ETV Bharat / bharat

কোভিশিল্ড টিকায় 'মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া'র কথা আদালতে স্বীকার! কী কী রোগ হতে পারে ? - Covishield - COVISHIELD

COVID Vaccine Covishield: কোভিশিল্ড টিকার জেরে শরীরে হতে পারে থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিন্ড্রোমের (টিটিএস) মতো পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে ৷ আদালতে স্বীকার করে নিল প্রস্তুতকারক সংস্থা অ্যাস্ট্রাজেনেকা ৷ জানেন কী এই টিটিএস ? এর ফলে কী কী সমস্যা হতে পারে ?

COVID Vaccine Covishield
কোভিশিল্ড টিকা
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 30, 2024, 4:14 PM IST

হায়দরাবাদ, 30 এপ্রিল: কোভিডের টিকা কোভিশিল্ডে রয়েছে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া ৷ আদালতে দেওয়া নথিতে প্রথমবার এই কথা স্বীকার করে নিল টিকা প্রস্তুতকারক সংস্থা অ্যাস্ট্রাজেনেকা ৷ এমনটাই রবিবার প্রকাশিত হয়েছে একাধিক সংবাদমাধ্যমে । দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে দাবি করা হয়েছে, অ্যাস্ট্রাজেনেকা ফেব্রুয়ারিতে হাইকোর্টে জমা দেওয়া একটি আইনি নথিতে স্বীকার করেছে যে, তার কোভিড ভ্যাকসিনের ফলে বিরল রোগ টিটিএস হতে পারে ।

টিটিএস কী?

থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিন্ড্রোম (টিটিএস) একটি বিরল কিন্তু গুরুতর অবস্থা যার ফলে মানুষের রক্ত ​​জমাট বাঁধা (থ্রম্বোসিস) এবং প্লেটলেট সংখ্যা কম (থ্রম্বোসাইটোপেনিয়া) হওয়ার মতো আশঙ্কা তৈরি হয় । টিটিএস অস্থি মজ্জা ব্যাধি বা একটি রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দিতে পারে । এটি নির্দিষ্ট ওষুধ গ্রহণের পার্শ্বপ্রতিক্রিয়া হিসাবেও হতে পারে । শিশু এবং প্রাপ্তবয়স্ক উভয়ই আক্রান্ত হতে পারে টিটিএসে ।

টিটিএস'র লক্ষণ

তীব্র মাথাব্যথা, পেটে ব্যথা, শ্বাসকষ্ট, পা ফুলে যাওয়া এবং স্নায়বিক দুর্বলতা টিটিএসের প্রাথমিক লক্ষণ ।

টিটিএস-এর চিকিৎসা

টিটিএস-এর চিকিৎসা সময়সাপেক্ষ ৷ দীর্ঘ প্রক্রিয়ায় মধ্য দিয়ে যেতে হয় ৷ যার মধ্যে রয়েছে হাসপাতালে ভরতি, রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করার জন্য অ্যান্টিকোঅ্যাগুলেশন থেরাপি এবং সহায়ক যত্ন নেওযা জরুরি । ইনট্রাভেনাস ইমিউনোগ্লোবুলিন ও প্লাজমা এক্সচেঞ্জ, প্লেটলেটের মাত্রা স্থিতিশীল করতে এবং ইমিউন-মেডিকেটেড প্রতিক্রিয়া রুখতে ব্যবহার করা যেতে পারে ।

কোভিশিল্ড নিয়ে মামলা

2020 সালে অক্সফোর্ড ইউনিভার্সিটির সঙ্গে মিলে কোভিডের টিকা AZD1222 তৈরি করেছিল প্রস্তুতকারক সংস্থা অ্যাস্ট্রাজেনেকা ৷ অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং সুইডিশ-ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারকের লাইসেন্সের মাধ্যমে ভারত এবং অন্যান্য দেশগুলিতে এটি সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কোভিশিল্ড নামে টিকা তৈরি এবং সরবরাহ করেছিল ৷ এই টিকা নেওয়ার পরে টিটিএস-সহ গুরুতর রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ ৷ এমনকী মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে ৷ এই অভিযোগ নিয়ে অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে আদালতে মামলা করা হয় ৷ সেই মামালায় আদালতে অ্যাস্ট্রাজেনেকা স্বীকার করেছে, এজেড ভ্যাকসিনের ফলে খুব বিরল ক্ষেত্রে টিটিএস রোগ হতে পারে । শুধু এই টিকা নয়, যে কোনও ভ্যাকসিনের ফলে টিটিএস হতে পারে । এই রোগে আক্রান্ত হলে যে কোনও ব্যক্তির বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ।

জেমি স্কট নামে এক ব্যক্তি আদালতে অভিযোগ করেন, তিনি 2021 সালের এপ্রিল মাসে এই টিকা নিয়েছিলেন ৷ এরপরেই তাঁর রক্ত ​​জমাট বেঁধে যায় এবং মস্তিষ্কে গুরুতর আঘাত পান তিনি, যার ফলে তিনি আর কাজ করতে পারেননি ৷ এমনকী হাসপাতালের তরফে তাঁর স্ত্রীকে তিনবার বলা হয়েছে, যে তিনি মরেও যেতে পারেন ৷ ইন্ডিয়া টাইমসে এমনটাই প্রকাশিত হয়েছে ।

আরও পড়ুন:

