ETV Bharat / bharat

মজাদার সময় কাটবে বৃষ রাশির, বৃহস্পতিতে সমস্যায় পড়বেন কারা ? - Daily Horoscope In Bangla - DAILY HOROSCOPE IN BANGLA

Today's Horoscope in Bangla: আজ আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভালো দিন কাটবে কারও ৷ সেই সঙ্গে রয়েছে বিবাহের যোগও ৷ এছাড়াও ধনদেবী কোন কোন রাশির উপর সহায় হবেন আজ ? আর কারা সমস্যায় জড়াবেন, তা জানতে চোখ রাখুন ইটিভি ভারতের দৈনিক রাশিফলে ৷

Daily Horoscope of ETV Bharat
ইটিভি ভারত দৈনিক রাশিফল (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 9, 2024, 6:18 AM IST

মেষ : প্রিয়জনের সঙ্গে মিষ্টি কথোপকথনের সম্ভাবনা আছে আজ । আর এটি আপনার মানসিক চাহিদার জন্য ভালো । আজকে আপনি আর্থিক পরিকল্পনা ও দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকবেন । আর্থিক স্থিরতার জন্য আপনার আকাঙ্ক্ষা আরও বাড়বে এবং আপনি ব্যয়ের দিকে অনেক বেশি মনোযোগ দেবেন । পুরো মন লাগিয়ে প্রচেষ্টা করার জন্য আজ আদর্শ দিন । আজ আপনি আত্মবিশ্বাসী ও উদ্যমী বোধ করবেন । সব কাজ আপনি সময়ের মধ্যে শেষ করে ফেলবেন ।

বৃষ : আপনার সঙ্গীর মন জয় করার নতুন নতুন উপায় খুঁজে বের করবেন, ফলে আপনার প্রেমজীবন বিকশিত হবে । আপনি রোমান্টিক গান বাজাবেন বা প্রিয় রোমান্টিক সিনেমা দেখবেন । মজাদার সময় কাটার সম্ভাবনা আছে । আজ আপনি হয়ত নতুন গয়না বা অলঙ্কার কিনতে চাইবেন । সামাজিক পরিস্থিতিতে আপনি নিজেকে আকর্ষণীয় ব্যক্তি হিসাবে উপস্থাপন করতে চাইবেন, ফলে আপনি হয়ত অভিজাত দেখতে নামী ব্র্যান্ডের পোশাক কিনবেন ।

মিথুন : প্রিয়তমের সান্নিধ্যে সময় কাটানোর ফলে আপনার মন তরতাজা হবে ও পুনর্জীবন পাবে । তাদের জন্য যে রোমান্টিক কবিতা লিখেছেন তা পড়ে শোনান । আজকে আপনি অনাবশ্যক জিনিসের পিছনে অর্থ খরচ করবেন । আরও ভালো করার আপনার প্রচেষ্টা হয়ত ভুল দিকে চালিত হবে । কাজেই নিশ্চিত করুন যে আপনার পরিশ্রম বৃথা যাচ্ছে না । আপনার দায়িত্ব ও কর্তব্য সম্বন্ধে সচেতন থাকুন ।

কর্কট : আজকে আপনি হয়ত অর্থ খরচ করার মাধ্যমে আপনার প্রেয়সীকে মুগ্ধ করতে সফল হবেন । উপহার আদানপ্রদানের জন্য আজ খুব শুভ দিন । নক্ষত্রের আনুকূল্যে আপনি খরচ করার মাধ্যমে কারওর মন জয় করে নিতে পারবেন ! সৃজনশীলতা উন্নত করার মেজাজে থাকবেন । কর্মক্ষেত্রে কাজ সম্পন্ন করার জন্য আপনি যে প্রশংসা পাবেন তা আপনাকে আরও খুশি করে তুলবে । প্রচলিত রীতির বাইরে ভাবনাচিন্তা করা ব্যাপারে আপনি অন্যদের অনুপ্রেরিত করবেন ।

সিংহ : সবাই জানে, বাড়ি মানেই ভালোবাসার স্থান । কিন্তু আজ আপনার বাড়িতে সমস্যা হতে পারে । আপনি যত তার থেকে দূরে পালাতে চাইবেন, তত তাড়াতাড়ি সেগুলি আপনাকে ধরে ফেলবে । তাই সমস্যা থেকে দূরে না পালানোই বুদ্ধিমানের কাজ হবে । আপনার আশেপাশের কিছু লোকজন আপনার সমস্যা আরও বাড়িয়ে তুলতে পারে, তাদের সঙ্গে আপনাকে হাসিমুখে মোকাবিলা করতে হবে । আপনি ভালোবাসার মানুষটির মানসিক সমর্থন পাবেন ।

