ETV Bharat / bharat

অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ, চিনকে জবাব বিদেশমন্ত্রকের - MEA Hits Back at China

Arunachal Pradesh: অরুণাচল প্রদেশকে ফের নিজেদের অংশ বলে দাবি করছে চিন ৷ এই নিয়ে মঙ্গলবার প্রতিবেশী দেশকে জবাব দিল ভারত ৷ এ দিন বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে যে অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ৷

MEA
MEA
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 19, 2024, 5:26 PM IST

নয়াদিল্লি, 19 মার্চ: অরুণাচল প্রদেশ নিয়ে চিনের দাবি উড়িয়ে দিল ভারত ৷ মঙ্গলবার বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, অরুণাচল নিয়ে চিনের দাবি ভিত্তিহীন ৷ এই দাবির কোনও যৌক্তিকতা নেই ৷ চিনের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র কর্ণেল ঝ্য়াং জিওগ্যাং জানিয়েছিলেন, জাংনান হল চিনের অঞ্চল ৷ চিন কখনোই তথাকথিত ‘অরুণাচল প্রদেশ’-এর ভারতের অবৈধ প্রতিষ্ঠাকে স্বীকৃতি দেয় না ৷ দৃঢ়ভাবে এর বিরোধিতা করে ৷

চিনা প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র আরও জানিয়েছিলেন যে ভারতের পদক্ষেপগুলি সীমান্ত পরিস্থিতি সহজ করার পরিপন্থী ৷ সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখার পক্ষে উপযুক্ত নয় এই পদক্ষেপগুলি । তাঁরা চান সীমান্তে স্থিতাবস্থা বজায় থাক ৷ তাঁরা চান সীমান্ত পরিস্থিতি জটিল হয়, এমন পদক্ষেপ করা ভারত বন্ধ করুক ৷

চিনা প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্রের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ৷ তিনি বলেন, "আমরা ভারতীয় ভূখণ্ড অরুণাচল প্রদেশ নিয়ে চিনের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্রের করা অযৌক্তিক দাবির বিষয়টি আমরা নজরে রেখেছি ৷’’ তিনি আরও বলেন, "এই বিষয়ে ভিত্তিহীন যুক্তির পুনরাবৃত্তি এই ধরনের দাবির কোনও বৈধতা দেয় না । অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং সবসময়ই থাকবে ৷ এখানকার জনগণ আমাদের উন্নয়ন কর্মসূচি ও পরিকাঠামো প্রকল্প থেকে উপকৃত হবেন ৷"

এর আগে চিনের বিদেশমন্ত্রক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অরুণাচল প্রদেশ সফর ও সেলা টানেলের উদ্বোধন নিয়ে কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছিল ৷ কারণ, চিনের দাবি অরুণাচল প্রদেশ আসলে দক্ষিণ তিব্বত ৷ এই এলাকা চিনের ভূখণ্ডের শাখা ৷ চিন অরুণাচল প্রদেশকে জাংনান বলে উল্লেখ করে ৷ কিন্তু প্রতিবারই চিনের দাবি খারিজ করে ভারত ৷ এবারও তাই করা হল ৷

আরও পড়ুন:

  1. অরুণাচল প্রদেশকে মান্যতা নয়, ফের ভারতকে উস্কানি চিনের
  2. অরুণাচল প্রদেশে ভারতের সীমান্তের ওপারে সেনা ঘাঁটি চিনের
  3. অরুণাচল প্রদেশ নিয়ে চিনের দাবি খারিজ ভারতের

নয়াদিল্লি, 19 মার্চ: অরুণাচল প্রদেশ নিয়ে চিনের দাবি উড়িয়ে দিল ভারত ৷ মঙ্গলবার বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, অরুণাচল নিয়ে চিনের দাবি ভিত্তিহীন ৷ এই দাবির কোনও যৌক্তিকতা নেই ৷ চিনের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র কর্ণেল ঝ্য়াং জিওগ্যাং জানিয়েছিলেন, জাংনান হল চিনের অঞ্চল ৷ চিন কখনোই তথাকথিত ‘অরুণাচল প্রদেশ’-এর ভারতের অবৈধ প্রতিষ্ঠাকে স্বীকৃতি দেয় না ৷ দৃঢ়ভাবে এর বিরোধিতা করে ৷

চিনা প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র আরও জানিয়েছিলেন যে ভারতের পদক্ষেপগুলি সীমান্ত পরিস্থিতি সহজ করার পরিপন্থী ৷ সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখার পক্ষে উপযুক্ত নয় এই পদক্ষেপগুলি । তাঁরা চান সীমান্তে স্থিতাবস্থা বজায় থাক ৷ তাঁরা চান সীমান্ত পরিস্থিতি জটিল হয়, এমন পদক্ষেপ করা ভারত বন্ধ করুক ৷

চিনা প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্রের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ৷ তিনি বলেন, "আমরা ভারতীয় ভূখণ্ড অরুণাচল প্রদেশ নিয়ে চিনের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্রের করা অযৌক্তিক দাবির বিষয়টি আমরা নজরে রেখেছি ৷’’ তিনি আরও বলেন, "এই বিষয়ে ভিত্তিহীন যুক্তির পুনরাবৃত্তি এই ধরনের দাবির কোনও বৈধতা দেয় না । অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং সবসময়ই থাকবে ৷ এখানকার জনগণ আমাদের উন্নয়ন কর্মসূচি ও পরিকাঠামো প্রকল্প থেকে উপকৃত হবেন ৷"

এর আগে চিনের বিদেশমন্ত্রক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অরুণাচল প্রদেশ সফর ও সেলা টানেলের উদ্বোধন নিয়ে কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছিল ৷ কারণ, চিনের দাবি অরুণাচল প্রদেশ আসলে দক্ষিণ তিব্বত ৷ এই এলাকা চিনের ভূখণ্ডের শাখা ৷ চিন অরুণাচল প্রদেশকে জাংনান বলে উল্লেখ করে ৷ কিন্তু প্রতিবারই চিনের দাবি খারিজ করে ভারত ৷ এবারও তাই করা হল ৷

আরও পড়ুন:

  1. অরুণাচল প্রদেশকে মান্যতা নয়, ফের ভারতকে উস্কানি চিনের
  2. অরুণাচল প্রদেশে ভারতের সীমান্তের ওপারে সেনা ঘাঁটি চিনের
  3. অরুণাচল প্রদেশ নিয়ে চিনের দাবি খারিজ ভারতের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.