ETV Bharat / bharat

শিন্ডের বাসভবনে বৈঠকে চন্দ্রবাবু, কী নিয়ে আলোচনা ? - Chandrababu meets Shinde - CHANDRABABU MEETS SHINDE

Chandrababu meets Shinde: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বাসভবনে তাঁর সঙ্গে বৈঠক করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু । তাঁদের মধ্যে কী নিয়ে আলোচনা হয়েছে, দেখে নিন ৷

ETV BHARAT
শিন্ডের বাসভবনে বৈঠকে চন্দ্রবাবু (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 14, 2024, 4:27 PM IST

মুম্বই, 14 জুলাই: আজ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে তাঁর বর্ষা বাংলোতে দেখা করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু । বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, পরিকাঠামো ও অর্থনীতি-সহ বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে ৷ বিশেষ সূত্রের থেকে এ কথা জানা গিয়েছে ৷

'এক্স'-এর একটি পোস্টে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কার্যালয় বলেছে যে, মুখ্যমন্ত্রীরা তাঁদের রাজ্যগুলির মধ্যে অগ্রগতির জন্য সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন । বৈঠকে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কিঞ্জরাপু রামমোহন নাইডু, মহারাষ্ট্রের পিডব্লিউডি মন্ত্রী দাদা ভুসে, শিন্ডের ছেলে তথা সাংসদ শ্রীকান্ত শিন্ডে উপস্থিত ছিলেন ৷

শিন্ডের ঘনিষ্ঠ সূত্রের মতে, দুই মুখ্যমন্ত্রী শিন্ডের সরকারি বাসভবন বর্ষায় প্রায় আধ ঘণ্টা কথা বলেন । সূত্র বলেন, আলোচনায় অন্যান্য বিষয়ের পাশাপাশি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে । সূত্রের কথায়, "শিন্ডে এবং নাইডু দুই রাজ্যের মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক বিনিময় এবং সহযোগিতা নিয়েও আলোচনা করেছেন । তাঁরা পরিকাঠামোগত উন্নয়ন এবং ডিজিটাল ক্ষেত্রে সুযোগ সম্প্রসারণ সম্পর্কিত বিষয়গুলিও অন্বেষণ করেছেন ৷" উল্লেখ্য, শিন্ডের শিবসেনা এবং নাইডুর তেলুগু দেশম পার্টি বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র শরিক ।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বৈঠকের বিষয়ে ঠাকরে সাংসদ সঞ্জয় রাউত বলেন, "চন্দ্রবাবু নাইডু এবং মহারাষ্ট্রের মধ্যে সমীকরণ কী ? এটি চন্দ্রবাবু নাইডুর একটি সৌজন্যমূলক সফর ছিল । এটি শিষ্টাচারের একটি অংশ । মহারাষ্ট্র এবং চন্দ্রবাবু নাইডুর মধ্যে কোনও সমীকরণ নেই । যখন অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এক রাজ্যে যান তখন সে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন ৷"

প্রসঙ্গত, শনিবার অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মুম্বই গিয়েছেন চন্দ্রবাবু নাইডু ।

মুম্বই, 14 জুলাই: আজ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে তাঁর বর্ষা বাংলোতে দেখা করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু । বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, পরিকাঠামো ও অর্থনীতি-সহ বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে ৷ বিশেষ সূত্রের থেকে এ কথা জানা গিয়েছে ৷

'এক্স'-এর একটি পোস্টে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কার্যালয় বলেছে যে, মুখ্যমন্ত্রীরা তাঁদের রাজ্যগুলির মধ্যে অগ্রগতির জন্য সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন । বৈঠকে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কিঞ্জরাপু রামমোহন নাইডু, মহারাষ্ট্রের পিডব্লিউডি মন্ত্রী দাদা ভুসে, শিন্ডের ছেলে তথা সাংসদ শ্রীকান্ত শিন্ডে উপস্থিত ছিলেন ৷

শিন্ডের ঘনিষ্ঠ সূত্রের মতে, দুই মুখ্যমন্ত্রী শিন্ডের সরকারি বাসভবন বর্ষায় প্রায় আধ ঘণ্টা কথা বলেন । সূত্র বলেন, আলোচনায় অন্যান্য বিষয়ের পাশাপাশি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে । সূত্রের কথায়, "শিন্ডে এবং নাইডু দুই রাজ্যের মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক বিনিময় এবং সহযোগিতা নিয়েও আলোচনা করেছেন । তাঁরা পরিকাঠামোগত উন্নয়ন এবং ডিজিটাল ক্ষেত্রে সুযোগ সম্প্রসারণ সম্পর্কিত বিষয়গুলিও অন্বেষণ করেছেন ৷" উল্লেখ্য, শিন্ডের শিবসেনা এবং নাইডুর তেলুগু দেশম পার্টি বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র শরিক ।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বৈঠকের বিষয়ে ঠাকরে সাংসদ সঞ্জয় রাউত বলেন, "চন্দ্রবাবু নাইডু এবং মহারাষ্ট্রের মধ্যে সমীকরণ কী ? এটি চন্দ্রবাবু নাইডুর একটি সৌজন্যমূলক সফর ছিল । এটি শিষ্টাচারের একটি অংশ । মহারাষ্ট্র এবং চন্দ্রবাবু নাইডুর মধ্যে কোনও সমীকরণ নেই । যখন অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এক রাজ্যে যান তখন সে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন ৷"

প্রসঙ্গত, শনিবার অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মুম্বই গিয়েছেন চন্দ্রবাবু নাইডু ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.