  1. গরমেও হতে পারে ম্যালেরিয়া, সতর্ক করলেন চিকিৎসক
  2. কোন সময়ে সুগার টেস্ট করা উচিত ? জেনে নিন চিকিৎসকের মতামত
  3. গর্ভাবস্থায় ডেঙ্গি ? বিপদ এড়িয়ে সুস্থ থাকার পথ বললেন চিকিৎসক

হায়দরাবাদ, 30 এপ্রিল: কোভিডের টিকা কোভিশিল্ডে রয়েছে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া ৷ আদালতে দেওয়া নথিতে প্রথমবার এই কথা স্বীকার করে নিল টিকা প্রস্তুতকারক সংস্থা অ্যাস্ট্রাজেনেকা ৷ এমনটাই রবিবার প্রকাশিত হয়েছে একাধিক সংবাদমাধ্যমে । দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে দাবি করা হয়েছে, অ্যাস্ট্রাজেনেকা ফেব্রুয়ারিতে হাইকোর্টে জমা দেওয়া একটি আইনি নথিতে স্বীকার করেছে যে, তার কোভিড ভ্যাকসিনের ফলে বিরল রোগ টিটিএস হতে পারে ।

টিটিএস কী?

থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিন্ড্রোম (টিটিএস) একটি বিরল কিন্তু গুরুতর অবস্থা যার ফলে মানুষের রক্ত ​​জমাট বাঁধা (থ্রম্বোসিস) এবং প্লেটলেট সংখ্যা কম (থ্রম্বোসাইটোপেনিয়া) হওয়ার মতো আশঙ্কা তৈরি হয় । টিটিএস অস্থি মজ্জা ব্যাধি বা একটি রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দিতে পারে । এটি নির্দিষ্ট ওষুধ গ্রহণের পার্শ্বপ্রতিক্রিয়া হিসাবেও হতে পারে । শিশু এবং প্রাপ্তবয়স্ক উভয়ই আক্রান্ত হতে পারে টিটিএসে ।

টিটিএস'র লক্ষণ

তীব্র মাথাব্যথা, পেটে ব্যথা, শ্বাসকষ্ট, পা ফুলে যাওয়া এবং স্নায়বিক দুর্বলতা টিটিএসের প্রাথমিক লক্ষণ ।

টিটিএস-এর চিকিৎসা

টিটিএস-এর চিকিৎসা সময়সাপেক্ষ ৷ দীর্ঘ প্রক্রিয়ায় মধ্য দিয়ে যেতে হয় ৷ যার মধ্যে রয়েছে হাসপাতালে ভরতি, রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করার জন্য অ্যান্টিকোঅ্যাগুলেশন থেরাপি এবং সহায়ক যত্ন নেওযা জরুরি । ইনট্রাভেনাস ইমিউনোগ্লোবুলিন ও প্লাজমা এক্সচেঞ্জ, প্লেটলেটের মাত্রা স্থিতিশীল করতে এবং ইমিউন-মেডিকেটেড প্রতিক্রিয়া রুখতে ব্যবহার করা যেতে পারে ।

কোভিশিল্ড নিয়ে মামলা

2020 সালে অক্সফোর্ড ইউনিভার্সিটির সঙ্গে মিলে কোভিডের টিকা AZD1222 তৈরি করেছিল প্রস্তুতকারক সংস্থা অ্যাস্ট্রাজেনেকা ৷ অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং সুইডিশ-ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারকের লাইসেন্সের মাধ্যমে ভারত এবং অন্যান্য দেশগুলিতে এটি সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কোভিশিল্ড নামে টিকা তৈরি এবং সরবরাহ করেছিল ৷ এই টিকা নেওয়ার পরে টিটিএস-সহ গুরুতর রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ ৷ এমনকী মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে ৷ এই অভিযোগ নিয়ে অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে আদালতে মামলা করা হয় ৷ সেই মামালায় আদালতে অ্যাস্ট্রাজেনেকা স্বীকার করেছে, এজেড ভ্যাকসিনের ফলে খুব বিরল ক্ষেত্রে টিটিএস রোগ হতে পারে । শুধু এই টিকা নয়, যে কোনও ভ্যাকসিনের ফলে টিটিএস হতে পারে । এই রোগে আক্রান্ত হলে যে কোনও ব্যক্তির বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ।

জেমি স্কট নামে এক ব্যক্তি আদালতে অভিযোগ করেন, তিনি 2021 সালের এপ্রিল মাসে এই টিকা নিয়েছিলেন ৷ এরপরেই তাঁর রক্ত ​​জমাট বেঁধে যায় এবং মস্তিষ্কে গুরুতর আঘাত পান তিনি, যার ফলে তিনি আর কাজ করতে পারেননি ৷ এমনকী হাসপাতালের তরফে তাঁর স্ত্রীকে তিনবার বলা হয়েছে, যে তিনি মরেও যেতে পারেন ৷ ইন্ডিয়া টাইমসে এমনটাই প্রকাশিত হয়েছে ।

আরও পড়ুন:

  1. গরমেও হতে পারে ম্যালেরিয়া, সতর্ক করলেন চিকিৎসক
  2. কোন সময়ে সুগার টেস্ট করা উচিত ? জেনে নিন চিকিৎসকের মতামত
  3. গর্ভাবস্থায় ডেঙ্গি ? বিপদ এড়িয়ে সুস্থ থাকার পথ বললেন চিকিৎসক
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.