পুনে, 1 ডিসেম্বর: ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির 147তম কোর্সটির পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত হল পুনের খেতারপাল প্যারেড গ্রাউন্ডে ৷ শনিবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বায়ুসেনার প্রধান অমরপ্রীত সিং ৷ তিন বছরের কোর্সটি শুরু হয়েছিল 2021 সালে ৷
ইভেন্টটি পর্যালোচনা করেন বায়ুসেনা প্রধান ৷ মোট 1 হাজার 265 জন ক্যাডেট অংশ নিয়েছিলেন ৷ যার মধ্যে 357 জন পাসিং আউট কোর্সে স্নাতক হয়েছেন ।
The Passing Out Parade of the 147th Course, #NDA, was held on 30 Nov 2024 at Khetarpal Parade Ground at the National Defence Academy, Khadakwasla.
— HQ IDS (@HQ_IDS_India) November 30, 2024
Reviewed by Air Chief Marshal AP Singh, Chief of the Air Staff, the grand ceremony saw 1,265 Cadets on parade, including 357 from the… pic.twitter.com/d0MHSiWWio
পাসিং আউট প্যারেড কী: সেনা, নৌ ও বিমানবাহিনীর ক্যাডেটরা প্রাথমিক প্রশিক্ষণ শেষ করার পর একটি কুচকাওয়াজে অংশ নেন ৷ সেটিই পাসিং আউট প্যারেড নামে পরিচিত ৷ এই সামরিক কুচকাওয়াজের অনুষ্ঠানের পর ক্যাডেটরা নিজেদের পছন্দমতো অ্যাকাডেমিতে চলে যান পরবর্তী বিভাগীয় বিশেষ প্রশিক্ষণ নিতে ৷
147তম কোর্সটির জন্য 2021 সাল থেকে প্রশিক্ষণ দেওয়া শুরু হয় ৷ তখন থেকে তিন বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষ করার পরে ক্যাডেটরা একটি জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন ৷
পাসিং আউট প্যারেড পরবর্তী প্রশিক্ষণ: স্নাতক হওয়ার পর, ক্যাডেটরা তাদের নিজ নিজ প্রি-কমিশনিং ট্রেনিং অ্যাকাডেমিতে যোগদান করবে । যারা নৌবাহিনী বেছে নিয়েছেন তারা কেরলের ইজিমালার ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমিতে যোগ দেবেন ৷ আর সেনাবাহিনীতে যোগ দিতে ইচ্ছুক যারা তাঁরা দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিতে যাবেন । যে ক্যাডেটরা বিমানবাহিনীকে বেছে নিয়েছেন তারা হায়দরাবাদের দুন্ডিগালে এয়ার ফোর্স অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নেবেন । এইভাবে, ভারতীয় সশস্ত্র বাহিনীতে কমিশনপ্রাপ্ত অফিসার হওয়ার দিকে নিজেদের এগিয়ে নিয়ে যান ক্যাডেটরা ৷