ভুবনেশ্বর, 28 ফেব্রুয়ারি: ভুবনেশ্বরের মা মংলা বস্তি পরিদর্শন করলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস ৷ তিনি বুধবার বস্তিবাসীদের সঙ্গে তাঁদের মৌলিক সুযোগ-সুবিধা নিয়ে আলোচনাও করেন । ওড়িশা সফরে মঙ্গলবার রাতে ভুবনেশ্বরে পৌঁছন গেটস ৷ বুধবার তাঁর বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে ।
মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে দেখা করবেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ৷ এর পাশাপাশি কৃষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি) ব্যবহারের উপর দৃষ্টি আরোপ-সহ বিল গেটস জগা মিশন মুক্ত' প্রকল্প (শহরে থাকা দরিদ্রদের জন্য স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ) এবং মিশন শক্তি সম্পর্কিত অন্যান্য অনুষ্ঠানে যোগ দেবেন । কীভাবে কৃষি শিক্ষাকেন্দ্র কৃষকদের উন্নয়নে অবদান রাখছে সে বিষয়ে পর্যালোচনা করবেন বিল গেটস ৷ কৃষি শিক্ষা কেন্দ্র বিল গেটস ফাউন্ডেশনের সহায়তায় কাজ করছে ।
এই সফরে তিনি ভারতে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (ডিপিআই) কীভাবে কাজ করছে, সে সম্পর্কে জানবেন । বিল গেটস বলেন, "ওড়িশা সরকারের কৃষি পর্যবেক্ষণ কেন্দ্রে ডিপিআই-এর মাধ্যমে কৃষকদের কীভাবে বাস্তব-সময়ের পরামর্শ দেওয়া যেতে পারে তা দেখা হবে ।" 'আধার কার্ড ব্যবস্থার প্রশংসা করে তিনি বলেন, "এর মাধ্যমে প্রায় 75 লক্ষ কৃষকের রেকর্ড রাখা সরকারের দ্বারা সম্ভব হয়েছে, এমনকী যাদের জমি বা কৃষিকাজ নেই তাদের তথ্যও সরকার রাখে ৷"
ওড়িশা সফরে বিল গেটস কৃষক ও উদ্যোগপতিদের সঙ্গেও দেখা করবেন । তিনি রাজ্যের কয়েকজন মহিলা কৃষক ও উদ্যোগপতির সঙ্গে দেখা করে তাঁদের মতামত নেবেন বলে জানা গিয়েছে । 2017 সাল থেকে ওড়িশা সরকারের কৃষি ও কৃষক ক্ষমতায়ন বিভাগ এবং মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগ তথ্য-চালিত সিদ্ধান্ত গ্রহণে উদ্ভাবনের ক্ষেত্রে বিল এবং মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহযোগিতায় কাজ করছে ।
আরও পড়ুন: