ETV Bharat / bharat

আরে তুমি তো মহিলা, কিছু জানো ? চুপচাপ কথা শোনো: মহিলা বিধায়ককে নীতীশ - Nitish Kumar - NITISH KUMAR

Nitish Kumar: বিহার বিধানসভায় মেজাজ হারালেন নীতীশ কুমার ৷ তিনি আরজেডি মহিলা বিধায়ককে আপত্তিকর কথা বলে বিতর্কে জড়ালেন ৷ কী বলেছেন তিনি ? দেখে নিন ৷

ETV BHARAT
বিহার বিধানসভায় নীতীশ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 24, 2024, 4:27 PM IST

পটনা, 24 জুলাই: বিধানসভায় দাঁড়িয়ে মহিলা বিধায়ককে আপত্তিকর কথা বলে বিতর্কে জড়ালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ আরজেডি-র মহিলা বিধায়ক রেখা দেবী পাসোয়ানের উপর ক্ষেপে গিয়ে নীতীশ নারী জাতিকে খাটো করে মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে ৷

কী বলেছেন নীতীশ কুমার ?

বুধবার বিহার বিধানসভায় বক্তব্য রাখছিলেন নীতীশ কুমার ৷ সেই সময় বিরোধীরা প্রচণ্ড হট্টগোল শুরু করে । তখনই আরজেডি বিধায়ক রেখা দেবীর উপর বেজায় চটে যান বিহারের মুখ্যমন্ত্রী ৷

  • তিনি রেখা দেবীর উদ্দেশে বলেন, "আরে তুমি তো মহিলা ৷ তুমি কি কিছু জানো ? চুপচাপ আমার কথা শোনো ৷"

বিধানসভায় বিরোধী বিধায়ক রেখা দেবী পাসোয়ানের কটাক্ষের জবাব দিতে গিয়ে নীতীশ কুমার বলেন, "আমরা যা বলছি আপনারা যদি বসে শোনেন, তাহলে আপনারাও (বিরোধীরা) এটা পছন্দ করবেন । আমাদের ইচ্ছা ছিল সবাইকে ডাকতে । আমরা সবাইকে ডেকে মিটিং করেছি, একটি সমীক্ষা করা হয়েছে । আমরা জাতীয় জনগণনা করেছি ৷ আপনারা এমনি এমনিই এসব বলে যান ৷ আমিই সংরক্ষণ করিয়েছি ৷ আরে, তুমি তো মহিলা ৷ কিছুই জানো না ৷ এগুলো কোথা থেকে আসে ৷ এরা কেউ মহিলাদের এগিয়ে দেয়নি ৷ আমিই 2005-এর পর তা করেছি ৷ তুমি (রেখা দেবী) বলেই যাচ্ছো ৷ চুপচাপ শোনো ৷"

একদিকে মুখ্যমন্ত্রী যখন বক্তব্য রাখছেন তখনই বিরোধীরা স্লোগান দিতে থাকে । মুখ্যমন্ত্রী তখন বলেন, "আমরা সব কাজ করেছি । আপনারা কখনও সমর্থন করেছেন ? আপনাদের কোনও ধারণা আছে ? আমরা সংরক্ষণ ইস্যু নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছি এবং কেন্দ্রকেও দিয়েছি ।"

নীতীশের এই বক্তব্যের সময় বিধানসভায় বিরোধী সদস্যরা 'হায় হায় মুখ্যমন্ত্রী' বলে স্লোগান তুলতে শুরু করে । এই নিয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার উঠে দাঁড়িয়ে বলেন, "আপনারা যদি আমাকে হায় হায় বলেন তাহলে আমিও আপনাদের হায় হায় বলছি ।" মুখ্যমন্ত্রীর এই কথা শুনে বিধানসভায় হাসির রোল ওঠে ৷ বিরোধী দলের সদস্যরা এরপর ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন ৷ বিহারের বিশেষ মর্যাদা এবং 65% সংরক্ষণের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয় । সেই সময় অধ্যক্ষ কংগ্রেস বিধায়ক নন্দ কিশোর যাদবকে কক্ষ থেকে বের করে দেন ৷ তাঁর সঙ্গে মার্শালের হাতাহাতিও হয় । বিধানসভার স্পিকারের নির্দেশে মুন্না তিওয়ারির হাত থেকে পোস্টারটি ছিনিয়ে নেন মার্শাল ।

