নয়াদিল্লি, 13 জুলাই: সাত রাজ্যের 13টি বিধানসভা আসনের ভোটের ফল আজ শনিবার ৷ সকাল আটটা থেকে প্রথমে পোস্টাল ব্যালট, পরে ইভিএমের গণনাও শুরু হয়েছে ৷ গত 10 জুলাই ভোটগ্রহণ হয় এই রাজ্যগুলিতে ৷
বিহার, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব এবং হিমাচল প্রদেশের বিধানসভার উপনির্বাচন হয়েছে। নির্বাচন কমিশন বিহার, তামিলনাড়ু, পঞ্জাব এবং মধ্যপ্রদেশের একটি আসনে, উত্তরাখণ্ডের দু’টি আসন, হিমাচল প্রদেশের তিনটি আসন এবং পশ্চিমবঙ্গের চার আসনে ভোট হয়েছে ৷ পশ্চিমবঙ্গের রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলা, হিমাচল প্রদেশের দেরা, হামিরপুর ও নালাগড়, উত্তরাখণ্ডের বদ্রীনাথ ও মঙ্গলৌর, পঞ্জাবের জলন্ধর পশ্চিম, বিহারের রুপাউলি, তামিলনাড়ুর বিক্রভান্দি এবং মধ্যপ্রদেশের অমরওয়ারা আসনে ভোটের গণনা চলছে। বেশিরভাগ আসনে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে সরাসরি লড়াই হচ্ছে ৷ তৃণমূল এবং ডিএমকের সঙ্গেও বিজেপির লড়াই চলছে বেশ কয়েকটি আসনে ৷
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর স্ত্রী কমলেশ ঠাকুর-সহ মোট 15 জন প্রার্থী উপনির্বাচনের লড়াইয়ে আছেন ৷ হিমাচল প্রদেশে দেরা আসনে বিধায়ক হোশিয়ার সিং, হামিরপুরে বিধায়ক আশিস শর্মা এবং নালাগড়ে বিধায়ক কেএল ঠাকুরের পদত্যাগের জেরে উপনির্বাচন হচ্ছে। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর স্ত্রী কমলেশ ঠাকুরকে কংগ্রেস দেরায় প্রার্থী করেছে ৷ হামিরপুরে পুষ্পিন্দর ভার্মাকে এবং নালাগড়ে হরদীপ সিং বাবাকে হাত শিবির টিকিট দিয়েছে। পশ্চিমবঙ্গের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে 62.71 শতাংশ ভোট পড়েছিল ৷ পশ্চিমবঙ্গের উপনির্বাচনে রায়গঞ্জ থেকে কৃষ্ণ কল্যাণী, বাগদা থেকে বিশ্বজিৎ দাস এবং রানাঘাট দক্ষিণ থেকে মুকুট মণি অধিকারী লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পদত্যাগ করেছিলেন। উত্তরাখণ্ডের মঙ্গলৌর বিধানসভা কেন্দ্রে ভোটের দিনই ব্যাপক সংঘর্ষ হয় ৷ ঘটনায় চারজন আহত হয়েছিল ৷ তারপরও 67.28 শতাংশের বেশি ভোট পড়েছিল ওই কেন্দ্রে ৷
বদ্রীনাথ উপনির্বাচনে বিজেপির রাজেন্দ্র ভান্ডারী এবং কংগ্রেসের লখপত সিং বুটোলার মধ্যে লড়াই হয়েছে। বিহারে, তিনটির বেশি আসনে 57 শতাংশের বেশি ভোটদান হয়েছিল ৷ বিধায়ক বিমা ভারতীর পদত্যাগের কারণে উপনির্বাচন হয় ৷ আগে জেডিউ-র হয়ে বেশ কয়েকবার বিধায়ক হলেও সম্প্রতি দল ছেড়েছেন তিনি। আরজেডির টিকিটে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন ৷ মধ্যপ্রদেশের ছিন্দওয়ারায় অমরওয়ারা বিধানসভা আসনে ভোটগ্রহণ হয়েছিল ৷ 78.71 শতাংশ ভোট পড়েছিল ৷ তিনবারের কংগ্রেস বিধায়ক কমলেশ শাহ মার্চ মাসে বিজেপিতে যাওয়ার পরে আসনটি ফাঁকা হয়। তামিলনাড়ুর বিক্রভান্দি বিধানসভা কেন্দ্রে 82.48 শতাংশ ভোটার ভোট দান করেছিলেন ৷ ডিএমকে বিধায়ক এন পুঘাঝেন্দির মৃত্যুর কারণে উপনির্বাচন হয় এই আসনে ৷ ডিএমকে-এর প্রার্থী আন্নিয়ুর শিভা ওরফে শিবশানমুগাম, পিএমকে-এর সি আনবুমানি-সহ মোট 29 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷
পঞ্জাবে, জলন্ধর পশ্চিম বিধানসভা উপনির্বাচনে 55 শতাংশ ভোট পড়েছিল ৷ আপ, বিজেপি এবং কংগ্রেসের মধ্যে ত্রিমূখী লড়াই হচ্ছে এই আসনে ৷ আপ বিধায়ক শীতল আঙ্গুরাল বিজেপিতে যোগ দেওয়ার পরে আসনটি খালি হয়।