নয়াদিল্লি, 10 জুন: রাষ্ট্রপতি ভবনে রবিবার হাইপ্রোফাইল শপথ গ্রহণ অনুষ্ঠানের নিরাপত্তায় কি গলদ থেকে গিয়েছিল ? অন্তত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর মন্ত্রিসভার শপথের যে ভিডিয়ো পিএমও এবং রাষ্ট্রপতির এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে তাতেই স্পষ্ট হয়েছে বলে মনে করছেন অনেকেই ৷ প্রতিমন্ত্রী হিসেবে বাংলার শান্তনু ঠাকুরের পরই শপথ নেন মধ্যপ্রদেশের দুর্গাদাস উইকে ৷ শপথ নেওয়া শেষ করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অভ্যর্থনা জানাচ্ছিলেন তিনি। সেই সময়ই একটি পশুকে মন্ত্রীর পিছন দিয়ে হেঁটে চলে যেতে দেখা যায় ৷ পরে দিল্লি পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়, ওটি একটি বিড়াল ছাড়া আর কিছুই নয়।
মধ্যপ্রদেশের বেতুল লোকসভা আসন থেকে দ্বিতীয়বারের মতো নির্বাচিত সাংসদ দুর্গাদাস উইকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। উপজাতীয় নেতা উইক রাজনীতিতে আসার আগে শিক্ষক ছিলেন। তারও আগে মধ্যপ্রদেশ পুলিশের কনস্টেবল হিসেবেও কাজ করেছেন। রবিবার রাষ্ট্রপতি ভবনে জমকালো অনুষ্ঠানে তৃতীয় মেয়াদের জন্য শপথ নেন প্রধামন্ত্রী মোদি এবং তাঁর মন্ত্রিসবার সদস্যরা ৷ যেখানে বিদেশি রাষ্ট্রপ্রধান এবং অন্য বিশিষ্ট ব্যক্তি, শিল্পপতি এবং চলচ্চিত্র তারকা-সহ প্রায় আট হাজার অতিথি উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানেই ক্যামেরায় ধরা পড়েছে একটি জন্তু ঠিক রাষ্ট্রপতি এবং মন্ত্রীদের যা নির্দিষ্ট মঞ্চ তার পিছন দিয়ে বেরিয়ে যাচ্ছে ৷
রাষ্ট্রপতি মুর্মু 30 পূর্ণমন্ত্রী, 36 জন প্রতিমন্ত্রী এবং স্বাধীন দায়িত্বপ্রাপ্ত পাঁচজন রাজ্য মন্ত্রী-সহ মোট 72 জনকে শপথ পাঠ করান ৷ রাজনাথ সিং, অমিত শাহ, নীতিন গড়করি, নির্মলা সীতারামন এবং এস জয়শঙ্করের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ক্যাবিনেট মন্ত্রী হিসাবে ওইদিন শপথ নিয়েছেন ৷ নতুন মন্ত্রী পরিষদে এনডিএ জোটের শরিকদের 11 জন মন্ত্রী রয়েছেন।