ETV Bharat / bharat

ক্লাসরুম থেকে প্রতিরক্ষার মহা দায়িত্বে, বন্ধুত্বে জুড়ল সেনা-নৌসেনা - Army and Navy Chiefs Script History - ARMY AND NAVY CHIEFS SCRIPT HISTORY

Rare Occurrence in Indian Army: বিরল মুহূর্তের সাক্ষী সেনাবাহিনী ৷ এখন থেকে সেনা প্রধান আর নৌসেনা প্রধানের দায়িত্ব সামলাবেন দুই প্রাক্তন সহপাঠী ৷ ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থায় বন্ধুত্বের এমন জয়গান আগে কখনও শোনা যায়নি ৷

Indian Army
নৌসেনা এবং সেনা প্রধান (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 30, 2024, 10:46 PM IST

নয়াদিল্লি, 30 জুন: এক দারুণ সমাপতনের সাক্ষী দেশ ৷ সেনা এবং নৌসেনা প্রধানের দায়িত্বে এলেন দুই প্রাক্তন সহপাঠী ৷ মধ্য়প্রদেশে রেওয়ার সৈনিক স্কুলের দুই প্রাক্তন ছাত্র লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এবং অ্য়াডমিরাল দীনেশ ত্রিপাঠীর হাত ধরে এমন বিরল ঘটনার সাক্ষী দেশ ৷

রবিবার দেশের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ৷ সাতের দশকের শুরুর দিকে সৈনিক স্কুলের পঞ্চম শ্রেণিতে পড়তেন এই দু'জন ৷ রোল নম্বরও ছিল কাছাকাছি ৷ সেনা প্রধানের রোল নম্বর ছিল 931, আর নৌসেনা প্রধানের 938 ৷

ভারত মায়ের দুই বীর সন্তানের বন্ধুত্ব শুরু সেখান থেকে ৷ সেনা এবং নৌসেনার বিভিন্ন পদে সুনামের সঙ্গে কাজ করা দুই বন্ধু এখন 140 কোটি নাগরিকের ভালো-মন্দ দেখভাল করবেন একসঙ্গে ৷ সমন্বয় রেখে ৷ ঠিক 50 বছর আগে সৈনিক স্কুলের ক্লাসরুমে যা করতেন তাঁরা ৷

একাধিক সূত্র সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছে, কর্মজীবনের বিভিন্ন ধাপেও তাঁদের বন্ধুত্ব ছিল অটুট ৷ একে অপরের শক্তি হয়েই থেকে গিয়েছেন ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার দুই স্তম্ভ ৷ দু'জনকেই কাছ থেকে দেখেছেন এমন অনেকেই মনে করেন, দু'জনের মধ্যে থাকা ভালো বন্ধুত্ব সেনাবাহিনীতে নেতৃত্ব দেওয়ার কাজকে সহজ করে দেবে ৷ দু'টি বাহিনীর মধ্যে যোগাযোগ আরও নিবিড় হবে ৷

প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র এক্স হ্যান্ডেলে এ নিয়ে পোস্ট করেছেন ৷ তাঁর মতে, মধ্যপ্রদেশের রেওয়ার সৈনিক স্কুল যে সম্মান পেল তাও বিরল ৷ আগামিদিনে ভারতীয় সেনাবাহিনীর দুই দিকপালকে লালন পালনের এমন সুযোগ সবদিক থেকেই অভাবনীয় ৷ রেওয়ার স্কুল থেকে শুরু হওয়া দুই বন্ধুর এই বর্ণময় কর্মজীবনের মধ্যে মিল আছে আরও এক জায়গায় ৷ দু'জনের দায়িত্বে আসাও প্রায় একই সময়ে ৷ রবিবার সেনা প্রধানের দায়িত্ব নিলেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ৷ আর মাত্র মাস দুয়েক আগে দায়িত্বে এসেছেন অ্য়াডমিরাল দীনেশ ত্রিপাঠী ৷

