ETV Bharat / bharat

হাওয়ালা ও দিল্লি জল বোর্ডে অনিয়ম মামলায় ইডির তলব উপেক্ষা কেজরিওয়ালের - Arvind Kejriwal Skips ED Summons

Arvind Kejriwal Skips ED Summons: এতদিন আবগারি নীতি নির্ধারণ মামলায় ইডির তলব উপেক্ষা করছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ এবার দিল্লি জল বোর্ডে দুর্নীতির সঙ্গে যুক্ত হাওয়ালা মামলাতেও ইডি-র তদন্তে অসহযোগিতার অভিযোগ আম আদমি পার্টির সুপ্রিমোর বিরুদ্ধে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 18, 2024, 3:21 PM IST

নয়াদিল্লি, 18 মার্চ: দিল্লি জল বোর্ডে আর্থিক তছরুপ মামলায় ইডির সমন এড়িয়ে গেলে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ এনিয়ে পালটা আম আদমি পার্টির তরফে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবকে বেআইনি বলে উল্লেখ করা হয়েছে ৷ তাদের তরফে অভিযোগ করা হয়েছে, বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে কেজরিওয়ালের বিরুদ্ধে ব্যবহার করছে ৷

উল্লেখ্য, রবিবার দিল্লির মুখ্যমন্ত্রীকে নোটিশ পাঠিয়েছিল ইডি ৷ সেখানে মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্টে কেজরিওয়ালকে আজ জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় ৷ ডিজেবি-তে অবৈধ টেন্ডার ও অর্থ তছরুপের অভিযোগ উঠেছে ৷ যার তদন্ত শুরু করেছে ইডি ৷ সেই তদন্তের সূত্রে মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্টের (পিএমএলএ) ধারা 50-এর অধীনে কেজরিওয়ালকে সমন পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ আম আদমি পার্টির নেতা এবং দিল্লির মন্ত্রী অতিশী রবিবার দাবি করেছিলেন যে মামলাটি 'ভুয়ো' ৷ তিনি বলেন যে, দল এই বিষয়ে ইডি দ্বারা নথিভুক্ত করা মামলা সম্পর্কে অবগত নয় ।

তবে, এটাই প্রথম নয় ৷ এর আগে দিল্লি আবগারি নীতি নির্ধারণ ও আর্থিক তছরুপ মামলাতেও অরবিন্দ কেজরিওয়ালকে মোট 9 বার নোটিশ পাঠিয়েছিল ইডি ৷ তার একটিতেও ইডির মুখোমুখি হননি কেজরিওয়াল ৷ প্রতিবারই বেআইনি নোটিশ বা কাজের ব্যস্ততার অজুহাতে ইডির তলব এড়িয়ে গিয়েছেন আপ সুপ্রিমো ৷ এবার জল বোর্ডে অনিয়ম ও আর্থিক তছরুপ মামলাতেও একইভাবে ইডিকে এড়িয়ে গেলেন তিনি ৷ এ নিয়ে গতকাল অতিশী অভিযোগ করেন, "এটা দেখে মনে হচ্ছে কেজরিওয়ালকে গ্রেফতার করার বিকল্প পরিকল্পনা তৈরি করা হচ্ছে ৷ চেষ্টা চলছে লোকসভা নির্বাচনের আগে কেজরিওয়ালকে প্রচার থেকে আটকানো ৷"

আর এটা পুরোটাই পূর্ব পরিকল্পতি বলে অভিযোগ করেছেন অতিশী ৷ তাঁর দাবি, "কমিশন শনিবার বিকেলে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের কয়েকঘণ্টার মধ্যে কেজরিওয়ালকে দু’টি সমন পাঠানো হল ৷ যার একটি আবগারি নীতি ও দ্বিতীয়টি দিল্লি জল বোর্ড সংক্রান্ত ৷ বিজেপি ইডি ও সিবিআই-কে নিজেদের গুন্ডা হিসেবে ব্যবহার করছে বিরোধীদের শেষ করার জন্য ৷"

আরও পড়ুন:

