ETV Bharat / bharat

পথ কুকুরের আক্রমণে প্রাণ গেল 18 মাসের শিশুর - Child Attack by stray dogs - CHILD ATTACK BY STRAY DOGS

Stray Dogs Attack a Toddler: একদল পথ কুকুরের আক্রমণে মৃ্ত্যু হল দেড় বছরের এক শিশুর ৷ ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী ৷

Stray Dog Attack
হায়দরাবাদে ফের পথ কুকুরের আক্রমণ (প্রতীকী ছবি)
author img

By PTI

Published : Jul 17, 2024, 2:28 PM IST

Updated : Jul 17, 2024, 4:20 PM IST

হায়দরাবাদ, 17 জুলাই: ফের পথ কুকুরের আক্রমণে প্রাণ হারাল একরত্তি শিশু ৷ একদল পথ কুকুর কামড়ে, ছিঁড়ে ক্ষত-বিক্ষত করল বছর দেড়েকের এক শিশুর শরীর ৷ মঙ্গলবার হায়দরাবাদের জওয়ার নগর এলাকার ঘটনা ৷ বুধবার স্থানীয় পুলিশের পক্ষ থেকে পথ কুকুরের আক্রমণে শিশু মৃ্ত্যুর ঘটনাটি নিশ্চিত করা হয়েছে ৷ মৃত ওই শিশুর পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, পরিবারটি সিদ্দিপেটে থাকত ৷ কয়েকমাস আগেই জওহর নগর এলাকায় এসেছে ৷ মঙ্গালবার রাতে শিশুটির বাড়ির সামনেই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ৷ এদিন রাতে শিশুটি তার বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিল ৷ সেই সময়েই একটি পথ কুকুর শিশুটিকে আক্রমণ করে ৷ তারপরই আরও বেশ কয়েকটি পথ কুকুর তাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় ৷

এদিকে দীর্ঘক্ষণ শিশুটিকে বাড়িতে দেখতে না পেয়ে তার পরিবারের লোকজন খোঁজ খবর শুরু করেন ৷ কিছুদূর যেতেই রাস্তায় রক্তাক্ত অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখেন তাঁরা ৷ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পরে তাকে সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ গেলে সেখানেই শিশুটির মৃত্যু হয়েছে মঙ্গলবার রাতে ৷ এই ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে এলাকায় ৷

এক মাস আগেই অর্থাৎ জুন মাসেই হায়দরাবাদের মিয়াপুরের মাক্তা ম্যাহবুবপেট গ্রামে নাবালকের মৃ্ত্যু হয়েছিল পথ কুকুরের আক্রামণে ৷ গত বছরের ডিসেম্বর মাসে একটি 5 মাসের শিশুকে আক্রমণ করেছিল একদল পথ কুকুরের ৷ স্থানীয় ওসমানিয়া মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছিল তার ৷

হায়দরাবাদ, 17 জুলাই: ফের পথ কুকুরের আক্রমণে প্রাণ হারাল একরত্তি শিশু ৷ একদল পথ কুকুর কামড়ে, ছিঁড়ে ক্ষত-বিক্ষত করল বছর দেড়েকের এক শিশুর শরীর ৷ মঙ্গলবার হায়দরাবাদের জওয়ার নগর এলাকার ঘটনা ৷ বুধবার স্থানীয় পুলিশের পক্ষ থেকে পথ কুকুরের আক্রমণে শিশু মৃ্ত্যুর ঘটনাটি নিশ্চিত করা হয়েছে ৷ মৃত ওই শিশুর পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, পরিবারটি সিদ্দিপেটে থাকত ৷ কয়েকমাস আগেই জওহর নগর এলাকায় এসেছে ৷ মঙ্গালবার রাতে শিশুটির বাড়ির সামনেই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ৷ এদিন রাতে শিশুটি তার বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিল ৷ সেই সময়েই একটি পথ কুকুর শিশুটিকে আক্রমণ করে ৷ তারপরই আরও বেশ কয়েকটি পথ কুকুর তাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় ৷

এদিকে দীর্ঘক্ষণ শিশুটিকে বাড়িতে দেখতে না পেয়ে তার পরিবারের লোকজন খোঁজ খবর শুরু করেন ৷ কিছুদূর যেতেই রাস্তায় রক্তাক্ত অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখেন তাঁরা ৷ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পরে তাকে সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ গেলে সেখানেই শিশুটির মৃত্যু হয়েছে মঙ্গলবার রাতে ৷ এই ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে এলাকায় ৷

এক মাস আগেই অর্থাৎ জুন মাসেই হায়দরাবাদের মিয়াপুরের মাক্তা ম্যাহবুবপেট গ্রামে নাবালকের মৃ্ত্যু হয়েছিল পথ কুকুরের আক্রামণে ৷ গত বছরের ডিসেম্বর মাসে একটি 5 মাসের শিশুকে আক্রমণ করেছিল একদল পথ কুকুরের ৷ স্থানীয় ওসমানিয়া মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছিল তার ৷

Last Updated : Jul 17, 2024, 4:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.