ETV Bharat / bharat

নয়া মুখ্যমন্ত্রী পেল দিল্লি, অতিশীর সঙ্গে শপথ আরও পাঁচ মন্ত্রীর - ATISHI NEW CM OF DELHI - ATISHI NEW CM OF DELHI

Atishi Takes Oath as Delhi CM: দিল্লির নয়া মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন অতিশী ৷ গোপাল রাই, কৈলাশ গেহলত, সৌরভ ভরদ্বাজ, ইমরান হুসেন এবং মুকেশ আহলাওয়াতরাও দিল্লির নতুন মন্ত্রিসভায় মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন।

Atishi Takes Oath as Delhi CM
মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন অতীশি (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 21, 2024, 6:07 PM IST

নয়াদিল্লি, 21 সেপ্টেম্বর: দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন অতীশি ৷ আম আদমি পার্টি (আপ) নেত্রী অতীশি শনিবার বিকেলে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। তাঁর পাশাপাশি, গোপাল রাই, কৈলাশ গেহলত, সৌরভ ভরদ্বাজ, ইমরান হুসেন এবং মুকেশ আহলাওয়াতও দিল্লির নতুন মন্ত্রিসভায় মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। রাজনৈতিক মহলকে চমকে দিয়ে প্রথমবার বিধায়ক নির্বাচিত হয়ে মন্ত্রিসভায় স্থান পেয়েছেন মুকেশ।

দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা অতীশি এবং তাঁর মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অতীশিকে দিল্লির মুখ্যমন্ত্রী নিযুক্ত করেছেন। একই সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগও গ্রহণ করেছেন তিনি। মঙ্গলবার দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনাকে পদত্যাগের কথা জানান কেজরি। সাংবিধান অনুসারে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর ইস্তফা দেওয়া মানে পুরো মন্ত্রিসভার ইস্তফা। কেজরিওয়াল পদত্যাগ করার পর হবু মুখ্যমন্ত্রীর নাম নিয়ে চর্চা শুরু হয় ৷ দ্রুত আপ শিবির অতিশীর নাম ঘোষণা করে দেয়। সেই মতো আজ শপথ নিলেন তিনি ।

atishi and arvind kejriwal
শপথের পর প্রাক্তনকে প্রণাম বর্তমানের (নিজস্ব চিত্র)

এরপর বিধায়কদের বৈঠকে অতীশিকে মুখ্যমন্ত্রী বেছে নেওয়ার পর ফের সরকার গঠনের জন্য আর্জি জানানো হয় ৷ তা অনুমোদনের জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠানো হয়েছিল বলেও জানা যায় ৷ আপ বিধায়করা সপ্তাহের শুরুতেই বৈঠক করে সর্বসম্মতিক্রমে অতীশিকে বিধায়ক দলের নেতা হিসাবে বেছে নিয়েছিলেন। এরপরই তাঁকে মসনদে বসানোর পরিকল্পনা শুরু হয়।

অতীশির মন্ত্রিসভার অনেকেই কেজরিওয়াল সরকারেও মন্ত্রী ছিলেন। আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল জামিন পাওয়ার পর 13 সেপ্টেম্বর তিহাড় জেল থেকে বেরিয়ে আসেন ৷ আবগারি দুর্নীতি মামলায় পাঁচ মাসেরও বেশি সময় জেলে ছিলেন তিনি। এরপরই কেজরিওয়াল জানান, তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে চান ৷ দিল্লির নয়া মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জল্পনা শুরু হয় ৷ কেজরিওয়ালের স্ত্রী সুনীতাকেও চেয়ারে বসানো হতে পারে বলে শোনা গিয়েছিল ৷ শেষমেশ দলের এক দশকের নেত্রী অতিশীকে মুখ্যমন্ত্রী করা হল।

নয়াদিল্লি, 21 সেপ্টেম্বর: দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন অতীশি ৷ আম আদমি পার্টি (আপ) নেত্রী অতীশি শনিবার বিকেলে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। তাঁর পাশাপাশি, গোপাল রাই, কৈলাশ গেহলত, সৌরভ ভরদ্বাজ, ইমরান হুসেন এবং মুকেশ আহলাওয়াতও দিল্লির নতুন মন্ত্রিসভায় মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। রাজনৈতিক মহলকে চমকে দিয়ে প্রথমবার বিধায়ক নির্বাচিত হয়ে মন্ত্রিসভায় স্থান পেয়েছেন মুকেশ।

দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা অতীশি এবং তাঁর মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অতীশিকে দিল্লির মুখ্যমন্ত্রী নিযুক্ত করেছেন। একই সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগও গ্রহণ করেছেন তিনি। মঙ্গলবার দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনাকে পদত্যাগের কথা জানান কেজরি। সাংবিধান অনুসারে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর ইস্তফা দেওয়া মানে পুরো মন্ত্রিসভার ইস্তফা। কেজরিওয়াল পদত্যাগ করার পর হবু মুখ্যমন্ত্রীর নাম নিয়ে চর্চা শুরু হয় ৷ দ্রুত আপ শিবির অতিশীর নাম ঘোষণা করে দেয়। সেই মতো আজ শপথ নিলেন তিনি ।

atishi and arvind kejriwal
শপথের পর প্রাক্তনকে প্রণাম বর্তমানের (নিজস্ব চিত্র)

এরপর বিধায়কদের বৈঠকে অতীশিকে মুখ্যমন্ত্রী বেছে নেওয়ার পর ফের সরকার গঠনের জন্য আর্জি জানানো হয় ৷ তা অনুমোদনের জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠানো হয়েছিল বলেও জানা যায় ৷ আপ বিধায়করা সপ্তাহের শুরুতেই বৈঠক করে সর্বসম্মতিক্রমে অতীশিকে বিধায়ক দলের নেতা হিসাবে বেছে নিয়েছিলেন। এরপরই তাঁকে মসনদে বসানোর পরিকল্পনা শুরু হয়।

অতীশির মন্ত্রিসভার অনেকেই কেজরিওয়াল সরকারেও মন্ত্রী ছিলেন। আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল জামিন পাওয়ার পর 13 সেপ্টেম্বর তিহাড় জেল থেকে বেরিয়ে আসেন ৷ আবগারি দুর্নীতি মামলায় পাঁচ মাসেরও বেশি সময় জেলে ছিলেন তিনি। এরপরই কেজরিওয়াল জানান, তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে চান ৷ দিল্লির নয়া মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জল্পনা শুরু হয় ৷ কেজরিওয়ালের স্ত্রী সুনীতাকেও চেয়ারে বসানো হতে পারে বলে শোনা গিয়েছিল ৷ শেষমেশ দলের এক দশকের নেত্রী অতিশীকে মুখ্যমন্ত্রী করা হল।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.