ETV Bharat / bharat

কঠোর অনুশীলনের সমাপ্তি, স্নাতকের পর কোথায় নিয়োগ পান সামরিকবাহিনীর ক্যাডেটরা ? - PASSING OUT PARADE 2024

প্রশিক্ষণ শেষে সেনা, নাবিক ও বিমানকর্মীদের স্নাতক ডিগ্রি প্রদানের বিশেষ অনুষ্ঠান ৷ উপস্থিত ছিলেন বায়ুসেনা প্রধান অমরপ্রীত সিং ৷

Passing Out Parade 2024
পুনেতে অনুষ্ঠিত পাসিং আউট প্যারেডের বিভিন্ন মুহূর্ত (এএনআই)
author img

By ANI

Published : Dec 1, 2024, 7:06 PM IST

Updated : Dec 1, 2024, 7:17 PM IST

পুনে, 1 ডিসেম্বর: ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির 147তম কোর্সটির পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত হল পুনের খেতারপাল প্যারেড গ্রাউন্ডে ৷ শনিবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বায়ুসেনার প্রধান অমরপ্রীত সিং ৷ তিন বছরের কোর্সটি শুরু হয়েছিল 2021 সালে ৷

ইভেন্টটি পর্যালোচনা করেন বায়ুসেনা প্রধান ৷ মোট 1 হাজার 265 জন ক্যাডেট অংশ নিয়েছিলেন ৷ যার মধ্যে 357 জন পাসিং আউট কোর্সে স্নাতক হয়েছেন ।

পাসিং আউট প্যারেড কী: সেনা, নৌ ও বিমানবাহিনীর ক্যাডেটরা প্রাথমিক প্রশিক্ষণ শেষ করার পর একটি কুচকাওয়াজে অংশ নেন ৷ সেটিই পাসিং আউট প্যারেড নামে পরিচিত ৷ এই সামরিক কুচকাওয়াজের অনুষ্ঠানের পর ক্যাডেটরা নিজেদের পছন্দমতো অ্যাকাডেমিতে চলে যান পরবর্তী বিভাগীয় বিশেষ প্রশিক্ষণ নিতে ৷

147তম কোর্সটির জন্য 2021 সাল থেকে প্রশিক্ষণ দেওয়া শুরু হয় ৷ তখন থেকে তিন বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষ করার পরে ক্যাডেটরা একটি জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন ৷

পাসিং আউট প্যারেড পরবর্তী প্রশিক্ষণ: স্নাতক হওয়ার পর, ক্যাডেটরা তাদের নিজ নিজ প্রি-কমিশনিং ট্রেনিং অ্যাকাডেমিতে যোগদান করবে । যারা নৌবাহিনী বেছে নিয়েছেন তারা কেরলের ইজিমালার ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমিতে যোগ দেবেন ৷ আর সেনাবাহিনীতে যোগ দিতে ইচ্ছুক যারা তাঁরা দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিতে যাবেন । যে ক্যাডেটরা বিমানবাহিনীকে বেছে নিয়েছেন তারা হায়দরাবাদের দুন্ডিগালে এয়ার ফোর্স অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নেবেন । এইভাবে, ভারতীয় সশস্ত্র বাহিনীতে কমিশনপ্রাপ্ত অফিসার হওয়ার দিকে নিজেদের এগিয়ে নিয়ে যান ক্যাডেটরা ৷

পুনে, 1 ডিসেম্বর: ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির 147তম কোর্সটির পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত হল পুনের খেতারপাল প্যারেড গ্রাউন্ডে ৷ শনিবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বায়ুসেনার প্রধান অমরপ্রীত সিং ৷ তিন বছরের কোর্সটি শুরু হয়েছিল 2021 সালে ৷

ইভেন্টটি পর্যালোচনা করেন বায়ুসেনা প্রধান ৷ মোট 1 হাজার 265 জন ক্যাডেট অংশ নিয়েছিলেন ৷ যার মধ্যে 357 জন পাসিং আউট কোর্সে স্নাতক হয়েছেন ।

পাসিং আউট প্যারেড কী: সেনা, নৌ ও বিমানবাহিনীর ক্যাডেটরা প্রাথমিক প্রশিক্ষণ শেষ করার পর একটি কুচকাওয়াজে অংশ নেন ৷ সেটিই পাসিং আউট প্যারেড নামে পরিচিত ৷ এই সামরিক কুচকাওয়াজের অনুষ্ঠানের পর ক্যাডেটরা নিজেদের পছন্দমতো অ্যাকাডেমিতে চলে যান পরবর্তী বিভাগীয় বিশেষ প্রশিক্ষণ নিতে ৷

147তম কোর্সটির জন্য 2021 সাল থেকে প্রশিক্ষণ দেওয়া শুরু হয় ৷ তখন থেকে তিন বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষ করার পরে ক্যাডেটরা একটি জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন ৷

পাসিং আউট প্যারেড পরবর্তী প্রশিক্ষণ: স্নাতক হওয়ার পর, ক্যাডেটরা তাদের নিজ নিজ প্রি-কমিশনিং ট্রেনিং অ্যাকাডেমিতে যোগদান করবে । যারা নৌবাহিনী বেছে নিয়েছেন তারা কেরলের ইজিমালার ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমিতে যোগ দেবেন ৷ আর সেনাবাহিনীতে যোগ দিতে ইচ্ছুক যারা তাঁরা দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিতে যাবেন । যে ক্যাডেটরা বিমানবাহিনীকে বেছে নিয়েছেন তারা হায়দরাবাদের দুন্ডিগালে এয়ার ফোর্স অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নেবেন । এইভাবে, ভারতীয় সশস্ত্র বাহিনীতে কমিশনপ্রাপ্ত অফিসার হওয়ার দিকে নিজেদের এগিয়ে নিয়ে যান ক্যাডেটরা ৷

Last Updated : Dec 1, 2024, 7:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.