ETV Bharat / bharat

আগাম সতর্ক করেনি কেন্দ্র! শাহের দাবি খারিজ বিজয়নের - ARGUEMENT ON WAYANAD LANDSLIDE

Kerala CM Responds to Amit Shah: কেরলের ওয়েনাড়ে অব্যাহত মৃত্যু মিছিল ৷ বুধবার রাত পর্যন্ত 184 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ এবার এরই মধ্যে প্রাকৃতিক বিপর্যয় নিয়ে শুরু হল রাজনৈতিক তরজা ৷

Kerala CM Responds to Amit Shah
কেরলের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 31, 2024, 10:53 PM IST

তিরুঅনন্তপুরম, 31 জুলাই: ধসের ব্যাপারে আগাম সতর্ক করেনি কেন্দ্রীয় সরকার ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দাবি খারিজ করে এমনই দাবি করলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ৷ রাজ্যসভায় বুধবার সকালে শাহ দাবি করেন, কেরলে প্রাকৃতিক বিপর্যয় হতে পারে বলে 23 জুন রাজ্য় প্রশাসনকে সতর্ক করেছিল কেন্দ্রীয় সরকার ৷ কিন্তু রাজ্য় সরকার গুরুত্ব দেয়নি ৷ শুধু তাই নয়, কেরলে এনডিআরএফের দল পৌঁছে যাওয়ার পরও রাজ্য প্রশাসনের টনক নড়েনি বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী ৷

এই দাবি মানতে নারাজ মুখ্যমন্ত্রী বিজয়ন ৷ তিনি জানিয়েছেন, মৌসম ভবনের তরফে ওয়েনাড় জেলার জন্য কমলা সতর্কতা জারি হয়েছিল ৷ এর বেশি কিছু হয়নি ৷ ঘটনাচক্রে ওয়েনাড়ে বৃষ্টিপাতের পরিমাণ 500 মিলিমিটারেরও বেশি ৷ কেন্দ্রীয় সরকারের তরফে এর চেয়ে বেশি কোনও তথ্য দেওয়া হয়নি বলে দাবি দেশের একমাত্র বাম মুখ্যমন্ত্রীর ৷ পাশাপাশি এখন একে অপরকে দোষারোপ করার সময় নয় বলে মনে করেন তিনি ৷

এর আগে এদিন সকালে সংসদের উচ্চকক্ষে বক্তব্য পেশ করেন অমিত ৷ সেখানে কেরলের ধসের প্রসঙ্গে তিনি দাবি করেন 30 জুলাই ধস হওয়ার অনেক আগে 23 তারিখ কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্যকে প্রাকৃতিক দুর্যোগের ব্যাপারে সতর্ক করা হয়েছিল ৷ পরদিন আরও একবার সতর্ক করা হয় ৷ কিন্তু রাজ্য প্রশাসন সতর্ক হয়নি ৷ এমনকী সে রাজ্যে এনডিআরএফ যাওয়ার পরও প্রশাসন ব্যবস্থা নেয়নি ৷ এরই জবাব দিলেন মুখ্যমন্ত্রী ৷

'ভগবানের আপন দেশ' কেরলে দুর্ঘটনা হয় মঙ্গলবার ভোররাতে ৷ ওয়েনাড় জেলার পাহাড়ি এলাকায় ভয়াবহ ভূমি ধস নামে ৷ তাতে প্রাণ হারান বহু মানুষ ৷ প্রাথমিকভাবে 15 জনের মৃত্যুর কথা জানা গিয়েছিল ৷ পরে ক্রমশ বাড়তে থাকে মৃতের সংখ্যা ৷ বুধবার রাতে রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে 184 জনের মৃত্যু হয়েছে ৷ এই সংখ্যা আরও বাড়তে পারে ৷ এখনও পর্যন্ত কয়েক হাজার জনকে উদ্ধার করা হয়েছে ৷ নিখোঁজের সংখ্যা কমপক্ষে 180 জন ৷ পরিস্থিতির উপর নজর রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আহতদের চিকিৎসা ও আশ্রয়ের জন্য 118টি ত্রাণ শিবির খোলা হয়েছে বলে জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এবার এই প্রাকৃতিক বিপর্যয় নিয়েই শুরু হল রাজনৈতিক তরজা ৷

