ETV Bharat / bharat

অরুণাচলে দু‘ঘণ্টার ব্যবধানে জোড়া ভূমিকম্প - Earthquakes in Arunachal Pradesh

Earthquakes in Arunachal Pradesh: মাত্র দু’ঘণ্টার ব্যবধানে দু’বার ভূমিকম্প ৷ বুধবার মধ্যরাতে প্রথম কম্পন অনুভূত হয় ৷ দ্বিতীয় কম্পন তার ঠিক দু’ঘণ্টা পর ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 21, 2024, 8:17 AM IST

Updated : Mar 21, 2024, 9:14 AM IST

ইটানগর, 21 মার্চ: মধ্যরাতে জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল অরুণাচল প্রদেশ ৷ বৃহস্পতকিবার ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজি থেকে পাওয়া তথ্য অনুয়ায়ী বুধবার রাতে প্রথম ভূমিকম্প হয় ৷ এর দু‘ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার কম্পন অনুভূত হয়েছে ৷

প্রথম কম্পন অনুভূত হয় বুধবার রাত 1.49 মিনিটে ৷ ভূ-পৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে এই কম্পনের উৎস ছিল ৷ অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং এলাকা পর্যন্ত বিস্তৃত হয় কম্পন ৷ রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 3.7 ৷ এর ঠিক দুঘণ্টার মধ্যে আবারও একবার ভূমিকম্পন অনুভূত হয় ৷ ভোর রাত 3টা 40 মিনিটে দ্বিতীয় কম্পন অনুভূত হয় ৷ এটি পূর্ব কামেং এলকায় কম্পন অনুভূত হয় ৷ ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে 5 কিলোমিটার গভীরে ৷ কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে 3.4 ৷ বৃহস্পতিবার ন্যাশনাল সিসমোগ্রাফি সেন্টারের এক্স হ্যান্ডেলে টুইট করে দু’টি ভূমিকম্পের কথা জানানো হয়েছে ৷ দু’টি ক্ষেত্রেই তীব্রতা কম থাকায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি ৷

এই বছরের ফেব্রুয়ারি মাসের 3 তারিখেই অরুণাচল প্রদেশের সিয়াং অঞ্চলে ভূমিকম্প হয়েছিল ৷ সেই সময়েও রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 4.3 ৷ ভূ-পৃষ্ঠ থেকে 60 কিলো মিটার গভীরে পেঙ্গানের (Pangin) 975 কিলোমিটার উত্তরে ছিল ভূমিকম্পের উৎসস্থল ৷ তার কয়েকমাস কাটাতে না কাটতেই আবারও ভূমিকম্প অরুণাচল প্রদেশে ৷

চলতি বছরের শুরুতেই জানুয়ারি মাসেই তীব্র কম্পনে কেঁপে উঠেছিল দিল্লি-সহ উত্তর ভারত ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 6.1। আফগানিস্তানেই মূল কম্পনটি অনুভূত হয়েছে। তারই জেরে কেঁপে উঠছে উত্তর ভারত-সহ বিস্তীর্ণ অঞ্চল ৷ এই বছর জাপানেও বড়সড় ভূমিকম্প হয় ৷ প্রায় 65 জনের মৃত্যু হয়েছে ৷ রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 7.6 ৷

আরও পড়ুন:

  1. জাপানের শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে 65, এখনও চলছে উদ্ধারকার্য
  2. জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী-সহ উত্তর ভারত, মাত্রা 6.1
  3. জাপানের ভূমিকম্পে প্রাণ গেল কমপক্ষে 55 জনের, ধীরে ধীরে কমছে সুনামির ভয়

ইটানগর, 21 মার্চ: মধ্যরাতে জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল অরুণাচল প্রদেশ ৷ বৃহস্পতকিবার ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজি থেকে পাওয়া তথ্য অনুয়ায়ী বুধবার রাতে প্রথম ভূমিকম্প হয় ৷ এর দু‘ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার কম্পন অনুভূত হয়েছে ৷

প্রথম কম্পন অনুভূত হয় বুধবার রাত 1.49 মিনিটে ৷ ভূ-পৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে এই কম্পনের উৎস ছিল ৷ অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং এলাকা পর্যন্ত বিস্তৃত হয় কম্পন ৷ রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 3.7 ৷ এর ঠিক দুঘণ্টার মধ্যে আবারও একবার ভূমিকম্পন অনুভূত হয় ৷ ভোর রাত 3টা 40 মিনিটে দ্বিতীয় কম্পন অনুভূত হয় ৷ এটি পূর্ব কামেং এলকায় কম্পন অনুভূত হয় ৷ ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে 5 কিলোমিটার গভীরে ৷ কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে 3.4 ৷ বৃহস্পতিবার ন্যাশনাল সিসমোগ্রাফি সেন্টারের এক্স হ্যান্ডেলে টুইট করে দু’টি ভূমিকম্পের কথা জানানো হয়েছে ৷ দু’টি ক্ষেত্রেই তীব্রতা কম থাকায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি ৷

এই বছরের ফেব্রুয়ারি মাসের 3 তারিখেই অরুণাচল প্রদেশের সিয়াং অঞ্চলে ভূমিকম্প হয়েছিল ৷ সেই সময়েও রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 4.3 ৷ ভূ-পৃষ্ঠ থেকে 60 কিলো মিটার গভীরে পেঙ্গানের (Pangin) 975 কিলোমিটার উত্তরে ছিল ভূমিকম্পের উৎসস্থল ৷ তার কয়েকমাস কাটাতে না কাটতেই আবারও ভূমিকম্প অরুণাচল প্রদেশে ৷

চলতি বছরের শুরুতেই জানুয়ারি মাসেই তীব্র কম্পনে কেঁপে উঠেছিল দিল্লি-সহ উত্তর ভারত ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 6.1। আফগানিস্তানেই মূল কম্পনটি অনুভূত হয়েছে। তারই জেরে কেঁপে উঠছে উত্তর ভারত-সহ বিস্তীর্ণ অঞ্চল ৷ এই বছর জাপানেও বড়সড় ভূমিকম্প হয় ৷ প্রায় 65 জনের মৃত্যু হয়েছে ৷ রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 7.6 ৷

আরও পড়ুন:

  1. জাপানের শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে 65, এখনও চলছে উদ্ধারকার্য
  2. জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী-সহ উত্তর ভারত, মাত্রা 6.1
  3. জাপানের ভূমিকম্পে প্রাণ গেল কমপক্ষে 55 জনের, ধীরে ধীরে কমছে সুনামির ভয়
Last Updated : Mar 21, 2024, 9:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.