নয়াদিল্লি, 17 জুন: দেশের সংবিধানের মতোই এনসিইআরটি-র পাঠ্যপুস্তকে 'ইন্ডিয়া' ও 'ভারত' দুটোই পালা করে ব্যবহার করা হবে ৷ এই নিয়ে বিতর্ক অর্থহীন ৷ সোমবার এ কথা বললেন ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং-এর অধিকর্তা দীনেশ প্রসাদ সাকলানি ৷
সামাজিক বিজ্ঞানের পাঠ্যক্রম সংশোধন করতে গিয়ে উচ্চ-পর্যায়ের এক কমিটি প্রস্তাব দিয়েছিল যে, সমস্ত শ্রেণির জন্য স্কুলের পাঠ্যবইয়ে 'ইন্ডিয়া'র পরিবর্তে সেই জায়গায় 'ভারত' কথাটি প্রতিস্থাপন করা উচিত । এই প্রস্তাব নিয়েই শুরু হয়েছিল তুমুল বিতর্ক ৷ এবার এ প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করলেন এনসিইআরটি-র প্রধান ৷ সংবাদসংস্থা পিটিআইয়ের সদর দফতরে সংস্থার সম্পাদকদের সঙ্গে কথোপকথনে এনসিইআরটি প্রধান বলেন যে, দুটি শব্দই বইগুলিতে ব্যবহার করা হবে এবং কাউন্সিলের 'ইন্ডিয়া' বা 'ভারত' - এই শব্দদুটির প্রতি কোনও বিদ্বেষ নেই ।
তাঁর কথায়, "এটি পরিবর্তনযোগ্য....আমাদের অবস্থান এটাই যে, আমাদের সংবিধান যা বলে, আমরা তা ধরে রাখি । আমরা ইন্ডিয়া ব্যবহার করতে পারি, আমরা ভারতও ব্যবহার করতে পারি, এতে সমস্যা কী ? আমরা সেই বিতর্কে নেই । যেখানে উপযুক্ত সেখানে আমরা ইন্ডিয়া ব্যবহার করব, আবার যেখানে দরকার সেখানে আমরা ভারত ব্যবহার করব ৷ ইন্ডিয়া বা ভারত-এর প্রতি আমাদের কোনও বিদ্বেষ নেই । আপনি ইতিমধ্যে আমাদের পাঠ্যপুস্তকগুলিতে উভয়েরই ব্যবহার করা দেখতে পাচ্ছেন এবং এটি নতুন পাঠ্যপুস্তকে অব্যাহত থাকবে । এটি নিয়ে বিতর্ক অর্থহীন ৷"
স্কুলের পাঠ্যক্রম সংশোধনের জন্য এনসিইআরটি দ্বারা গঠিত সামাজিক বিজ্ঞানের জন্য একটি উচ্চ-স্তরের কমিটি গত বছর সুপারিশ করেছিল যে, সমস্ত শ্রেণির পাঠ্যপুস্তকে 'ইন্ডিয়া'র জায়গায় 'ভারত' লেখা উচিত। কমিটির চেয়ারপার্সন সিআই আইজ্যাক বলেছিলেন যে, তাঁরা পাঠ্যপুস্তকে এই প্রতিস্থাপন করার পরামর্শ দিয়েছেন ৷ পাঠ্যক্রমে 'প্রাচীন ইতিহাস'-এর পরিবর্তে 'শাস্ত্রীয় ইতিহাস'-এর প্রবর্তন করার প্রস্তাব দেন তিনি ৷ পাশাপাশি সমস্ত বিষয়ের সিলেবাসে ভারতীয় নলেজ সিস্টেম (আইকেএস) অন্তর্ভুক্ত করার কথাও বলা হয় ।
তাঁর কথায়, "কমিটি সর্বসম্মতিক্রমে সুপারিশ করেছে যে ভারত নামটি সব ক্লাসে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকে ব্যবহার করা উচিত । ভারত একটি প্রাচীন নাম । ভারত নামটি প্রাচীন গ্রন্থে ব্যবহৃত হয়েছে, যেমন বিষ্ণু পুরাণ, যা 7,000 বছরের পুরনো ৷" এনসিইআরটি তখন বলেছিল যে কমিটির সুপারিশগুলিতে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ।
ভারত নামটি প্রথম আনুষ্ঠানিকভাবে গত বছর প্রকাশিত হয়েছিল যখন কেন্দ্রীয় সরকার জি20 আমন্ত্রণপত্রগুলি 'ইন্ডিয়ার রাষ্ট্রপতি' এর পরিবর্তে 'ভারতের রাষ্ট্রপতি' নামে পাঠিয়েছিল । পরে নয়াদিল্লিতে শীর্ষ সম্মেলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামফলকেও ইন্ডিয়ার পরিবর্তে 'ভারত' লেখা হয় । (পিটিআই)