ETV Bharat / bharat

ভোটের একদিন আগে গুজরাতের একাধিক স্কুলে বোমাতঙ্ক! ঘটনাস্থলে ক্রাইম ব্রাঞ্চ - BOMB THREAT - BOMB THREAT

Ahmedabad Schools Bomb Threats: গুজরাতের বেশ কয়েকটি স্কুলে হুমকি মেল ৷ ঘটনাস্থলে বম্ব স্কোয়াড ও পুলিশ বাহিনী তল্লাশি অভিযান চালায় ৷ ঘটনায় আতঙ্কিত পড়ুয়া থেকে শিক্ষক-শিক্ষিকারা ৷

Bomb Threat
--প্রতীকী ছবি ৷ (ইটিভি ভারত)
author img

By PTI

Published : May 6, 2024, 4:01 PM IST

Updated : May 6, 2024, 7:20 PM IST

আমেদাবাদ, 6 মে: তৃতীয় দফার লোকসভা নির্বাচন মঙ্গলবার ৷ গুজরাতেও 25টি লোকসভা আসনের নির্বাচন রয়েছে ৷ তার আগে ফের আমেদাবাদের 6টি স্কুলে বোমাতাঙ্ক ! ইমেল মারফত প্রতিটি স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে বলে খবর ৷ ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, বম্ব স্কোয়াড ও ক্রাইম ব্রাঞ্চের একটি দল ৷ ঘটনায় আতঙ্কিত পড়ুয়া থেকে শিক্ষক-শিক্ষিকারা ৷

সাইবার ক্রাইম ব্রাঞ্চের ডিসিপি লাভিনা সিনহা সংবাদ সংস্থা পিটিআইকে জানান, আমেদাবাদের কয়েকটি স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি মেল পাঠানো হয়েছে ৷ সঙ্গে সঙ্গে স্কুলের তরফে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয় ৷ কিছুদিন আগে দিল্লিতেও একইভাবে ইমেল করে স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছিল ৷ গোটা ঘটনার তদন্ত চলছে ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, প্রতিটি ইমেলের 'ডোমেইন' ভারতের বাইরের ৷ ইতিমধ্যেই স্থানীয় থানার পুলিশ, বম্ব স্কোয়াড ও ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা পৌঁছেছেন ৷ স্কুলে তল্লাশি অভিযান চালানো হয়েছে ৷

উল্লেখ্য, স্কুলে বোমার হুমকি নতুন নয় ৷ এর আগে নয়া দিল্লির এনসিআরের 150টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল ৷ দিল্লির পুলিশ কমিশনার সঞ্জয় অরোরার অফিসিয়াল মেল আইডিতে এই হুমকি মেল এসেছিল ৷ পুলিশ কুকুর ও বম্ব স্কোয়াড নিয়ে স্কুলে চালানো হয় তল্লাশি অভিযান ৷ তদন্তে জানা যায়, হুমকিমূলক মেলটি ভুয়ো ৷

স্কুলের পাশাপাশি, দেশের বিভিন্ন বিমানবন্দর বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি মেল সাম্প্রতিক সময়ে চাঞ্চল্য ছড়িয়েছে৷ কলকাতা বিমানবন্দর, দিল্লি বিমানবন্দর-সহ বেশ কয়েকটি জায়গায় বম্ব স্কোয়াড তল্লাশি অভিযান চালায় ৷ তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কে বা কারা জড়িত তা তদন্ত করে দেখছে পুলিশ ৷

আরও পড়ুন

1. চারধাম যাত্রা শুরুতে বাকি 8 দিন, পানীয় জলের সংকট-দাবানলে বিধস্ত উত্তরাখণ্ড

2. ভারত-শ্রীলঙ্কার মধ্যে ফেরি পরিষেবা ফের শুরু হতে চলেছে

3. বগি ফেলে ছুটল ইঞ্জিন, বড় দুর্ঘটনা থেকে বাঁচল পাটনা-জম্মু অর্চনা এক্সপ্রেস

আমেদাবাদ, 6 মে: তৃতীয় দফার লোকসভা নির্বাচন মঙ্গলবার ৷ গুজরাতেও 25টি লোকসভা আসনের নির্বাচন রয়েছে ৷ তার আগে ফের আমেদাবাদের 6টি স্কুলে বোমাতাঙ্ক ! ইমেল মারফত প্রতিটি স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে বলে খবর ৷ ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, বম্ব স্কোয়াড ও ক্রাইম ব্রাঞ্চের একটি দল ৷ ঘটনায় আতঙ্কিত পড়ুয়া থেকে শিক্ষক-শিক্ষিকারা ৷

সাইবার ক্রাইম ব্রাঞ্চের ডিসিপি লাভিনা সিনহা সংবাদ সংস্থা পিটিআইকে জানান, আমেদাবাদের কয়েকটি স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি মেল পাঠানো হয়েছে ৷ সঙ্গে সঙ্গে স্কুলের তরফে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয় ৷ কিছুদিন আগে দিল্লিতেও একইভাবে ইমেল করে স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছিল ৷ গোটা ঘটনার তদন্ত চলছে ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, প্রতিটি ইমেলের 'ডোমেইন' ভারতের বাইরের ৷ ইতিমধ্যেই স্থানীয় থানার পুলিশ, বম্ব স্কোয়াড ও ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা পৌঁছেছেন ৷ স্কুলে তল্লাশি অভিযান চালানো হয়েছে ৷

উল্লেখ্য, স্কুলে বোমার হুমকি নতুন নয় ৷ এর আগে নয়া দিল্লির এনসিআরের 150টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল ৷ দিল্লির পুলিশ কমিশনার সঞ্জয় অরোরার অফিসিয়াল মেল আইডিতে এই হুমকি মেল এসেছিল ৷ পুলিশ কুকুর ও বম্ব স্কোয়াড নিয়ে স্কুলে চালানো হয় তল্লাশি অভিযান ৷ তদন্তে জানা যায়, হুমকিমূলক মেলটি ভুয়ো ৷

স্কুলের পাশাপাশি, দেশের বিভিন্ন বিমানবন্দর বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি মেল সাম্প্রতিক সময়ে চাঞ্চল্য ছড়িয়েছে৷ কলকাতা বিমানবন্দর, দিল্লি বিমানবন্দর-সহ বেশ কয়েকটি জায়গায় বম্ব স্কোয়াড তল্লাশি অভিযান চালায় ৷ তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কে বা কারা জড়িত তা তদন্ত করে দেখছে পুলিশ ৷

আরও পড়ুন

1. চারধাম যাত্রা শুরুতে বাকি 8 দিন, পানীয় জলের সংকট-দাবানলে বিধস্ত উত্তরাখণ্ড

2. ভারত-শ্রীলঙ্কার মধ্যে ফেরি পরিষেবা ফের শুরু হতে চলেছে

3. বগি ফেলে ছুটল ইঞ্জিন, বড় দুর্ঘটনা থেকে বাঁচল পাটনা-জম্মু অর্চনা এক্সপ্রেস

Last Updated : May 6, 2024, 7:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.