কন্যা : আপনার মনের দরজা খোলা রাখুন, যাতে কল্পনাগুলি প্রবাহিত হতে পারে । আজ আপনি আপনার সৃজনশীলতার শীর্ষে থাকবেন এবং উদ্ভাবনী আর সৃষ্টিশীল চিন্তাভাবনা করবেন । আজ ভাগ্য আপনার সহায় থাকবে এবং যে যে ঝুঁকিপূর্ণ কাজে আপনি নিজেকে নিয়োগ করেছেন সেখানেও আপনি সফল হবেন । আপনার কর্মক্ষমতা শীর্ষে থাকবে এবং সকল কাজে মনোনিবেশ করতে পারবেন আজ । আপনার ভালোবাসা আজ হঠাৎ সীমাহীন অভিলাষে পরিবর্তিত হতে পারে । আজকের দিনটি ভালোবাসার কাজগুলি উপভোগ করে কাটান ।

তুলা : আজ আপনার সামাজিক পদমর্যাদা এবং ভাবমূর্তির উন্নতি হওয়ার প্রচুর সম্ভবনা আছে । যদিও সেটি আপনার ব্যক্তিগত চরিত্রের উপর নির্ভর করে, তাই আপনাকে সেটিকে সবরকমভাবে সুরক্ষিত রাখতে প্রাণপণ চেষ্টা করতে হবে । যারা আপনার মর্যাদাহানি করার চেষ্টা করবে তাদের হতাশ হতে হবে । ব্যস্ত দিনের শেষে, সন্ধ্যাটি আপনি আপনার ভালোবাসার মানুষের সঙ্গে সঙ্গোপনে কাটাতে বেশি পছন্দ করবেন । বিরতি নিন, আরাম করুন ও আপনার যা আছে তাই উপভোগ করুন ।

বৃশ্চিক : আজ এমন পরিস্থিতি আসতে পারে, যেখানে আপনার ধৈর্য্যের পরিচয় দিতে হতে পারে । বুদ্ধিমানের কাজ হবে, শান্ত হয়ে আপনার সহকর্মী, পরিবারের লোকজন বা আপনার সঙ্গীর সঙ্গে সব বিবাদ মিটিয়ে নেওয়া । প্রেমে বিশ্বস্ত এবং প্রতিশ্রুতিবদ্ধ থাকলে তা আপনার সঙ্গীকে কাছে নিয়ে আসবে । সমালোচনা আপনাকে বিষণ্ণ করতে পারে । কিন্তু অন্যদের সমালোচনা করলে, তও আপনার উদ্যমের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে ।

ধনু : আপনার পেশাগত ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য এমনভাবে রক্ষা করুন যাতে কোনওটিই উপেক্ষিত না হয় । আপনি হয়ত আপনার প্রিয়তমের সঙ্গে পর্যাপ্ত সময় কাটাতে পারবেন না । আপনি বিচ্ছিন্ন বোধ করতে পারেন, কাজেই আপনাকে সাহস ধরে রাখতে হবে । আপনার ভালোবাসার মানুষটির অনুগ্রহ লাভ করার চেষ্টা করতে ও তাকে পরিতুষ্ট করার জন্য প্রস্তুত থাকুন । কীভাবে অর্থ সঞ্চয় করতে হয়, আজ আপনি তা শিখবেন । কোনও জিনিস কেনার আগে আপনি দু'বার ভাববেন এবং আবশ্যক না হলে তা থেকে আপনি বিরত থাকবেন । প্রয়োজন মেটানোর জন্য অর্থ ধার করার এটি ভালো সময় ।

মকর : আজকে আপনি মানসিকভাবে খুবই সক্রিয় থাকবেন ও নতুন জিনিস শিখতে খুবই আগ্রহী থাকবেন । বিনিয়োগ ও ফাটকা নিয়ে আপনার আরও শেখা দরকার । নতুবা, আপনি কোনও সৃজনশীল বৃত্তির পিছনে অর্থ বিনিয়োগ করতে পারেন । আজ আপনার পেশাগত জীবনে সুযোগের বন্যা বইবে । আপনার পরামর্শ বা সিদ্ধান্তের থেকে লাভজনক ফল পাওয়া যাবে । আপনি যদি কঠোর পরিশ্রম করেন, তাহলে প্রচুর মুনাফা করার সুযোগ, ইনসেন্টিভ ও সুবিধা পাবেন । ব্যবহারিক জ্ঞান বাড়ান ও আপনার সুস্থতার খেয়াল রাখুন ।

