নয়াদিল্লি, 25 ফেব্রুয়ারি: যুদ্ধকালীন তৎপরতা ভারতীয় বিমান বাহিনীর ৷ না, যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য নয় ৷ বাহিনীর এক প্রবীণ আধিকারিকের জীবন রক্ষার জন্য ক্ষিপ্র গতিতে কর্তব্যে হাজির ভারতীয় বায়ুসেনা ৷ অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যেই অভিযানের জন্য তারা প্রস্তুত করে ফেলে তাদের ডর্নিয়ার বিমান ৷ সেই বিমানে করেই সেনা হাসপাতাল থেকে এয়ারলিফ্ট করা হয় বিশেষজ্ঞ চিকিৎসকদের ৷ তাঁরা পুনে গিয়ে সেখান থেকে একটি লিভার বা যকৃৎ-কে অতি সাবধানে উড়িয়ে এনে তা প্রতিস্থাপন করেন প্রবীণ সেনাকর্মীর শরীরে ৷
রবিবার বায়ুসেনার তরফে জানানো হয়েছে যে, এই মিশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ৷ কারণ গত 23 ফেব্রুয়ারি খুবই সংক্ষিপ্ত নোটিশে এই বিমানটি পরিচালিত হয় ৷ বায়ুসেনার কথায়, "23 ফেব্রুয়ারি রাতে পুনে থেকে দিল্লিতে একটি লিভার পুনরুদ্ধার করার জন্য সেনা হাসপাতালের (আরএন্ডআর) ডাক্তারদের একটি দলকে এয়ারলিফ্ট করতে হত ৷ সে জন্য একটি আইএএফ ডর্নিয়ার বিমান সংক্ষিপ্ত নোটিশে সক্রিয় করা হয় ৷"
আইএএফ আরও বলেছে যে, ওই লিভার অতি কম সময়ে উড়িয়ে এনে তা প্রবীণ সেনাকর্মীর শরীরে সফল ভাবে প্রতিস্থাপন করা সম্ভব হয়েছে ৷ তার ফলে নতুন জীবন পেয়েছেন প্রাক্তন সেনা আধিকারিক ৷
আর অ্যান্ড আর (রিসার্চ অ্যান্ড রেফারাল) নামেও পরিচিত সেনা হাসপাতাল ৷ সশস্ত্র বাহিনীর জন্য দিল্লি ক্যান্টনমেন্ট এলাকার সর্বোচ্চ ফ্ল্যাগশিপ মেডিক্যাল পরিষেবা এখানে পাওয়া যায় ৷ সশস্ত্র বাহিনী ও তাঁর সঙ্গে যুক্ত কর্মীরা এবং তাঁদের পরিবারের সদস্যরা চিকিত্সা পান ।
আরও পড়ুন: