ছাপরা, 17 অক্টোবর: বিষ মদ খেয়ে বিহারে মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে ৷ এখনও পর্যন্ত 32 জনের মৃ্ত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ 73 জনের অবস্থা আশঙ্কাজনক ৷ পটনার বিভিন্ন হাসপাতালে তাঁদের স্থানান্তরিত করা হয়েছে ৷ অনেকেই দৃষ্টিশক্তি হারিয়েছে বলে খবর ৷
কিন্তু বিহার প্রশাসন এখনও পর্যন্ত 25 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ৷ সিওয়ানে 20 জন এবং সরনে 5 জনের মৃত্যুর কথা সরকারিভাবে ঘোষণা করা হয়েছে ৷ মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আধিকারিকদের ঘটনাস্থলে গিয়ে তদন্ত করতে বলেছেন। প্রশাসন এই ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে ৷ পুলিশ 2 জনকে গ্রেফতার করেছে ৷
ঘটনায় শোকপ্রকাশ করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, "বিহারের সিওয়ান ও সরন জেলায় বিষ মদ পানে বহু মানুষের মৃত্যুর খবর অত্যন্ত দুঃখজনক। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। হাসপাতালে এখনও অনেক লোক ভর্তি, আমি তাদের দ্রুত আরোগ্য কামনা করি।”
बिहार के सीवान और सारण जिलों में जहरीली शराब से बड़ी संख्या में लोगों की मृत्यु का समाचार अत्यंत दुखद है।
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) October 17, 2024
ईश्वर दिवंगत आत्माओं को श्रीचरणों में स्थान दें। शोक संतप्त परिजनों के प्रति मेरी गहरी संवेदनाएं। बड़ी संख्या में लोग अस्पताल में भर्ती हैं, उनके शीघ्र स्वस्थ होने की…
সিওয়ান ও ছাপরা হাসপাতাল প্রশাসনের মতে, এখন পর্যন্ত সিওয়ান থেকে 63 জন এবং সরন জেলার 10 জনের অবস্থা গুরুতর। সিওয়ান সদর হাসপাতালে মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়ছে,তাঁরা পলিথিনে মোড়া বিষ মদ খেয়েছিলেন ৷ কারও কারও বমি হতে থাকে, কারও বা পেটে ব্যথা, আবার অনেকেই দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে ৷
সিওয়ানের এসপি অমিতেশ কুমার বলেন, মঙ্গলবার রাতে চিকিৎসার জন্য 25 জনকে সিওয়ান সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যার মধ্যে 11 জন মারা গিয়েছে, এদের মধ্যে 8 জন ছাপড়ার বাসিন্দা। কয়েকজনকে পাটনা পিএমসিএইচে ভর্তি করা হয়েছে। 16 অক্টোবর রাতে 9টি দেহের ময়নাতদন্ত করা হয়। এখনও পর্যন্ত 20টি দেহের ময়নাতদন্ত করা হয়েছে।''
সরন জেলার মাসরাখ থানা এলাকার ইব্রাহিমপুর গ্রামে 4 জন প্রাণ হারিয়েছেন ৷ পরিবার সূত্রে খবর, সবাই মঙ্গলবার রাতে মদ খেয়েছিলেন ৷ এর কয়েক ঘণ্টার মধ্যেই তাঁরা একে একে অসুস্থ হয়ে পড়েন ৷