কুম্ভ : পরিবারের সঙ্গে ভালো সময় কাটানোর জন্য আপনি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাবেন । একসঙ্গে সুস্বাদু খাবার রান্না করা বা জীবনচর্যার বিষয় আলোচনা করা নিয়েই আপনার মাথা ভরে থাকবে ৷ ইলেকট্রনিক যন্ত্রপাতি বা বাজারে নতুন আসা জিনিস কেনার ব্যাপারে সতর্ক থাকুন । এই ধরনের বিনিয়োগ আপনাকে শুধু ক্ষণস্থায়ী আনন্দই দেবে, ফলে লোভ সামলে রাখুন । আজকে কাজ-সংক্রান্ত কোনও বিষয় নিয়ে আপনি চিন্তায় থাকবেন । যাই হোক, পেশাগত ঘাটতিগুলি সনাক্ত করার সময় এসে গিয়েছে ।

মীন : আপনি আপনার প্রিয়তমের সঙ্গে এরকম আচরণ করবেন, যেন আপনি সপ্তম স্বর্গে আছেন । আপনার আচরণ ও কাজে আপনার সঙ্গী মুগ্ধ হয়ে যাবেন । আপনার প্রেয়সীর প্রয়োজন পূরণ করার জন্য আপনাকে বাস্তববাদী হতে হবে । আজকে আপনি হাওয়া খাওয়ার জন্য অনেকটা সময় ধরে গাড়িতে ঘুরতে পারেন । মাথায় রাখবেন যে সব বিনিয়োগ থেকেই কিছু না কিছু ফেরত আসে, আপনি তা বুঝতে পারুন বা না পারুন । কাজ করার ধরনের পরিবর্তন আপনার জন্য উপকারী হবে ।

আরও পড়ুন :

  1. সামান্য কেশরেই রং ধরবে রান্নায়, রইল ব্যবহারের সেরা 4 পদ্ধতি
  2. এই ফলগুলি ফ্রিজে রেখে খাচ্ছেন ? মারাত্মক বিপদ হতে পারে !
  3. বাজারে 'ভেজাল' তরমুজের রমরমা ! কোন উপায়ে চিনবেন ?

মেষ : প্রিয়জনের সঙ্গে মিষ্টি কথোপকথনের সম্ভাবনা আছে আজ । আর এটি আপনার মানসিক চাহিদার জন্য ভালো । আজকে আপনি আর্থিক পরিকল্পনা ও দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকবেন । আর্থিক স্থিরতার জন্য আপনার আকাঙ্ক্ষা আরও বাড়বে এবং আপনি ব্যয়ের দিকে অনেক বেশি মনোযোগ দেবেন । পুরো মন লাগিয়ে প্রচেষ্টা করার জন্য আজ আদর্শ দিন । আজ আপনি আত্মবিশ্বাসী ও উদ্যমী বোধ করবেন । সব কাজ আপনি সময়ের মধ্যে শেষ করে ফেলবেন ।

বৃষ : আপনার সঙ্গীর মন জয় করার নতুন নতুন উপায় খুঁজে বের করবেন, ফলে আপনার প্রেমজীবন বিকশিত হবে । আপনি রোমান্টিক গান বাজাবেন বা প্রিয় রোমান্টিক সিনেমা দেখবেন । মজাদার সময় কাটার সম্ভাবনা আছে । আজ আপনি হয়ত নতুন গয়না বা অলঙ্কার কিনতে চাইবেন । সামাজিক পরিস্থিতিতে আপনি নিজেকে আকর্ষণীয় ব্যক্তি হিসাবে উপস্থাপন করতে চাইবেন, ফলে আপনি হয়ত অভিজাত দেখতে নামী ব্র্যান্ডের পোশাক কিনবেন ।