পটনা, 24 জুলাই: বিধানসভায় দাঁড়িয়ে মহিলা বিধায়ককে আপত্তিকর কথা বলে বিতর্কে জড়ালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ আরজেডি-র মহিলা বিধায়ক রেখা দেবী পাসোয়ানের উপর ক্ষেপে গিয়ে নীতীশ নারী জাতিকে খাটো করে মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে ৷

কী বলেছেন নীতীশ কুমার ?

বুধবার বিহার বিধানসভায় বক্তব্য রাখছিলেন নীতীশ কুমার ৷ সেই সময় বিরোধীরা প্রচণ্ড হট্টগোল শুরু করে । তখনই আরজেডি বিধায়ক রেখা দেবীর উপর বেজায় চটে যান বিহারের মুখ্যমন্ত্রী ৷

  • তিনি রেখা দেবীর উদ্দেশে বলেন, "আরে তুমি তো মহিলা ৷ তুমি কি কিছু জানো ? চুপচাপ আমার কথা শোনো ৷"

বিধানসভায় বিরোধী বিধায়ক রেখা দেবী পাসোয়ানের কটাক্ষের জবাব দিতে গিয়ে নীতীশ কুমার বলেন, "আমরা যা বলছি আপনারা যদি বসে শোনেন, তাহলে আপনারাও (বিরোধীরা) এটা পছন্দ করবেন । আমাদের ইচ্ছা ছিল সবাইকে ডাকতে । আমরা সবাইকে ডেকে মিটিং করেছি, একটি সমীক্ষা করা হয়েছে । আমরা জাতীয় জনগণনা করেছি ৷ আপনারা এমনি এমনিই এসব বলে যান ৷ আমিই সংরক্ষণ করিয়েছি ৷ আরে, তুমি তো মহিলা ৷ কিছুই জানো না ৷ এগুলো কোথা থেকে আসে ৷ এরা কেউ মহিলাদের এগিয়ে দেয়নি ৷ আমিই 2005-এর পর তা করেছি ৷ তুমি (রেখা দেবী) বলেই যাচ্ছো ৷ চুপচাপ শোনো ৷"

একদিকে মুখ্যমন্ত্রী যখন বক্তব্য রাখছেন তখনই বিরোধীরা স্লোগান দিতে থাকে । মুখ্যমন্ত্রী তখন বলেন, "আমরা সব কাজ করেছি । আপনারা কখনও সমর্থন করেছেন ? আপনাদের কোনও ধারণা আছে ? আমরা সংরক্ষণ ইস্যু নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছি এবং কেন্দ্রকেও দিয়েছি ।"

নীতীশের এই বক্তব্যের সময় বিধানসভায় বিরোধী সদস্যরা 'হায় হায় মুখ্যমন্ত্রী' বলে স্লোগান তুলতে শুরু করে । এই নিয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার উঠে দাঁড়িয়ে বলেন, "আপনারা যদি আমাকে হায় হায় বলেন তাহলে আমিও আপনাদের হায় হায় বলছি ।" মুখ্যমন্ত্রীর এই কথা শুনে বিধানসভায় হাসির রোল ওঠে ৷ বিরোধী দলের সদস্যরা এরপর ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন ৷ বিহারের বিশেষ মর্যাদা এবং 65% সংরক্ষণের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয় । সেই সময় অধ্যক্ষ কংগ্রেস বিধায়ক নন্দ কিশোর যাদবকে কক্ষ থেকে বের করে দেন ৷ তাঁর সঙ্গে মার্শালের হাতাহাতিও হয় । বিধানসভার স্পিকারের নির্দেশে মুন্না তিওয়ারির হাত থেকে পোস্টারটি ছিনিয়ে নেন মার্শাল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.