নয়াদিল্লি, 17 ডিসেম্বর: মঙ্গলবার লোকসভায় সংবিধান সংশোধনী বিল পেশের সময় বিজেপির কমপক্ষে 20 জন সাংসদ অনুপস্থিত ছিলেন ৷ আর সেই নিয়েই ক্ষুব্ধ বিজেপির শীর্ষ নেতৃত্ব ৷ যা নিয়ে এবার তদন্ত করছে পদ্মশিবির ৷ সূত্রের খবর, হুইপ জারি করা সত্ত্বেও লোকসভায় ভোটাভুটির সময় ওই সাংসদদের অনুপস্থিতি মানতে পারছে না শীর্ষ নেতৃত্ব ৷
তবে, কয়েকজন সাংসদের অনুপস্থিতির ক্ষেত্রে নির্দিষ্ট কারণও ছিল বলে জানিয়েছেন বিজেপির এক শীর্ষ নেতা ৷ তাঁরা আগে থেকেই নেতৃত্বের সঙ্গে সেই বিষয়ে কথাও বলে নিয়েছিলেন ৷ তবে, বাকি সাংসদদের ক্ষেত্রে তদন্তের পর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হতে পারে ৷
বিজেপির এক নেতা বলেন, "তাঁদের অনুপস্থিতির পিছনে কী কারণ ছিল, তা আমরা অবশ্যই খতিয়ে দেখব ৷ কয়েকজনের ক্ষেত্রে নির্দিষ্ট কারণ ছিল ৷" সুনির্দিষ্ট কারণে লোকসভায় উপস্থিত থাকতে না-পারা সাংসদদের মধ্যে অন্যতম হলেন কেন্দ্রীয় মন্ত্রী সিআর পাটিল ৷ সূত্রে খবর, রাজস্থানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি কর্মসূচি ছিল ৷ সেখানকার দায়িত্বে ছিলেন তিনি ৷
তবে, এনডিএ-র অন্যান্য দলের চার থেকে পাঁচজন সাংসদও মঙ্গলবার সংবিধান সংশোধনী বিল পেশের ভোটাভুটির সময় হাজির ছিলেন না লোকসভায় ৷ তাঁদের অনুপস্থিতির কারণ নিয়েও তদন্ত হবে বলে জানিয়েছে বিজেপির ওই সূত্র ৷
কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল মঙ্গলবার দু’টি সংশোধনী বিল লোকসভায় পেশ করেন ৷ 'এক দেশ, এক ভোট' লাগু করতে এই সংশোধনী বিল পেশ করা হয়েছিল ৷ কিন্তু, বিলের বিরোধিতায় সরব হন বিরোধী সাংসদরা ৷ যা নিয়ে 90 মিনিট বাকবিতণ্ডা চলে দু’পক্ষের মধ্যে ৷
বিল পেশ করা নিয়ে দু’পক্ষের মধ্যে ভোটাভুটি হয় ৷ যেখানে শাসক পক্ষের বিল পেশের জন্য দুই-তৃতীয়াংশ সমর্থন দরকার ছিল ৷ ভোটাভুটিতে এনডিএ পায় 263 ভোট ৷ আর বিরোধী পক্ষে ভোট পড়ে 198টি ৷ মোট ভোটদাতা ছিল 461টি ৷ এক তৃতীয়াংশ ভোট না-পাওয়ায় বিরোধীদের দাবি মেনে সংশোধনী বিলটি যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে ৷