  1. কেজরিকে আরও একটি সমন ইডির, সোমে তলব দিল্লি জল বোর্ডে আর্থিক তছরুপ মামলায়
  2. মার্চেই জিজ্ঞাসাবাদ, কেজরিওয়ালকে নবম সমন জারি ইডির
  3. ইডির সমন মামলায় রাউজ অ্যাভিনিউ কোর্টে জামিন কেজরিওয়ালের

নয়াদিল্লি, 18 মার্চ: দিল্লি জল বোর্ডে আর্থিক তছরুপ মামলায় ইডির সমন এড়িয়ে গেলে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ এনিয়ে পালটা আম আদমি পার্টির তরফে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবকে বেআইনি বলে উল্লেখ করা হয়েছে ৷ তাদের তরফে অভিযোগ করা হয়েছে, বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে কেজরিওয়ালের বিরুদ্ধে ব্যবহার করছে ৷

উল্লেখ্য, রবিবার দিল্লির মুখ্যমন্ত্রীকে নোটিশ পাঠিয়েছিল ইডি ৷ সেখানে মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্টে কেজরিওয়ালকে আজ জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় ৷ ডিজেবি-তে অবৈধ টেন্ডার ও অর্থ তছরুপের অভিযোগ উঠেছে ৷ যার তদন্ত শুরু করেছে ইডি ৷ সেই তদন্তের সূত্রে মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্টের (পিএমএলএ) ধারা 50-এর অধীনে কেজরিওয়ালকে সমন পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ আম আদমি পার্টির নেতা এবং দিল্লির মন্ত্রী অতিশী রবিবার দাবি করেছিলেন যে মামলাটি 'ভুয়ো' ৷ তিনি বলেন যে, দল এই বিষয়ে ইডি দ্বারা নথিভুক্ত করা মামলা সম্পর্কে অবগত নয় ।

তবে, এটাই প্রথম নয় ৷ এর আগে দিল্লি আবগারি নীতি নির্ধারণ ও আর্থিক তছরুপ মামলাতেও অরবিন্দ কেজরিওয়ালকে মোট 9 বার নোটিশ পাঠিয়েছিল ইডি ৷ তার একটিতেও ইডির মুখোমুখি হননি কেজরিওয়াল ৷ প্রতিবারই বেআইনি নোটিশ বা কাজের ব্যস্ততার অজুহাতে ইডির তলব এড়িয়ে গিয়েছেন আপ সুপ্রিমো ৷ এবার জল বোর্ডে অনিয়ম ও আর্থিক তছরুপ মামলাতেও একইভাবে ইডিকে এড়িয়ে গেলেন তিনি ৷ এ নিয়ে গতকাল অতিশী অভিযোগ করেন, "এটা দেখে মনে হচ্ছে কেজরিওয়ালকে গ্রেফতার করার বিকল্প পরিকল্পনা তৈরি করা হচ্ছে ৷ চেষ্টা চলছে লোকসভা নির্বাচনের আগে কেজরিওয়ালকে প্রচার থেকে আটকানো ৷"

আর এটা পুরোটাই পূর্ব পরিকল্পতি বলে অভিযোগ করেছেন অতিশী ৷ তাঁর দাবি, "কমিশন শনিবার বিকেলে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের কয়েকঘণ্টার মধ্যে কেজরিওয়ালকে দু’টি সমন পাঠানো হল ৷ যার একটি আবগারি নীতি ও দ্বিতীয়টি দিল্লি জল বোর্ড সংক্রান্ত ৷ বিজেপি ইডি ও সিবিআই-কে নিজেদের গুন্ডা হিসেবে ব্যবহার করছে বিরোধীদের শেষ করার জন্য ৷"

আরও পড়ুন:

  1. কেজরিকে আরও একটি সমন ইডির, সোমে তলব দিল্লি জল বোর্ডে আর্থিক তছরুপ মামলায়
  2. মার্চেই জিজ্ঞাসাবাদ, কেজরিওয়ালকে নবম সমন জারি ইডির
  3. ইডির সমন মামলায় রাউজ অ্যাভিনিউ কোর্টে জামিন কেজরিওয়ালের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.