ETV Bharat / bharat

বিহারে বিষমদ খেয়ে মৃত বেড়ে 32, গ্রেফতার 2 - BIHAR HOOCH TRAGEDY

বিহারে বিষমদ খেয়ে মৃত্যু হয়েছে বহু মানুষের ৷ অনেকেই দৃষ্টিশক্তি হারিয়েছেন ৷ পুলিশ 2 জনকে গ্রেফতার করেছে ৷

BIHAR HOOCH TRAGEDY
বিষমদ খেয়ে মৃত বহু (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 17, 2024, 4:37 PM IST

ছাপরা, 17 অক্টোবর: বিষ মদ খেয়ে বিহারে মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে ৷ এখনও পর্যন্ত 32 জনের মৃ্ত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ 73 জনের অবস্থা আশঙ্কাজনক ৷ পটনার বিভিন্ন হাসপাতালে তাঁদের স্থানান্তরিত করা হয়েছে ৷ অনেকেই দৃষ্টিশক্তি হারিয়েছে বলে খবর ৷

কিন্তু বিহার প্রশাসন এখনও পর্যন্ত 25 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ৷ সিওয়ানে 20 জন এবং সরনে 5 জনের মৃত্যুর কথা সরকারিভাবে ঘোষণা করা হয়েছে ৷ মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আধিকারিকদের ঘটনাস্থলে গিয়ে তদন্ত করতে বলেছেন। প্রশাসন এই ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে ৷ পুলিশ 2 জনকে গ্রেফতার করেছে ৷

ঘটনায় শোকপ্রকাশ করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, "বিহারের সিওয়ান ও সরন জেলায় বিষ মদ পানে বহু মানুষের মৃত্যুর খবর অত্যন্ত দুঃখজনক। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। হাসপাতালে এখনও অনেক লোক ভর্তি, আমি তাদের দ্রুত আরোগ্য কামনা করি।”

সিওয়ান ও ছাপরা হাসপাতাল প্রশাসনের মতে, এখন পর্যন্ত সিওয়ান থেকে 63 জন এবং সরন জেলার 10 জনের অবস্থা গুরুতর। সিওয়ান সদর হাসপাতালে মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়ছে,তাঁরা পলিথিনে মোড়া বিষ মদ খেয়েছিলেন ৷ কারও কারও বমি হতে থাকে, কারও বা পেটে ব্যথা, আবার অনেকেই দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে ৷

সিওয়ানের এসপি অমিতেশ কুমার বলেন, মঙ্গলবার রাতে চিকিৎসার জন্য 25 জনকে সিওয়ান সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যার মধ্যে 11 জন মারা গিয়েছে, এদের মধ্যে 8 জন ছাপড়ার বাসিন্দা। কয়েকজনকে পাটনা পিএমসিএইচে ভর্তি করা হয়েছে। 16 অক্টোবর রাতে 9টি দেহের ময়নাতদন্ত করা হয়। এখনও পর্যন্ত 20টি দেহের ময়নাতদন্ত করা হয়েছে।''

সরন জেলার মাসরাখ থানা এলাকার ইব্রাহিমপুর গ্রামে 4 জন প্রাণ হারিয়েছেন ৷ পরিবার সূত্রে খবর, সবাই মঙ্গলবার রাতে মদ খেয়েছিলেন ৷ এর কয়েক ঘণ্টার মধ্যেই তাঁরা একে একে অসুস্থ হয়ে পড়েন ৷

ছাপরা, 17 অক্টোবর: বিষ মদ খেয়ে বিহারে মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে ৷ এখনও পর্যন্ত 32 জনের মৃ্ত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ 73 জনের অবস্থা আশঙ্কাজনক ৷ পটনার বিভিন্ন হাসপাতালে তাঁদের স্থানান্তরিত করা হয়েছে ৷ অনেকেই দৃষ্টিশক্তি হারিয়েছে বলে খবর ৷

কিন্তু বিহার প্রশাসন এখনও পর্যন্ত 25 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ৷ সিওয়ানে 20 জন এবং সরনে 5 জনের মৃত্যুর কথা সরকারিভাবে ঘোষণা করা হয়েছে ৷ মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আধিকারিকদের ঘটনাস্থলে গিয়ে তদন্ত করতে বলেছেন। প্রশাসন এই ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে ৷ পুলিশ 2 জনকে গ্রেফতার করেছে ৷

ঘটনায় শোকপ্রকাশ করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, "বিহারের সিওয়ান ও সরন জেলায় বিষ মদ পানে বহু মানুষের মৃত্যুর খবর অত্যন্ত দুঃখজনক। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। হাসপাতালে এখনও অনেক লোক ভর্তি, আমি তাদের দ্রুত আরোগ্য কামনা করি।”

সিওয়ান ও ছাপরা হাসপাতাল প্রশাসনের মতে, এখন পর্যন্ত সিওয়ান থেকে 63 জন এবং সরন জেলার 10 জনের অবস্থা গুরুতর। সিওয়ান সদর হাসপাতালে মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়ছে,তাঁরা পলিথিনে মোড়া বিষ মদ খেয়েছিলেন ৷ কারও কারও বমি হতে থাকে, কারও বা পেটে ব্যথা, আবার অনেকেই দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে ৷

সিওয়ানের এসপি অমিতেশ কুমার বলেন, মঙ্গলবার রাতে চিকিৎসার জন্য 25 জনকে সিওয়ান সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যার মধ্যে 11 জন মারা গিয়েছে, এদের মধ্যে 8 জন ছাপড়ার বাসিন্দা। কয়েকজনকে পাটনা পিএমসিএইচে ভর্তি করা হয়েছে। 16 অক্টোবর রাতে 9টি দেহের ময়নাতদন্ত করা হয়। এখনও পর্যন্ত 20টি দেহের ময়নাতদন্ত করা হয়েছে।''

সরন জেলার মাসরাখ থানা এলাকার ইব্রাহিমপুর গ্রামে 4 জন প্রাণ হারিয়েছেন ৷ পরিবার সূত্রে খবর, সবাই মঙ্গলবার রাতে মদ খেয়েছিলেন ৷ এর কয়েক ঘণ্টার মধ্যেই তাঁরা একে একে অসুস্থ হয়ে পড়েন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.