তিরুঅনন্তপুরম, 31 জুলাই: ধসের ব্যাপারে আগাম সতর্ক করেনি কেন্দ্রীয় সরকার ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দাবি খারিজ করে এমনই দাবি করলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ৷ রাজ্যসভায় বুধবার সকালে শাহ দাবি করেন, কেরলে প্রাকৃতিক বিপর্যয় হতে পারে বলে 23 জুন রাজ্য় প্রশাসনকে সতর্ক করেছিল কেন্দ্রীয় সরকার ৷ কিন্তু রাজ্য় সরকার গুরুত্ব দেয়নি ৷ শুধু তাই নয়, কেরলে এনডিআরএফের দল পৌঁছে যাওয়ার পরও রাজ্য প্রশাসনের টনক নড়েনি বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী ৷

এই দাবি মানতে নারাজ মুখ্যমন্ত্রী বিজয়ন ৷ তিনি জানিয়েছেন, মৌসম ভবনের তরফে ওয়েনাড় জেলার জন্য কমলা সতর্কতা জারি হয়েছিল ৷ এর বেশি কিছু হয়নি ৷ ঘটনাচক্রে ওয়েনাড়ে বৃষ্টিপাতের পরিমাণ 500 মিলিমিটারেরও বেশি ৷ কেন্দ্রীয় সরকারের তরফে এর চেয়ে বেশি কোনও তথ্য দেওয়া হয়নি বলে দাবি দেশের একমাত্র বাম মুখ্যমন্ত্রীর ৷ পাশাপাশি এখন একে অপরকে দোষারোপ করার সময় নয় বলে মনে করেন তিনি ৷

এর আগে এদিন সকালে সংসদের উচ্চকক্ষে বক্তব্য পেশ করেন অমিত ৷ সেখানে কেরলের ধসের প্রসঙ্গে তিনি দাবি করেন 30 জুলাই ধস হওয়ার অনেক আগে 23 তারিখ কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্যকে প্রাকৃতিক দুর্যোগের ব্যাপারে সতর্ক করা হয়েছিল ৷ পরদিন আরও একবার সতর্ক করা হয় ৷ কিন্তু রাজ্য প্রশাসন সতর্ক হয়নি ৷ এমনকী সে রাজ্যে এনডিআরএফ যাওয়ার পরও প্রশাসন ব্যবস্থা নেয়নি ৷ এরই জবাব দিলেন মুখ্যমন্ত্রী ৷

'ভগবানের আপন দেশ' কেরলে দুর্ঘটনা হয় মঙ্গলবার ভোররাতে ৷ ওয়েনাড় জেলার পাহাড়ি এলাকায় ভয়াবহ ভূমি ধস নামে ৷ তাতে প্রাণ হারান বহু মানুষ ৷ প্রাথমিকভাবে 15 জনের মৃত্যুর কথা জানা গিয়েছিল ৷ পরে ক্রমশ বাড়তে থাকে মৃতের সংখ্যা ৷ বুধবার রাতে রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে 184 জনের মৃত্যু হয়েছে ৷ এই সংখ্যা আরও বাড়তে পারে ৷ এখনও পর্যন্ত কয়েক হাজার জনকে উদ্ধার করা হয়েছে ৷ নিখোঁজের সংখ্যা কমপক্ষে 180 জন ৷ পরিস্থিতির উপর নজর রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আহতদের চিকিৎসা ও আশ্রয়ের জন্য 118টি ত্রাণ শিবির খোলা হয়েছে বলে জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এবার এই প্রাকৃতিক বিপর্যয় নিয়েই শুরু হল রাজনৈতিক তরজা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.