মহাসমুন্দ (ছত্তিশগড়), 28 মে: যেন দৃশ্যম সিনেমা ! প্রেমের সম্পর্কের জেরে বান্ধবীর স্বামীকে খুন করে দেহ অফিসের ভেতরে পুঁতে রাখল জ্যোতিষী ৷ পুলিশ গিয়ে 5 ফুট গর্ত খুঁড়ে মাটির তলা থেকে উদ্ধার করল দেহটি ৷ ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের মহাসমুন্দে কোতয়ালি থানা এলাকায় ৷ মৃত যুবকের নাম যুপেশ চন্দ্রকর (41) ৷
জানা গিয়েছে, বীরকোনির বাসিন্দা যুপেশ ৷ 14 ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন তিনি । এ নিয়ে কোতোয়ালি থানায় অভিযোগ করেন তাঁর পরিবারের লোকজন । সোমবার কোতোয়ালি থানার পুলিশ 41 বছর বয়সি নিখোঁজ যুবক সম্পর্কে কিছু তথ্য পায় । এরপরেও পুলিশ অভিযুক্ত মুকুন্দ ত্রিপাঠীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে । পুলিশের দাবি, ধৃত জিজ্ঞাসাবাদে জানায় যে সে যুপেশ চন্দ্রকরকে খুন করে তার অফিসের ভেতরে মাটির নীচে 5 ফুট গর্ত খুঁড়ে দেহ পুঁতে দিয়েছে । অফিসটি লোহানী বিল্ডিংয়ে অবস্থিত ৷ তারপরই অভিযুক্তকে সঙ্গে নিয়ে পুলিশ লোহানী বিল্ডিংয়ে পৌঁছয় এবং মাটি খুঁড়ে দেহটি উদ্ধার করে । দেহের 40 শতাংশ পচন ধরে গিয়েছিল ।
নেপথ্যে কি অপূর্ণ প্রেম ? ছত্তিশগড়ে যুবকের হাতে বলি একই পরিবারের 5 জন
নিহতের দাদা মণীশ চন্দ্রকর বলেন, "ভাই নিখোঁজ ছিল । সন্ধ্যায় থানা থেকে ফোন আসে যে ভাইয়ের দেহ পাওয়া গিয়েছে । আমি তাঁর জামাকাপড় এবং চুল দেখে তাঁকে আমার ভাই হিসাবে চিহ্নিত করেছি । বীরকোনিতে থাকতেন ভাই । 20 নভেম্বর 2023 সালে মহাসমুন্দে স্থানান্তরিত হয় । অভিযুক্ত মুকুন্দ ত্রিপাঠীর সঙ্গে ভাইয়ের পরিচয় কীভাবে হল তা জানা যায়নি ।"
পুলিশ সূত্রে খবর, নিহত যুপেশ চন্দ্রকর কৃষিকাজ করতেন ও ফ্লোর মাইন চালাতেন । তাঁর স্ত্রী জ্যোতি চন্দ্রকর একজন শিক্ষিকা । মৃত যুবক 2023 সালের নভেম্বরে স্ত্রীকে নিয়ে বীরকোনি থেকে মহাসমুন্দে এসে ক্লাবপাড়ায় থাকতে শুরু করেন । অভিযুক্ত মুকুন্দ ত্রিপাঠী ওই এলাকাতেই থাকতেন । মুকুন্দ একজন জ্যোতিষী হিসাবে কাজ করতেন এবং লোহানী বিল্ডিংয়ে একটি ভাড়া অফিস ছিল তার । যুবকের মৃত্যুর পরই তাঁর স্ত্রীর সঙ্গে অভিযুক্তের প্রেমের বিষয়টি সামনে এসেছে ।
কোতয়ালি থানার টিআই ইনচার্জ মণিকা শ্যাম জানান, যুপেশ চন্দ্রকর ও মুকুন্দ ত্রিপাঠীর মধ্যে বিবাদ চলছিল । এই বিরোধে যুপেশকে খুন করে অভিযুক্ত । প্রাথমিকভাবে প্রেমের ঘটনার জেরে খুন বলে মনে করা হচ্ছে । অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চলছে । তাকে আরও জিজ্ঞাসাবাদের পর হত্যার পিছনে আসল কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছি ।
বাংলাদেশি সাংসদের দেহাংশ ভাঙড়ের খালে ! পুলিশি তল্লাশিতে আতঙ্কিত এলাকাবাসী