ETV Bharat / bharat

এসটিএফ এনকাউন্টারে মৃত্যু বাবা তারসেম সিং খুনে মূল অভিযুক্তের, পলাতক আরেক অভিযুক্ত - Tarsem Singh Murder - TARSEM SINGH MURDER

Uttarakhand STF Encounter: গত 28 মার্চ গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় শ্রী নানকমত্তা সাহেব গুরুদ্বারের প্রধান বাবা তারসেম সিং ৷ এই ঘটনায় প্রধান অভিযুক্ত অমরজিৎ সিং ৷ মঙ্গলবার সকালে ওই অভিযুক্ত উত্তরাখণ্ড এসটিএফ এবং হরিদ্বার পুলিশের এনকাউন্টারে নিহত হয় ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 9, 2024, 11:24 AM IST

Updated : Apr 9, 2024, 1:10 PM IST

উত্তরাখণ্ড, 9 এপ্রিল: হরিদ্বারে এনকাউন্ডারে নিহত বাবা তারসেম সিংকে হত্যা ষড়যন্ত্রে মূল অভিযুক্ত অমরজিৎ সিং ৷ উত্তরাখণ্ড পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের দাবি, এনকাউন্টারে মৃত অমরজিৎ সিং-ই শ্রী নানকমত্তা সাহেব গুরুদ্বার ডেরা করসেবক প্রধান বাবা তারসেম সিংকে গুলি করে হত্যা করেছিল। মঙ্গলবার সকালে ভগবানপুরে এনকাউন্টার চলাকালীন তার মৃত্যু হলেও অপর এক অভিযুক্ত পালিয়ে যায়।

উল্লেখ্য, উত্তরাখণ্ডের উধম সিং নগরে গত 28 মার্চ শ্রী নানকমত্তা সাহেব গুরুদ্বারের ডেরা করসেবক প্রধান বাবা তারসেম সিং গুলিবিদ্ধ হয়ে মারা যান ৷ তাতে উত্তাল হয়ে ওঠে উত্তরাখণ্ড। প্রকাশ্য এইভাবে খুনের ঘটনায় হতবাক পুলিশ বিভাগও। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি খোদ শ্রী নানকমত্তা সাহেব গুরুদ্বারে গিয়েছিলেন। সেই ঘটনার সিসিটিভি ফুটেজও প্রকাশ্যে আসে ৷ ঘটনার পর ডিজিপি জানিয়েছিলেন, শীঘ্রই দোষীকে গ্রেফতার করা হবে ৷ আজকের ঘটনায় উত্তরাখণ্ডের ডিজিপি অভিনব কুমার জানিয়েছেন, হরিদ্বারের ভগবানপুর থানা এলাকায় এনকাউন্টারটি হয় ৷ সেখানেই মৃত্যু হয় তারসেম খুন কাণ্ডের মূল অভিযুক্তের ৷ আরও এক অভিযুক্ত বর্তমানে পলাতক ৷ এসটিএফ ও পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে ৷

এর আগে রবিবার, উধম সিং নগরের সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ (এসএসপি) অমরজিৎ সিং এবং সরবজিৎ সিং, দুই অভিযুক্তের জন্য পুরস্কারের অঙ্ক 50 হাজার থেকে বাড়িয়ে এক লক্ষ করে। মামলায় আরও তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাদের অপরাধীদের সঙ্গে যোগসূত্র আছে ৷ এছাড়াও অস্ত্র সরবরাহ করে ও অপরাধের অন্যান্য কর্মে তারা জড়িত রয়েছে বলে অভিযোগ ৷

ডিজিপি অভিনব কুমার বলেন, "উত্তরাখণ্ড পুলিশ বাবার তারসেম সিংয়ের হত্যা একটি চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে ৷ এসটিএফ এবং পুলিশ ক্রমাগত উভয় দোষীদের সন্ধান চালাচ্ছে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও বাবা তারসেম সিং হত্যাকাণ্ডের পর থেকে ঘটনায় পুঙ্খনাপুঙ্খ নজর রেখেছেন ৷ অভিযুক্তদের ধরতে পুলিশকে কঠোর নির্দেশ দিয়েছেন।"