সেনা প্রধানের জন্ম 1964 সালের 1 জুলাই ৷ বাহিনীতে যোগ দান 1984 সালের 15 ডিসেম্বর ৷ প্রায় চার দশক সেনার একাধিক দায়িত্ব পালন করেছেন তিনি ৷ অন্যদিকে প্রায় একই সময়ে নৌসেনায় যোগ দেন অ্য়াডমিরাল দীনেশ ত্রিপাঠী ৷ ছাত্র হিসেবে দু'জনের কেরিয়ারই মনে রাখার মতো ৷ দু'জনেই প্রতিরক্ষা বিজ্ঞান নিয়ে পড়াশুনো করেছেন ৷ দু'জনেই আমেরিকার বহু চর্চিত ওয়ার কলেজের ছাত্রও ছিলেন ৷

নয়াদিল্লি, 30 জুন: এক দারুণ সমাপতনের সাক্ষী দেশ ৷ সেনা এবং নৌসেনা প্রধানের দায়িত্বে এলেন দুই প্রাক্তন সহপাঠী ৷ মধ্য়প্রদেশে রেওয়ার সৈনিক স্কুলের দুই প্রাক্তন ছাত্র লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এবং অ্য়াডমিরাল দীনেশ ত্রিপাঠীর হাত ধরে এমন বিরল ঘটনার সাক্ষী দেশ ৷

রবিবার দেশের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ৷ সাতের দশকের শুরুর দিকে সৈনিক স্কুলের পঞ্চম শ্রেণিতে পড়তেন এই দু'জন ৷ রোল নম্বরও ছিল কাছাকাছি ৷ সেনা প্রধানের রোল নম্বর ছিল 931, আর নৌসেনা প্রধানের 938 ৷

ভারত মায়ের দুই বীর সন্তানের বন্ধুত্ব শুরু সেখান থেকে ৷ সেনা এবং নৌসেনার বিভিন্ন পদে সুনামের সঙ্গে কাজ করা দুই বন্ধু এখন 140 কোটি নাগরিকের ভালো-মন্দ দেখভাল করবেন একসঙ্গে ৷ সমন্বয় রেখে ৷ ঠিক 50 বছর আগে সৈনিক স্কুলের ক্লাসরুমে যা করতেন তাঁরা ৷

একাধিক সূত্র সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছে, কর্মজীবনের বিভিন্ন ধাপেও তাঁদের বন্ধুত্ব ছিল অটুট ৷ একে অপরের শক্তি হয়েই থেকে গিয়েছেন ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার দুই স্তম্ভ ৷ দু'জনকেই কাছ থেকে দেখেছেন এমন অনেকেই মনে করেন, দু'জনের মধ্যে থাকা ভালো বন্ধুত্ব সেনাবাহিনীতে নেতৃত্ব দেওয়ার কাজকে সহজ করে দেবে ৷ দু'টি বাহিনীর মধ্যে যোগাযোগ আরও নিবিড় হবে ৷

প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র এক্স হ্যান্ডেলে এ নিয়ে পোস্ট করেছেন ৷ তাঁর মতে, মধ্যপ্রদেশের রেওয়ার সৈনিক স্কুল যে সম্মান পেল তাও বিরল ৷ আগামিদিনে ভারতীয় সেনাবাহিনীর দুই দিকপালকে লালন পালনের এমন সুযোগ সবদিক থেকেই অভাবনীয় ৷ রেওয়ার স্কুল থেকে শুরু হওয়া দুই বন্ধুর এই বর্ণময় কর্মজীবনের মধ্যে মিল আছে আরও এক জায়গায় ৷ দু'জনের দায়িত্বে আসাও প্রায় একই সময়ে ৷ রবিবার সেনা প্রধানের দায়িত্ব নিলেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ৷ আর মাত্র মাস দুয়েক আগে দায়িত্বে এসেছেন অ্য়াডমিরাল দীনেশ ত্রিপাঠী ৷

সেনা প্রধানের জন্ম 1964 সালের 1 জুলাই ৷ বাহিনীতে যোগ দান 1984 সালের 15 ডিসেম্বর ৷ প্রায় চার দশক সেনার একাধিক দায়িত্ব পালন করেছেন তিনি ৷ অন্যদিকে প্রায় একই সময়ে নৌসেনায় যোগ দেন অ্য়াডমিরাল দীনেশ ত্রিপাঠী ৷ ছাত্র হিসেবে দু'জনের কেরিয়ারই মনে রাখার মতো ৷ দু'জনেই প্রতিরক্ষা বিজ্ঞান নিয়ে পড়াশুনো করেছেন ৷ দু'জনেই আমেরিকার বহু চর্চিত ওয়ার কলেজের ছাত্রও ছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.