ETV Bharat / bharat

অশান্ত বাংলাদেশ, বিমান পরিষেবা বাতিল এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো ও ভিস্তারার - Flight Cancels to Dhaka - FLIGHT CANCELS TO DHAKA

Dhaka Flight Cancel: পদত্যাগ করে দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ৷ আরও অস্থির পরিস্থিতি সামনে আসছে বাংলাদেশের ৷ ইতিমধ্যে কারফিউ শিথিল করা হলেও, মঙ্গলবার ঢাকার সমস্ত বিমান বাতিল করা হয়েছে ৷

Dhaka Flight Cancel
ঢাকাগামী একাধিক বিমান পরিষেবা বাতিল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 6, 2024, 2:18 PM IST

Updated : Aug 6, 2024, 2:42 PM IST

নয়াদিল্লি, 6 অগস্ট: ছাত্র আন্দোলনের উত্তপ্ত বাংলাদেশ ৷ ক্ষমতচ্য়ুত শেখ হাসিনার সরকার ৷ উত্তপ্ত পরিস্থিতিতে ঢাকাগামী সমস্ত বিমান পরিষেবা বাতিল করল একাধিক ভারতীয় বিমান সংস্থা ৷ কোটা সংরক্ষণের দাবিতে প্রায় এক মাস ধরে বেশ কয়েকদফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ ৷ ছাত্র বিক্ষোভের বিরুদ্ধে হার মানতে হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৷ সোমবার পদত্যাগ করে দেশ ছাড়েন মুজিবকন্যা ৷

প্রতিবেশী দেশের অস্থির পরিস্থিতির মধ্যে এদিন এয়ার ইন্ডিয়া, ভিস্তারা, ইন্ডিগো ঢাকাগামী একাধিক বিমান পরিষেবা বাতিল করেছে ৷ এমনটাই জানানো হয়েছে সংশ্লিষ্ট বিমান সংস্থার পক্ষ থেকে ৷ মুম্বই থেকে প্রতিদিন ঢাকা পর্যন্ত বিমান পরিষেবা দেয় ভিস্তারা ৷ সপ্তাহের তিনটি দিল্লি থেকে ঢাকা পর্যন্ত বিমান পরিষেবা দেয় সংস্থাটি ৷

এদিন বিমান পরিষেবা বতিল প্রসঙ্গেই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিবেশী দেশের অস্থির পরিস্থিতির কারণেই ঢাকা থেকে বিমান আসা-যাওয়া বাতিল করা হয়েছে ৷ এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, "আমরা ক্রমাগত পরিস্থিতির উপর নজর রাখছি ৷ যাত্রীদের সমস্তরকম সাহায্য করছি ৷ বিমান বাতিল হওয়া টিকিট মূল্য ফেরত দেওয়া হবে যাত্রীদের ৷ যাঁরা আবার অন্যদিনে টিকিট বুকিং করতে চান, তাঁদেরও সমস্তভাবে সহায়তা করা হচ্ছে ৷"

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে ৷ তাঁর দেশ ত্যাগের পরই বিশৃঙ্খলায় সৃষ্টি হয় দেশজুড়ে ৷ ঢাকায় প্রধানমন্ত্রী বাসভবনে ঢুকে পড়েন আন্দোলনকারীরা ৷ অন্যান্য সরকারি সম্পত্তি ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয় ৷

নয়াদিল্লি, 6 অগস্ট: ছাত্র আন্দোলনের উত্তপ্ত বাংলাদেশ ৷ ক্ষমতচ্য়ুত শেখ হাসিনার সরকার ৷ উত্তপ্ত পরিস্থিতিতে ঢাকাগামী সমস্ত বিমান পরিষেবা বাতিল করল একাধিক ভারতীয় বিমান সংস্থা ৷ কোটা সংরক্ষণের দাবিতে প্রায় এক মাস ধরে বেশ কয়েকদফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ ৷ ছাত্র বিক্ষোভের বিরুদ্ধে হার মানতে হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৷ সোমবার পদত্যাগ করে দেশ ছাড়েন মুজিবকন্যা ৷

প্রতিবেশী দেশের অস্থির পরিস্থিতির মধ্যে এদিন এয়ার ইন্ডিয়া, ভিস্তারা, ইন্ডিগো ঢাকাগামী একাধিক বিমান পরিষেবা বাতিল করেছে ৷ এমনটাই জানানো হয়েছে সংশ্লিষ্ট বিমান সংস্থার পক্ষ থেকে ৷ মুম্বই থেকে প্রতিদিন ঢাকা পর্যন্ত বিমান পরিষেবা দেয় ভিস্তারা ৷ সপ্তাহের তিনটি দিল্লি থেকে ঢাকা পর্যন্ত বিমান পরিষেবা দেয় সংস্থাটি ৷

এদিন বিমান পরিষেবা বতিল প্রসঙ্গেই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিবেশী দেশের অস্থির পরিস্থিতির কারণেই ঢাকা থেকে বিমান আসা-যাওয়া বাতিল করা হয়েছে ৷ এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, "আমরা ক্রমাগত পরিস্থিতির উপর নজর রাখছি ৷ যাত্রীদের সমস্তরকম সাহায্য করছি ৷ বিমান বাতিল হওয়া টিকিট মূল্য ফেরত দেওয়া হবে যাত্রীদের ৷ যাঁরা আবার অন্যদিনে টিকিট বুকিং করতে চান, তাঁদেরও সমস্তভাবে সহায়তা করা হচ্ছে ৷"

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে ৷ তাঁর দেশ ত্যাগের পরই বিশৃঙ্খলায় সৃষ্টি হয় দেশজুড়ে ৷ ঢাকায় প্রধানমন্ত্রী বাসভবনে ঢুকে পড়েন আন্দোলনকারীরা ৷ অন্যান্য সরকারি সম্পত্তি ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয় ৷

Last Updated : Aug 6, 2024, 2:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.