মিথুন : প্রিয়তমের সান্নিধ্যে সময় কাটানোর ফলে আপনার মন তরতাজা হবে ও পুনর্জীবন পাবে । তাদের জন্য যে রোমান্টিক কবিতা লিখেছেন তা পড়ে শোনান । আজকে আপনি অনাবশ্যক জিনিসের পিছনে অর্থ খরচ করবেন । আরও ভালো করার আপনার প্রচেষ্টা হয়ত ভুল দিকে চালিত হবে । কাজেই নিশ্চিত করুন যে আপনার পরিশ্রম বৃথা যাচ্ছে না । আপনার দায়িত্ব ও কর্তব্য সম্বন্ধে সচেতন থাকুন ।

কর্কট : আজকে আপনি হয়ত অর্থ খরচ করার মাধ্যমে আপনার প্রেয়সীকে মুগ্ধ করতে সফল হবেন । উপহার আদানপ্রদানের জন্য আজ খুব শুভ দিন । নক্ষত্রের আনুকূল্যে আপনি খরচ করার মাধ্যমে কারওর মন জয় করে নিতে পারবেন ! সৃজনশীলতা উন্নত করার মেজাজে থাকবেন । কর্মক্ষেত্রে কাজ সম্পন্ন করার জন্য আপনি যে প্রশংসা পাবেন তা আপনাকে আরও খুশি করে তুলবে । প্রচলিত রীতির বাইরে ভাবনাচিন্তা করা ব্যাপারে আপনি অন্যদের অনুপ্রেরিত করবেন ।

সিংহ : সবাই জানে, বাড়ি মানেই ভালোবাসার স্থান । কিন্তু আজ আপনার বাড়িতে সমস্যা হতে পারে । আপনি যত তার থেকে দূরে পালাতে চাইবেন, তত তাড়াতাড়ি সেগুলি আপনাকে ধরে ফেলবে । তাই সমস্যা থেকে দূরে না পালানোই বুদ্ধিমানের কাজ হবে । আপনার আশেপাশের কিছু লোকজন আপনার সমস্যা আরও বাড়িয়ে তুলতে পারে, তাদের সঙ্গে আপনাকে হাসিমুখে মোকাবিলা করতে হবে । আপনি ভালোবাসার মানুষটির মানসিক সমর্থন পাবেন ।

কন্যা : আপনার মনের দরজা খোলা রাখুন, যাতে কল্পনাগুলি প্রবাহিত হতে পারে । আজ আপনি আপনার সৃজনশীলতার শীর্ষে থাকবেন এবং উদ্ভাবনী আর সৃষ্টিশীল চিন্তাভাবনা করবেন । আজ ভাগ্য আপনার সহায় থাকবে এবং যে যে ঝুঁকিপূর্ণ কাজে আপনি নিজেকে নিয়োগ করেছেন সেখানেও আপনি সফল হবেন । আপনার কর্মক্ষমতা শীর্ষে থাকবে এবং সকল কাজে মনোনিবেশ করতে পারবেন আজ । আপনার ভালোবাসা আজ হঠাৎ সীমাহীন অভিলাষে পরিবর্তিত হতে পারে । আজকের দিনটি ভালোবাসার কাজগুলি উপভোগ করে কাটান ।

তুলা : আজ আপনার সামাজিক পদমর্যাদা এবং ভাবমূর্তির উন্নতি হওয়ার প্রচুর সম্ভবনা আছে । যদিও সেটি আপনার ব্যক্তিগত চরিত্রের উপর নির্ভর করে, তাই আপনাকে সেটিকে সবরকমভাবে সুরক্ষিত রাখতে প্রাণপণ চেষ্টা করতে হবে । যারা আপনার মর্যাদাহানি করার চেষ্টা করবে তাদের হতাশ হতে হবে । ব্যস্ত দিনের শেষে, সন্ধ্যাটি আপনি আপনার ভালোবাসার মানুষের সঙ্গে সঙ্গোপনে কাটাতে বেশি পছন্দ করবেন । বিরতি নিন, আরাম করুন ও আপনার যা আছে তাই উপভোগ করুন ।

বৃশ্চিক : আজ এমন পরিস্থিতি আসতে পারে, যেখানে আপনার ধৈর্য্যের পরিচয় দিতে হতে পারে । বুদ্ধিমানের কাজ হবে, শান্ত হয়ে আপনার সহকর্মী, পরিবারের লোকজন বা আপনার সঙ্গীর সঙ্গে সব বিবাদ মিটিয়ে নেওয়া । প্রেমে বিশ্বস্ত এবং প্রতিশ্রুতিবদ্ধ থাকলে তা আপনার সঙ্গীকে কাছে নিয়ে আসবে । সমালোচনা আপনাকে বিষণ্ণ করতে পারে । কিন্তু অন্যদের সমালোচনা করলে, তও আপনার উদ্যমের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে ।