আরও পড়ুন:

  1. গুলিবিদ্ধ ডেরা কর সেবা প্রধান তারসেম সিং, ঘটনার তদন্তে এসটিএফ
  2. মন্দিরবাজারে শ্যুট-আউট, গুলিবিদ্ধ বিজেপি কর্মী; অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

উত্তরাখণ্ড, 9 এপ্রিল: হরিদ্বারে এনকাউন্ডারে নিহত বাবা তারসেম সিংকে হত্যা ষড়যন্ত্রে মূল অভিযুক্ত অমরজিৎ সিং ৷ উত্তরাখণ্ড পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের দাবি, এনকাউন্টারে মৃত অমরজিৎ সিং-ই শ্রী নানকমত্তা সাহেব গুরুদ্বার ডেরা করসেবক প্রধান বাবা তারসেম সিংকে গুলি করে হত্যা করেছিল। মঙ্গলবার সকালে ভগবানপুরে এনকাউন্টার চলাকালীন তার মৃত্যু হলেও অপর এক অভিযুক্ত পালিয়ে যায়।

উল্লেখ্য, উত্তরাখণ্ডের উধম সিং নগরে গত 28 মার্চ শ্রী নানকমত্তা সাহেব গুরুদ্বারের ডেরা করসেবক প্রধান বাবা তারসেম সিং গুলিবিদ্ধ হয়ে মারা যান ৷ তাতে উত্তাল হয়ে ওঠে উত্তরাখণ্ড। প্রকাশ্য এইভাবে খুনের ঘটনায় হতবাক পুলিশ বিভাগও। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি খোদ শ্রী নানকমত্তা সাহেব গুরুদ্বারে গিয়েছিলেন। সেই ঘটনার সিসিটিভি ফুটেজও প্রকাশ্যে আসে ৷ ঘটনার পর ডিজিপি জানিয়েছিলেন, শীঘ্রই দোষীকে গ্রেফতার করা হবে ৷ আজকের ঘটনায় উত্তরাখণ্ডের ডিজিপি অভিনব কুমার জানিয়েছেন, হরিদ্বারের ভগবানপুর থানা এলাকায় এনকাউন্টারটি হয় ৷ সেখানেই মৃত্যু হয় তারসেম খুন কাণ্ডের মূল অভিযুক্তের ৷ আরও এক অভিযুক্ত বর্তমানে পলাতক ৷ এসটিএফ ও পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে ৷

এর আগে রবিবার, উধম সিং নগরের সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ (এসএসপি) অমরজিৎ সিং এবং সরবজিৎ সিং, দুই অভিযুক্তের জন্য পুরস্কারের অঙ্ক 50 হাজার থেকে বাড়িয়ে এক লক্ষ করে। মামলায় আরও তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাদের অপরাধীদের সঙ্গে যোগসূত্র আছে ৷ এছাড়াও অস্ত্র সরবরাহ করে ও অপরাধের অন্যান্য কর্মে তারা জড়িত রয়েছে বলে অভিযোগ ৷

ডিজিপি অভিনব কুমার বলেন, "উত্তরাখণ্ড পুলিশ বাবার তারসেম সিংয়ের হত্যা একটি চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে ৷ এসটিএফ এবং পুলিশ ক্রমাগত উভয় দোষীদের সন্ধান চালাচ্ছে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও বাবা তারসেম সিং হত্যাকাণ্ডের পর থেকে ঘটনায় পুঙ্খনাপুঙ্খ নজর রেখেছেন ৷ অভিযুক্তদের ধরতে পুলিশকে কঠোর নির্দেশ দিয়েছেন।"

আরও পড়ুন:

  1. গুলিবিদ্ধ ডেরা কর সেবা প্রধান তারসেম সিং, ঘটনার তদন্তে এসটিএফ
  2. মন্দিরবাজারে শ্যুট-আউট, গুলিবিদ্ধ বিজেপি কর্মী; অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
Last Updated : Apr 9, 2024, 1:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.