ৷ শুক্রবার রাতে উল্লাসনগর এলাকার হিল লাইন থানায় সিনিয়র ইনস্পেক্টরের ঘরের মধ্যে গুলি চালান গণপত গাইকোয়াড় ৷" এই ঘটনা প্রসঙ্গে ডিসিপি সুধাকর পাথারে বলেন, "উল্লাসনগরে গুলি চালানোর ঘটনায় বিজেপি বিধায়ক গণপত গাইকোয়াড় সমেত 3 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ ছ'রাউন্ড গুলি চালানো হয় ৷" তিনি আরও জানান, এই ঘটনায় ছ'জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ৷ অভিযুক্তদের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে ৷ বাকি 3 জনের খোঁজ চলছে ৷ শনিবার সকালে অভিযুক্ত বিজেপি বিধায়ক গণপত গাইকোয়াড়কে আদালতে পেশ করার জন্য নিয়ে যাওয়া হয় ৷

এদিকে গ্রেফতার হওয়ার আগে গণপত সাংবাদিকদের বলেন, "তাঁর ছেলেকে থানার মধ্যেই মারধর করা হচ্ছিল ৷ তাই আমি আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে বাধ্য হয়েছি ৷" মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বিরুদ্ধে তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রকে অপরাধের সাম্রাজ্য করে গড়ে তুলছেন ৷ গুলিতে জখম শিন্ডে গোষ্ঠীর শিবসেনা নেতা মহেশ গাইকোয়াড়কে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ কল্যাণে শিবসেনার দায়িত্বপ্রাপ্ত প্রধান গোপাল লাংডগে বলেন, "তাঁর শরীরে অস্ত্রোপচার হয়েছে এবং তা সফলভাবেই হয়েছে ৷"

কীভাবে থানার মধ্যেই গুলি চলল ? এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ কমিশনার দত্তাত্রেয়া শিন্ডে বলেন, "প্রথমে গণপত গাইকোয়াড়ের ছেলে থানা এসেছিলেন ৷ তিনি জমিবিবাদ সংক্রান্ত মামলা নিয়ে অভিযোগ দায়ের করতে আসেন ৷ এই মামলায় মহেশ গাইকোয়াড় জড়িত ৷ এরপর গণপত গাইকোয়াড়ও থানায় আসেন ৷ দু'পক্ষের মধ্যে বচসা বাধে ৷ এরপরেই পুলিশ আধিকারিকের ঘরের মধ্যেই গুলি চালান গণপত ৷"

এদিকে গণপত গাইকোয়াড় গুলি চালনার কথা স্বীকার করে বলেন, "হ্যাঁ, আমি তাঁকে (মহেশ গাইকোয়াড়) গুলি করেছি ৷ আমার কোনও অনুশোচনা নেই ৷ যদি আমার ছেলেকে থানার মধ্যে পুলিশের সামনে মারধর করা হয়, কী করব ?" তিনি 5 রাউন্ড গুলি চালানোর দাবি করেছেন ৷ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বিরুদ্ধে তাঁর অভিযোগ, "যদি একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রী থাকেন, তাহলে মহারাষ্ট্রে শুধুমাত্র অপরাধীরাই জন্ম নেবে ৷ তিনি আমার মতো ভালো মানুষকে অপরাধী করে তুললেন ৷"

আরও পড়ুন:

  1. কলকাতার এমএলএ হোস্টেলে বিধায়কের নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যু, উদ্ধার দেহ
  2. সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে ফের আত্মঘাতী কলকাতা পুলিশের কনস্টেবল
  3. ত্রিকোণ প্রেমের জের ! স্কুলের লাইব্রেরিতে দুই সহকর্মীকে গুলি করে আত্মহত্যার চেষ্টা শিক্ষকের
Last Updated : Feb 3, 2024, 11:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.