ধনু : আপনার পেশাগত ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য এমনভাবে রক্ষা করুন যাতে কোনওটিই উপেক্ষিত না হয় । আপনি হয়ত আপনার প্রিয়তমের সঙ্গে পর্যাপ্ত সময় কাটাতে পারবেন না । আপনি বিচ্ছিন্ন বোধ করতে পারেন, কাজেই আপনাকে সাহস ধরে রাখতে হবে । আপনার ভালোবাসার মানুষটির অনুগ্রহ লাভ করার চেষ্টা করতে ও তাকে পরিতুষ্ট করার জন্য প্রস্তুত থাকুন । কীভাবে অর্থ সঞ্চয় করতে হয়, আজ আপনি তা শিখবেন । কোনও জিনিস কেনার আগে আপনি দু'বার ভাববেন এবং আবশ্যক না হলে তা থেকে আপনি বিরত থাকবেন । প্রয়োজন মেটানোর জন্য অর্থ ধার করার এটি ভালো সময় ।

মকর : আজকে আপনি মানসিকভাবে খুবই সক্রিয় থাকবেন ও নতুন জিনিস শিখতে খুবই আগ্রহী থাকবেন । বিনিয়োগ ও ফাটকা নিয়ে আপনার আরও শেখা দরকার । নতুবা, আপনি কোনও সৃজনশীল বৃত্তির পিছনে অর্থ বিনিয়োগ করতে পারেন । আজ আপনার পেশাগত জীবনে সুযোগের বন্যা বইবে । আপনার পরামর্শ বা সিদ্ধান্তের থেকে লাভজনক ফল পাওয়া যাবে । আপনি যদি কঠোর পরিশ্রম করেন, তাহলে প্রচুর মুনাফা করার সুযোগ, ইনসেন্টিভ ও সুবিধা পাবেন । ব্যবহারিক জ্ঞান বাড়ান ও আপনার সুস্থতার খেয়াল রাখুন ।

কুম্ভ : পরিবারের সঙ্গে ভালো সময় কাটানোর জন্য আপনি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাবেন । একসঙ্গে সুস্বাদু খাবার রান্না করা বা জীবনচর্যার বিষয় আলোচনা করা নিয়েই আপনার মাথা ভরে থাকবে ৷ ইলেকট্রনিক যন্ত্রপাতি বা বাজারে নতুন আসা জিনিস কেনার ব্যাপারে সতর্ক থাকুন । এই ধরনের বিনিয়োগ আপনাকে শুধু ক্ষণস্থায়ী আনন্দই দেবে, ফলে লোভ সামলে রাখুন । আজকে কাজ-সংক্রান্ত কোনও বিষয় নিয়ে আপনি চিন্তায় থাকবেন । যাই হোক, পেশাগত ঘাটতিগুলি সনাক্ত করার সময় এসে গিয়েছে ।

মীন : আপনি আপনার প্রিয়তমের সঙ্গে এরকম আচরণ করবেন, যেন আপনি সপ্তম স্বর্গে আছেন । আপনার আচরণ ও কাজে আপনার সঙ্গী মুগ্ধ হয়ে যাবেন । আপনার প্রেয়সীর প্রয়োজন পূরণ করার জন্য আপনাকে বাস্তববাদী হতে হবে । আজকে আপনি হাওয়া খাওয়ার জন্য অনেকটা সময় ধরে গাড়িতে ঘুরতে পারেন । মাথায় রাখবেন যে সব বিনিয়োগ থেকেই কিছু না কিছু ফেরত আসে, আপনি তা বুঝতে পারুন বা না পারুন । কাজ করার ধরনের পরিবর্তন আপনার জন্য উপকারী হবে ।

আরও পড়ুন :

  1. সামান্য কেশরেই রং ধরবে রান্নায়, রইল ব্যবহারের সেরা 4 পদ্ধতি
  2. এই ফলগুলি ফ্রিজে রেখে খাচ্ছেন ? মারাত্মক বিপদ হতে পারে !
  3. বাজারে 'ভেজাল' তরমুজের রমরমা ! কোন উপায়ে চিনবেন ?
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.